নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

মানুষের চিন্তাকে ঠিক এভাবেই ঘোরানো হয়

৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১:৪৩

প্রত্যন্ত গ্রাম-গঞ্জে যাত্রাপালা হোক কিংবা বিনোদনমূলক আসর হোক এটির খুব প্রচলন আছে । কি কারণে প্রচলন আছে তা হলো নিম্ন আয়ের মানুষগুলোর মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য । নর্তকী‚ বেশ্যা শুধু গ্রামভেদে-শহরভেদেই তৈরি হয়না রাষ্ট্রভেদেও হয় ।

নর্তকী নাচানো‚ স্বল্প অর্থ খরচে দেহভোগ‚ মদ্যপান এগুলো করার উদ্দেশ্য হলো তাঁর বাস্তবিক চিন্তাধারাকে ঘুরিয়ে দেওয়া । যুগ যুগ ধরে এই বেশ্যানীতি চলে আসছে মানুষের মননকে ঘুরিয়ে দেবার জন্য ।

হাটের মধ্যে নর্তকী নাচানোর কারণ হলো ক্রেতাদের মনোযোগ আকর্ষণ । যেন বাজারের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তাঁর ভাবনাকে দূরে ঠেলে দেয় । নূন‚ তেল কিনতে যেন ভুলে যায়‚ যেন পাশের বাড়ি থেকে এনে সে রাতে রান্না হয় ।

নর্তকীর চাহিদা গ্রামে থাকলেও শহরে আছে নায়িকাদের চাহিদা । চামড়া আর গঠন দেখে চাহিদা
। নর্তকীকে নাচায় আর মানুষকে বিপথে নিয়ে যায় । এটি একটি অধিক গ্রহণযোগ্য সুক্ষ্ম সুকৌশল ।

মিডিয়ার প্রসারতায় এটি আরও সহজ হয়েছে । হাতের নাগালেই নর্তকীর নাচ চলে আসছে । আমোদ-ফূর্তির খোরাক সহজেই মিটছে । কি সুচতুর একটা ধারণার বীজ মানুষের মগজকে লকড করে দেয় ভাবা-ই যায়না...মানুষকে হতবুদ্ধি করার কত কৌশল । অথচ মানুষরা জাগ্রত থাকলে পৃথিবীতে ঘটে যেত আরও কত বড় বড় বিপ্লব...

সাব্বির আহমেদ সাকিল
১২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ২০ রবিউল আওয়াল ১৪৪৩ হিজরী | ২৮ অক্টোবর ২০২১ ইং | সোমবার | রাত্রি ০৯ টা ০২ মিনিট | ময়মনসিংহ

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১:৫০

জটিল ভাই বলেছেন:
এসব কথা বলতে নেই। পাগলরা পাগল ডাকবে।

২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫৬

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: হাহাহা! সত্য যে তাই...

২| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৩:০৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিপ্লবের সাথে বিনোদনের বিরোদ কোথায়।

২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫৬

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: একটু ভাবুন উত্তরটা নিজেই পেয়ে যাবেন ।

৩| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: নর্তকীর নাচ উপভোগ করলে সমস্যা কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.