![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে বলার কিছুই নাই তবে কলমের বিদ্রোহ তখনি কাজে আসে যখন শত্রুপক্ষ বা যাদের উদ্দেশ্যে লেখা তারা প্রকৃত শিক্ষিত হবে।আমাদের দেশ ধীরে ধীরে শিক্ষিত হয়ে উঠছে প্রকৃত শিক্ষায়।তবে আরো কিছুটা পথ পাড়ি দিতে হবে।
ফিরে আসবে না জানি
সাব্বির আহমেদ রাবিন
আজ আমি অবসরে
.. কারন তুমি পাশে নাই
আজ আমি অবসরে
.. কারন হারিয়েছি তোমার মনের ঠাই।
আজ আমি মুক্ত
. কারন আজ আমি কারো প্রহরি না
আজ আমি মুক্ত
.. কারন আমার অবোধ্য জীবনে করে না কেউ মানা।
আজ আমি নির্লিপ্ত
.. কারন তোমার উচ্ছাস নেই,
আজ আমি নির্লিপ্ত
... কারন তোমার পিছে ছুটে(ছুটে) হারিয়েছি খেই।
তোমায় হারিয়ে এই অবসরে(আছি) মুক্ত হয়ে নির্লিপ্ত
হয়তো জাননা তোমার ফিরে আসার আশা রয়েছে মনেতে সুপ্ত।
©somewhere in net ltd.