| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংল্যান্ডে প্রচ- তাপদাহে গত ৯ দিনে ৭৬০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার দেশটির বিভিন্ন অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আর ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেই সরকারের পক্ষ থেকে চার নম্বর জরুরী সতর্কতা জারি করা হবে। গত বৃহস্পতিবার টানা ষষ্ঠদিনের মতো ইংল্যান্ডে দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়। যা গত সাত বছরের ইতহাসে সর্বোচ্চ তাপমাত্রা।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকেল মেডিসিনের পরিচালিত এক গবেষণায় দেখা যায়, প্রচ- তাপদাহের কারণে প্রথম নয়দিনে শুধু ইংল্যান্ডেই ৫৪০ থেকে ৭৬০ জনের মতো মানুষের মৃত্যু হয়েছে। আর এই তাপমাত্রা যদি সপ্তাহের শেষ পর্যন্ত বহাল থাকে তাহলে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাপদাহের ফলে তিন নম্বর সতকর্তার মানে হলো, গরম আবহাওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে বাঁচতে জনসাধারণকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা। একই সঙ্গে সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর জন্য সামাজিক ও স্বাস্থ্যসেবাদান প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা। গত নয়দিনে অ্যাম্বুলেন্সের ব্যবহার অন্যান্য সময়ের তুলনায় ৩০ শতাংশ বৃদ্ধি পেতে দেখা গেছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের একটি নির্বাহী সংস্থা পাবলিক হেলথ ইংল্যান্ডের পক্ষ থেকে বারবার জনসাধারণকে গরম আবহাওয়ার কারণে নানা ধরনের শারিরীক সমস্যা হতে পারে বলে সতর্ক করে দেওয়া হচ্ছে। সংস্থাটি লোকজনকে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত বাইরে বের না হতে বলছে। এমনকি কায়িক প্ররিশ্রম না করতেও বলছে।
দেখুন
২০ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৩
ছািব্বর বলেছেন: আসলেই
২|
২০ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৩
মিত্রাক্ষর বলেছেন: এই খবরের সত্যতা নিয়ে সন্দেহ আছে।
২০ শে জুলাই, ২০১৩ রাত ২:৪২
ছািব্বর বলেছেন: লিঙ্ক দেওয়া আছে।
অরা কি মরতে পারেনা ?
ওরা কি মানুষ নয় ?
৩|
২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩৮
একজন বাংলার ছেলে বলেছেন: ৩২° সেলসিয়াসে ৭৬০ জনের মৃত্যু কি ফালতু নিউজ রে বাবা !!
২০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০২
৪|
২০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৭
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
এত ঠান্ডার দেশে তাপদাহ!
কী শুরু হইলো? কেয়ামত কাছাইছে!?
এর আগে ডুবাই এর নির্জন এলাকায় বন্যা দিয়েছিলো যেখানে স্মরণকালেও বৃষ্টির রেকর্ড নাই।
HAARP এর পরীক্ষা চলতাছে। দাজ্জাল আইলো বলে!
২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫
ছািব্বর বলেছেন: এরা কইসে আমাদের দেশ প্রাকৃতিক বিপর্যয়ের ঝুকির মাঝে আছে। এখন নিজেরা কুল পায়না
৫|
২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০১
পথহারা সৈকত বলেছেন: একজন বাংলার ছেলে বলেছেন: ৩২° সেলসিয়াসে ৭৬০ জনের মৃত্যু কি ফালতু নিউজ রে বাবা !!
৬|
২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৬
হেডস্যার বলেছেন:
ইনকিলাব একটা বাল পত্রিকা
৭|
২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮
প্রত্যাবর্তন@ বলেছেন: পথহারা সৈকত বলেছেন: একজন বাংলার ছেলে বলেছেন: ৩২° সেলসিয়াসে ৭৬০ জনের মৃত্যু কি ফালতু নিউজ রে বাবা !!
৮|
২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩
রাজীব বলেছেন: ঢাকায় ৩২° সেলসিয়াস তাপমাত্রা থাকে বছরে অর্ধেক সময়ে।
৯|
২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
নীল বরফ বলেছেন: হাসতে হাসতে আমার লুঙ্গির গিট খুইল্যা গেছে রে মুমিন!আজকার লিগা থাম!
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৩ রাত ২:২৪
খেয়া ঘাট বলেছেন: ৭৬০ জনের মৃত্যু--- ভয়াবহ ব্যাপার।