| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাকাত একটি ফরয ইবাদত । ইসলাম এর ৫ টি স্তম্ভের অন্যতম ।আল্লাহ পাক সুরা তওবার ৬০ নং আয়াতে বলেন " যাকাত হল কেবল ফকির, মিসকীন, যাকাত আদায় কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদে হক এবং তা দাস-মুক্তির জন্যে-ঋণ গ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় "
এই যে ৮ খাত বলা হয়েছে তার মুল হল ঈমান ঠিক থাকতে হইবে , আমল ঠিক থাকতে হইবে ।
আল্লাহ পাক সুরা মায়ীদা এর ২ নং আয়াতে বলেন "সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা"।
যাকাতের টাকা নিয়ে কেউ যদি ইসলাম ধ্বংসের কাজ করে তাকে কি যাকাত দেওয়া যাবে কিম্বা যারা এই টাকা আত্বসাত করে তাদের দেওয়া যাবে কি ?
তাহলে ঈমান, ইসলাম ধ্বংস্কারী ও যাকাতের টাকা লুটপাটকারী জামাতি, হিফাযতি , কোয়ান্টাম, আঞ্জুমান মুফিদুল ইসলাম এ যাকাতের টাকা দিলে তা কি আদায় হইবে ?
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৪
ছািব্বর বলেছেন: অজ্ঞের মত কথা কইলেন ? কোতাহ্য বলা আছে যাকাত রাষ্ট্রিয় ইবাদত ?
ট্যাক্স দিলেও যাকাত দিতে হইবে । যাকাতের হিসেব আলাদা, ট্যাক্সের হিসেব আলাদা । যাকাত গরীবের হক আর ট্যাক্স দেশের কাজে ব্যয় হয় । ট্যাক্স ইসলাম এর স্তম্ভ নয় ।
২|
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৭
কাজিম কামাল বলেছেন: উড়ো জাহাজকে একটা উষ্টা দিন।কে কইছে ওরে 'যাকাত রাষ্ট্রীয় এবাদত'
আর বাংলাদেশ একটা সেক্যুলার দেশ, ইসলামি না।
মস্করা করে মানুষকে কনফিউওজ করতাসে।
আর জাকাত পারলে আপনার চেনা জানা কাউকে দিন।
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৫
ছািব্বর বলেছেন: ইসলাম নিয়ে মানুষের মুর্খতা চরম পর্যায়ের । তাই তিনি এই কথা বলতে পেরেছেন । তিনি যাকাত ও বুঝেন না আবার ট্যাক্স ও বুঝেন না ।
৩|
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৩
উড়োজাহাজ বলেছেন: কাজিম কামাল: জোড় করে ইসলামী দেশ স্বীকার করাইবেন নাকি মিয়া ভাই? এখানে সুদের ব্যবসা চলে, মদের লাইসেন্স দেওয়া হয়। আপনি কোন ধরনের মুমিন মোসলমান ভাইজান?
পর্যবেক্ষনে রাখলাম।
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৯
ছািব্বর বলেছেন: হাসাইলেন ভাই । এই দেশ কোন সম্য ইসলাম এর বাইরে ছিল । সংবিধানের ২ নং অনুচ্ছেদ এ ইসলাম রাষ্ট্র ধর্ম । তাইলে ইসলামী দেশ হইলনা কিভাবে ? আপনি এই দেশ কে কি বানাইতে চান ?
বিশ্বের সব দেশ ই তার ধর্ম দিয়ে পরিচয় দিয়ে থাকে । কেবল ইসলাম নিয়েই যত চুলাকানী ?
সুদ, মদের লাইসেন্স দিলেই কি ইসলাম বাদ দিতে হইবে ভাই ?
মানুষের কুকর্মের জন্য তো ইসলাম দায়ী নয় ।
ইসলাম নিয়ে জানুন, তারপর বলুন ।
৪|
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: যাকাত ফরজ
মসজিদ , মাত্রাসা , এতিম খানা , বা গরীব দুঃখী যাদের সহায় সম্বল
কিছুই নাই তাদের কে যাকাত এর পয়সা বা সম্পদ বিলিয়ে দেয়া উত্তম , আল হাদিস
মনগড়া কথা বা কর্ম ইসলাম নয়
এ সম্পর্কে আরও জানা ভাল ।।
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩২
ছািব্বর বলেছেন: জ্বি , ইসলাম নিয়ে জেনে কথা বলা ভালো ।
৫|
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৭
উড়োজাহাজ বলেছেন: ট্যাক্স ও নেবেন আবার যাকাতও নেবেন, এইটা জুলুম না? ইসলাম থাকলে তো একসাথে দুইটা নিতো না।
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩১
ছািব্বর বলেছেন: যদি খিলাফত যারী থাকত তাইলে বায়তুল মাল -ই যাকাত যেত ।
যাকাত ৮ টি খাতে খরছের কথা বলা হয়েছে । এর বাইরে করার সুযোগ নাই । ট্যাক্স যে কোন খাতে খরছ করা যায় ।
যুলুম ইসলাম নয় , মানুষ করতেছে ।
৬|
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৯
উড়োজাহাজ বলেছেন: অহে মুর্খতা! অহে মুর্খতা। মাইরালা আমারে!
৭|
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৭
কৃষি এবং কৃষক বলেছেন: @উড়োজাহাজ
জাকাত এবং আয়কর ভিন্ন জিনিস। ইসলামে আয়করের বিধান নেই, কিন্তু জাকাত ফরজ। এটাই সত্য ............
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪০
ছািব্বর বলেছেন: ধন্যবাদ
৮|
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৬
উড়োজাহাজ বলেছেন: যাকাতের টাকা দিয়ে কি হবে? ইসলামী রাস্ট্রে খলিফা যাকাত নেওয়ার পর আবার আলাদা ট্যাক্স নিবে? অসম্ভব এটাই যাকাতই ট্যাক্স, ট্যাক্সই যাকাত। আজ রাষ্ট্রীয়ভাবে ইসলাম না থাকায় দুইটাই আদায় করতে হচ্ছে। তর্ক করে লাভ নাই। আমি সঙকিপ্তভাবে জিনিসটা তুলে ধরতে চেয়েছি। কিন্তু ইসলাম সম্বন্ধে মানুষের অজ্ঞতা দেখি চূড়ান্ত। এ জন্য আমাকে দেখি আলাদা একটা পোসট দিতে হবে।
আচ্ছা বলেন তো আপনারা, যে রাষ্ট্রে ইসলামী দণ্ডবিধি কার্যকর নেই, আল্লাহর সার্বভেৌমত্ব নেই, মানুষের সার্বভেৌমত্ব প্রতিষ্ঠা থাকে, সেখানে জুম'আর নামাযের প্রয়োজন আছে কি না? আমি পোষ্টে আছি। আমার কথার স্বপক্ষে ছোট হলেও একটা পোস্ট দিব- তা যত সময়ই লাগুক ইনশা'আল্লাহ।
২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৪
ছািব্বর বলেছেন: আপনার জ্ঞানের অনেক অভাব ।
ইসলাম নিয়ে পড়াশুনা করুন তারপর তর্ক করতে আসুন ।
অল্প বিদ্যা ভয়ংকরী ।
আপনি যাকাত ও বুঝেন না আর ট্যাক্স ও বুঝেন না ।
৯|
২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৬
সাঈফ শেরিফ বলেছেন: উড়োজাহাজ, আপনি মনে হয় এই পোস্টের আসল কথা বা ডিসকোর্সকে এড়িয়ে যাবার জন্য অপ্রাসঙ্গিক কথার অবতারণা করছেন।
রাষ্ট্রকে যে ট্যাক্স দিবেন, আয়কর দিবেন সেটা রাষ্ট্র জনগণের রাষ্ট্রিক সুবিধা প্রদানেই ব্যয় করবে। ঐযে বলেনা জনগণের ট্যাক্সের টাকায় আপনি ঢাবিতে, বুয়েট, মেডিকেলে পড়েছেন, ইত্যাদি।
প্রথাগত অর্থে দান/চ্যারিটি এবং যাকাতও ভিন্ন। ইসলামের সুসার প্রসারের জন্য যে ৮টি খাত আছে, তাতেই কেবল যাকাত দেয়া যাবে (এটা কোরানের নির্দেশ বিশ্বাসীদের জন্য, জানিনা আপনি বিশ্বাসী কিনা)। সে অর্থে যাকাতের টাকা ট্যাক্স মনে করে সরকারকে দিলে সরকার যেটা দিয়ে যদি ভাস্কর্য নির্মাণ করে (যেটা ইসলামের দৃষ্টিতে অপ্রয়োজনীয় খাত), বিশ্ববিদ্যালয় চালায় (যেখানে স্বচ্ছল লোকের সন্তানেরাও পড়ে) তাহলে কোরানিক বিধানমতে আপনার জাকাত আদায় হবেনা।
দু:স্থ, গরিব অমুসলিমদের দানে চ্যারিটিতে কোথাও কোন বাধা নেই, কিন্তু যাকাত শুধু মুসলিমদের অধিকার।
আপনি কোরবানির জন্য বছরে ৪০-৫০ হাজার টাকার গরু জবাই করে ঈদ করতে পারেন, কিন্তু ১০ লাখ টাকার উপর বছরে মাত্র ২৫ হাজার টাকা যাকাত দিতে গিয়ে বাড়াবাড়ি বলেন---এটা তো ঠিক না। নাকি লোক দেখানোর জন্য গো হত্যা করে সামাজিক আনন্দ পেতে টাকা উড়ালে গায়ে লাগেনা, সরকারকে বাজে খরেচের জন্য ট্যাক্স দিতেও গায়ে লাগেনা, পেনশনের টাকা ব্যাঙ্কে রেখে সুদ খেতে বরং মজা লাগে, আর যাকাতের কথা শুনলেই হৈ চৈ, এটা তো ঠিক না।
২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৭
ছািব্বর বলেছেন: উনি যাকাত ও বুঝেন না , ট্যাক্স ও বুঝেন না ।
উনার সাথে তর্ক করা বৃথা
১০|
২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৫
উড়োজাহাজ বলেছেন: সাইদ শেরিফ আজাইরা কথা বললেন। আপনি আমাকে অপ্রাসঙ্গিক আলোচনার জন্য ভৎর্সনা করলেন। আর নিজেই ধান বানতে শিবের গীত গাইলেন। আমি উপযুক্ত জবাব দেব ইনশা আল্লাহ। পোস্ট পর্যবেক্ষণে রাখুন। লিঙ্ক শেয়ার করব। তখন জবাব দিবেন।
২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৬
ছািব্বর বলেছেন: যে যাকাত কে ট্যাক্স এর সাথে তুলনা করে তার জ্ঞান যে কত দূর তা বুঝা যায় । ইসলাম বিকৃত করা মুসলমান এর কাজ নয় ।
১১|
২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০১
সাঈফ শেরিফ বলেছেন: কী শিবের গীত গাইলাম, বলেন উড়োজাহাজ। পোস্টের মূল সুর থেকে সরে আসছেন, সেটা বলাটাক ভৎসনা বলে? আমার নামটাও বিকৃত করলেন? আমার কথার পয়েন্ট গুলো নিয়ে আপনার সরাসরি কথা শুনতে চাই।
আমি ভীষণ ব্যস্ত আছি, তার উপর এখন রোজা আর বাইরে ৪০ ডি. সে. । আপনি শুধু বলে যান আপনার লেখাপড়া কী বিষয়ে? যাকাত বনাম আয়কররে তফাতটুকু ব্যাখ্যা করার জন্য হাজার হাজার পন্ডিত আছে। খোদ যুক্তরাষ্ট্রে বছরে ৮০০০ ডলার ট্যাক্স দিয়েও কেউ বলেনি, তার যাকাত দেয়া হয়ে গেছে, বা যাকাত দেবার বাধ্যবাধকতা নেই।
যাকাত আপনার কাছে বোঝা লাগে এবং আল্লাহ মাটিতে নেমে এসে সরকারের মত ঘাড় মটকে তা নিতে পারছেনা দেখে, সেটাকে সরকরের আরোপতি ট্যাক্সের ভিতরে ঢুকিয়ে মাফ পেতে চাচ্ছেন। যাকাত না দিলে দিবেননা, আপনার স্বাধীনতা, কিন্তু প্রতিষ্ঠিত ধর্মীয় বাধ্যবাধকতা আর তার ব্যাখ্যাকে অযথা উল্টিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দিচ্ছি।
আপনি যাকাত না দেবার কারণে কেউ আপনাকে জেলেও দিবেনা, মুরতাদও বলবেনা। নিজেদের স্বার্থ সুবিধার জন্য ধর্মকে ম্যানিপুলেট করবেন না দয়া করে।
২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৮
ছািব্বর বলেছেন: উনার মত লোকের কারনেই মানুষ ইসলাম নিয়ে উপহাস করে । যে আল্লাহ পাক এর আদেশকে ট্যাক্স বলে উড়িয়ে দেয় সে মুসলমান কি না তার সন্দেহ থেকেই যায় ।
১২|
২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৯
পাকাচুল বলেছেন: অন্যগুলোর কথা জানি না, তবে কোয়ান্টামকে যাকাত দিয়ে সেটা আদায় হবে না।
আগে একটা পোস্টে সেটা লিখেছিলাম আমি। এইসব ভন্ড থেকে সাবধান থাকবেন।
কোয়ান্টাম মেথডের প্রশ্নবিদ্ধ জাকাত ফান্ড!! বিধর্মীকে জাকাত দেওয়া যাবে কি?
নিজের জাকাত নিজে আদায় করুন, আমাদের দেশে জাকাত গ্রহীতার অভাব নাই। আপনার গরীব আত্মীয়স্বজনদের হক সবচেয়ে বেশি।
১৩|
২১ শে জুলাই, ২০১৩ রাত ২:২৭
রাজু মাষ্টার বলেছেন: আপ্নারা কাঁদা ছড়াছুড়ি করেন
আর মাঝখান থেকে আমরা অজ্ঞ আম জনতা আসলটা জানলে পারিনা
২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৪২
ছািব্বর বলেছেন: যা বলেছি তাই কোরানের কথা।
১৪|
২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৫৬
ইউসুফ কামাল বলেছেন: হবে
২১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৬
ছািব্বর বলেছেন: বুঝাইয়া দেন কিভাবে হবে ?
১৫|
২২ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৮
ইউসুফ কামাল বলেছেন: তত্বে আপনার বুঝ হবেনা। তাই প্র্যাকটিস টা করেই বুঝেন।
ইসলামের ওয়াদা হচ্ছে যে সঠিক মতো যাকাত দিলে আল্লাহ তায়ালা পরের বছরে আপনার সম্পদে প্রবৃদ্ধি দেবেন।
তাই এইবার আপনার পুরো যাকাত খালেছ নিয়তে কোথাও দেন , পরের বছর যাকাতের পরিমান দেখে নিজেই বুঝতে পারবেন।
আমি এদের মধ্য থেকে দুই যায়গায় এটা পেয়েছি।
আর যদি অবিরত কথা বলে যাওয়াই আপনার শখ হয়ে থাকে, তো আসসালামু আলাইকুম।
১৬|
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৬
উড়োজাহাজ বলেছেন: আপনার যারা আমাকে উষ্টা মেরেছেন, আমাকে ইসলাম বিকৃতকারী বলেছেন তাদের জন্য এই পোষ্টটা করেছি। একটু ঘুরে আসুন এবং উষ্টা ফেরত নিয়ে আসুন। Click This Link
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১২
উড়োজাহাজ বলেছেন: যাকাত রাষ্ট্রীয় এবাদত। রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে বসবাস করলেও যাকাত দিতে হবে কি? রাষ্ট্রে ইসলামী সরকার না থাকলে যাকাত ফরদ হয় কি করে? জানালে উপকৃত হবো।