| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থ বছরে পোশাক রফতানি ১২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো। এছাড়া রানা প্লাজার দুর্ঘটনার পর বিশ্বজুড়ে চলা নেতিবাচক প্রচারণা সত্ত্বেও বিগত বছরের তুলনায় চলতি বছরের মে মাসে পোশাক রফতানি বেড়েছে ১৫ দশমিক ৪৩ শতাংশ। যার অর্থমূল্য ২৫৪ কোটি মার্কিন ডলার।
জানা গেছে, গত বছরের তুলনায় এ বছরের মে মাস পর্যন্ত শেষ হওয়া ১১ মাসে এক হাজার ৯৩০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ অর্থের পোশাক রফতানি করা হয়েছে।
রফতানি বাড়ার কারণ হিসেবে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের ঘটনার পর পোশাক শিল্পে সংস্কারে সরকারের নেওয়া পদক্ষেপকে উল্লেখ করেছে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে এক হাজার ১২৯ জন শ্রমিক নিহত হয়। এর আগে নভেম্বরে তাজরীন ফ্যাশনস গার্মেন্টেসে অগ্নিকাণ্ডে ১১২ জন নিহত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ধীন রফতানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়, চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে মোট রফতানি হয়েছে ২ হাজার ৪৩২ কোটি ডলার মার্কিন ডলার। গত অর্থ বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ১৯৭ কোটি মার্কিন ডলার।
চীনের পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ বাংলাদেশের তৈরি পোশাকের ৬০ শতাংশ ইউরোপ ও ২৩ শতাংশ যুক্তরাষ্ট্রে রফতানি করা হয়। তবে গত এপ্রিলে অনুমোদনবিহীনভাবে গড়ে ওঠা আটতলা রানা প্লাজা ধসে পড়ার পর শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধিতে বাংলাদেশকে চাপ দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৮
আরিফ আহমেদ বলেছেন: প্রচারেই প্রসার,হোক তা নেতিবাচক বা ইতিবাচক