![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...
“প্রত্যেকটা সৌন্দর্যের মধ্যেই লুকিয়ে রয়েছে 'যৌনতা/পুং-স্ত্রীর মিলন' । অথচ এই বঙ্গীয় চিন্তাধারার মানুষ তাকে 'ঘৃণা/বিশ্রী/অপরাধ' বলে গণ্য করে এসেছে-আসছে বহুকাল ধরে । সকালবেলা ফুলগাছে যে সুন্দর ফুলটা দেখি তা যৌনতার ফলেই ফুটেছে । সন্ধ্যে নামার আগে পাখির কিচিরমিচির শুনি তাও যৌনতার ফল । কবুতর বাক-বাকুম করে তাও যৌনতার ফল । যে সুস্বাদু মাছটা খাই তাও যৌনতার ফল । যে ফলমূল খাই তাও যৌনতার ফল । রং-বেরঙের প্রজাপতি দেখি তাও যৌনতার ফল । এত সুন্দর একটা চেহারা-সুরত আমার-আপনার তাও কিন্তু যৌনতার ফল । এটাই সকল প্রাণী-উদ্ভিদের নরমাল বিহেইভিয়ার; যার ফলে পৃথিবীটা এত সুন্দর ।”
[ফুটনোটঃ প্রাণীবিদ্যায় পইড়া অন্তত 'যৌনতা/প্রজনন' বিষয়টিকে আমি অন্যসব গাধাদের মত করে ভাবতে পারিনা(যাঁরা মূলত যৌনতাকে ঘৃণা‚ অপরাধ‚ এড়িয়ে যাওয়ার বিষয় হিসেবে দেখে) । একটু একটু করে লিখে যাবো মনের সকল ভাবনাগুলোকে; সে পর্যন্ত বাঁচার আকুতি জানাই!—]
—সাব্বির আহমেদ সাকিল
৩১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রোববার | ১৪ জুন ২০২০ ইং
২| ১৪ ই জুন, ২০২০ রাত ৯:৩৯
বিজন রয় বলেছেন: এক সাথে এত পোস্ট দিচ্ছেন কেন?
৩| ১৪ ই জুন, ২০২০ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: যৌনতা এক অদ্ভুত জিনিস মাইরি।
৪| ১৪ ই জুন, ২০২০ রাত ১০:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ক্ষুধা পেলে কুকুরও খায় আবার মানুষও খায়
তবে কুকুর খায় রাস্তা ঘা্টে যে খানে যা পায়।
মা্নুষেরও ক্ষুৃধা আছে, সেও খায় তবে তা
সাজিয়ে গুছিয়ে, নান্দনিক ভাবে। কেউ যদি
কুকুরের মতো খেতে চায় সেটা তার অভিরুচি।
মানুষ আর কুকুরের খাবারের পার্থক্য শ্লীল আর
অশ্লীল মতোই যোজন যোজন দূরে।
৫| ১৫ ই জুন, ২০২০ রাত ১২:১৬
নেওয়াজ আলি বলেছেন: সব কিছুর মধ্যে যৌনতা লুকিয়ে থাকলে লেখার কি আছে।
৬| ১৫ ই জুন, ২০২০ সকাল ৯:৫২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এই নামে একটা বই দেখছিলাম ০রকমারি.কম -িএ
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০২০ রাত ৯:৩৬
উদাসী স্বপ্ন বলেছেন: এতটুকু লেখায় তো কিছুই ক্লিয়ার হয় না। অনেকটা মেডিওকার হইয়া গেছে