নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআইতে তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে গত ১৬ বছরে পাচার (লুট) হয়ে গেছে অন্তত ১৭ লাখ ৬০ হাজার কোটি টাকা ।
অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী গত ১৫ বছরে আওয়ামী সরকার ঋণ করেছে ১৫ লাখ ৫৮ হাজার ২০৬ কোটি টাকা ।
হংকং-ভিত্তিক এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের ২০০৯ সাল থেকে অর্থাৎ আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত বাংলাদেশে ৬১৯ জন নিরাপত্তা বাহিনীর হাতে আটকের পর গুম হয়ে গেছেন ।
এছাড়াও কমপক্ষে ২৬৫৮ জন মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে । ৪০ লাখেরও বেশী মানুষের ওপর মিথ্যা, হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে।
এত পরিমাণ লুট, এত মানুষকে গুম, বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে তবুও যেসব দালালরা গত ১৬ বছরে একটা টু শব্দ পর্যন্ত করেনাই । মনে যাঁদের সামান্য প্রশ্নও জাগেনাই । বরং সবসময় দালালি করে স্বৈরাচারের দোসর হয়ে তাঁদের পার্পাসকে সার্ভ করেছে ঠিক এঁদেরই কলিজা ফেটে যাচ্ছিল যখন গণভবন থেকে মাছ, বিড়াল, সোফা, শাড়ি বিক্ষুব্ধ জনতারা নিয়ে যাচ্ছিলেন ।
সংসদ ভবনে ভেতরে গিয়ে নাচানাচি করেছেন সেটা দেখেও স্বৈরাচারের দালালদের কলিজা ফেটে যাচ্ছিল । 'এমন বাংলাদেশ ই কি আমরা চেয়েছিলাম' ক্যাপশন দিয়ে জনতাকে বোঝাচ্ছিল দ্যাশের গোয়া মারা সাড়া ।
এতগুলো সাধারণ শিক্ষার্থী হত্যার ঘটনার পরও সাহস করে এঁরা বলতে পারেনি যে তাঁরা আওয়ামী সরকারের নিপীড়ন, নির্যাতন, দুঃশাসনের বিপক্ষে । এই হত্যার দায়ভার হাসিনার ।
এইসব দালালদের সামাজিকভাবে ও সোশ্যাল মিডিয়ায় বয়কট করা ছাড়া কোনো অপশন নেই । কারণ এঁরা নির্লজ্জ, অন্ধ, দালাল । সমাজ বা রাষ্ট্রের জনসাধারণের জন্য এঁদের কোনো কন্ট্রিবিউশন নেই । এঁরা রাষ্ট্রের আগাছা । রাষ্ট্র সংস্কারের পথে বাঁধা ।
অথচ সন্ধ্যায় যখন গণভবন থেকে লুট হওয়া জিনিসপত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করা শুরু হওয়ার পরপরই এদেশের মানুষ-ই সেই জিনিসপত্রগুলো ফেরত দিতে শুরু করলো । কিন্তু দালালরা এসবের জন্য কোনো ফিডব্যাক দেয়নাই, রিপোস্ট করেনাই । কারণ ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড!
সাব্বির আহমেদ সাকিল
২৫ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, বর্ষাকাল | ০৯ আগস্ট ২০২৪ ইং
১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৬
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: এসব কিন্তু আবার ফেরত দেয়ার ঘটনাও ঘটেছে।
২| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৬
করুণাধারা বলেছেন: তথ্যসমৃদ্ধ আপনার পোস্ট খুব ভালো লাগলো।
খুব ভালো লাগছে, অনেক দিন পর আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এখন কোন কিছু লিখে মুছে দেই না। একমাস আগে কি ভাবতে পেরেছিলেন যে এমন একটা পোস্ট প্রকাশ করতে পারবেন?
১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৫
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যেন নবীন লুটেরা।