| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেতাঙ্গ প্রহরীর গুলিতে নিহত নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর ট্রাইভোন মার্টিনের হত্যা মামলার সুবিচার চেয়ে যুক্তরাষ্ট্রের শতাধিক শহরে বিক্ষোভ সমাবেশ করেছে হাজারো মানুষ।
মানবাধিকার কর্মী রিভারেন্ড এল শার্পটনের উদ্যোগে শনিবার ‘জাস্টিস পর ট্রাইভোন’ শীর্ষক এসব সমাবেশের আয়োজন করে অধিকার সংগঠন ‘ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্ক’।
এসব সমাবেশে ট্রাইভোন হত্যায় অভিযুক্ত এবং সম্প্রতি বেকসুর খালাস পাওয়া নৈশপ্রহরী জর্জ জিম্যারম্যানের বিরুদ্ধে বেসামরিক অধিকার লঙ্ঘন করায় প্রাদেশিক অভিযোগ গঠনের দাবি জানানো হয়।
নিউইয়র্কের সমাবেশে অংশ নিয়ে অধিকার কর্মী শার্পটন বলেন, “আমরা কোনো সহিংসতা ঘটানোর জন্য রাজপথে নামিনি, সহিংসতা বন্ধের দাবিতে নেমেছি। এই সহিংসতা হয়েছিল ট্রাইভোন মার্টিন নামের এক নিরস্ত্র কিশোরের ওপর।’
নিউইয়র্ক ছাড়াও বিক্ষোভ সমাবেশ হয়েছে ফ্লোরিডা, আটলান্টা, শিকাগো, লস এঞ্জেলস এবং মিয়ামিসহ শতাধিক শহরে।
মুল
©somewhere in net ltd.