নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

করতোয়া নদী দখল ও দূষণে এগিয়ে থাকা টিএমএসএস প্রতিষ্ঠানটি যেভাবে শাক দিয়ে মাছ ঢাকতে পারে

২৭ শে মার্চ, ২০২৩ রাত ১:১০



করতোয়া নদী দখল ও দূষণে এগিয়ে থাকা বেসরকারি প্রতিষ্ঠান টিএমএসএস যে-সব যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে শাক দিয়ে মাছ ঢাকতে পারে:

১. একটি পত্রিকা(অনলাইন ও প্রিন্ট) বের করা যেতে পারে । যেটাতে প্রতিদিন 'নদী বাঁচাতে টিএমএসএসের যুগান্তকারী পদক্ষেপ' শীর্ষক লিড নিউজ আকারে ছাপা হতে থাকবে । পত্রিকার নাম, 'প্রতিদিন করতোয়া/বিশুদ্ধ করতোয়া/দূষণমুক্ত করতোয়া অথবা দখলমুক্ত করতোয়া' হতে পারে ।

এবং পত্রিকাটি ফ্রি'তে মানুষকে বিলি ব্যবস্থা করা যেতে পারে ।

২. একটা টিভি চ্যানেলের অনুমোদন নিতে পারে । যেখানে ঘণ্টার নিউজ, টকশো, এডভ্যাটারাইজে বলা হবে, 'করতোয়া নদীর সৌন্দর্যবর্ধনে টিএমএসএসের অবদান ।'

এগুলো প্রকাশ করতে হবে সংসদ টেলিভিশনের মতো করে । যেন সেগুলো অটোমেশনে চলে ।

৩. একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেটাতে বুস্ট করে সাবস্ক্রাইবার ও ভিউজ বাড়ানোর ব্যবস্থা করা যেতে পারে এবং ভিডিওর শিরোনাম ও থাম্বনেলে থাকবে, 'মৃত করতোয়াকে জীবিত করলো টিএমএসএস' ।

৪. ফেসবুক পেজ তৈরি করে করতোয়া শীর্ষক পজিটিভ পোস্টার, ভিডিও প্রচার করার ব্যবস্থা করা যেতে পারে ।

৫. টিএমএসএসের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের নামে আইডি খোলা যেতে পারে অতঃপর সেসব আইডিতে বড় বড় মানুষদের যুক্ত করে করতোয়ার পজিটিভ নিউজ ট্যাগসহ শেয়ার করা যেতে পারে ।

৬. সাতমাথায় মাটিডালী রোডের দিকের রাস্তার বড় টিভিটাতে প্রতিনিয়ত 'করতোয়ার স্রোতধারা ও প্রবাহে টিএমএসএস এগিয়ে' এমন অ্যাড চালানো যেতে পারে । অ্যাডের মডেল হিসেবে পরীমনিকে কাজে লাগানো যেতে পারে ।

৭. সাতমাথার ৭ রাস্তায় মাইক লাগিয়ে, 'টিএমএসএস করতোয়া নদীর জন্য আশা ও ভরসার বাণী হিসেবে কাজ যাচ্ছে' শীর্ষক অব্যাহত মাইকিং ব্যবস্থা করা যেতে পারে ।

আপাতত এই সাতটি বিষয়-ই মাথায় আসলো । চাইলে আপনিও আপনার যুগান্তকারী আইডিয়া মন্তব্যের ঘরে প্রকাশ করতে পারেন ।

সাব্বির আহমেদ সাকিল
১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, বসন্তকাল | রোববার | ২৬ মার্চ ২০২৩ ইং | আপন নীড়, বগুড়া

#করতোয়া #নদী #দখল #দূষণ #টিএমএসএস #বগুড়া

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: দেশের সব গুলো নদীরই করুণ দশা।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫১

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ঠিক বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.