নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

ইসরাইলি পণ্য বর্জন করুন

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৩

আজ একটি অতি জরুলী বিষয়

আপনাদের সামনে তুলে ধরব।



আপনারা সবাই নিশ্চই অবগত আছেন

গাজার বর্তমান অবস্থার

ব্যাপারে । আজ আমরা কত আনন্দের

সাথেই ঈদ উজ্জাপন করছি অথচ

গাজার মুসলমানরা কতটুকু

আনন্দে আছে তা আপনারা ভালো করেই

জানেন ।



অনেকেই হয়তো চান ইহুদিদের

বিরুদ্ধে কিছু একটা করতে । কিন্তু

ভাবেন এটা আপনার সামর্থের

বাহিরে ।



আপনি হয়তো জানেনই না আপনি,

হ্যা আপনিই নিজ হাতে আপনার

কষ্টে অর্জিত

টাকা থেকে প্রতিদিন গড়ে এক

টাকা করে হলেও

তা তুলে দিচ্ছেন

ইহুদিবাদি ইজরাইলের হাতে আর

সেই টাকা ব্যাবহ্যত হচ্ছে মুসলমান

নিধনে অসহায় ফিলিস্তিনির

বিরুদ্ধে ।



আর আপনি নিশ্চই চাইবেনা আপনার

টাকা ফিলিস্তিনির মুসলমানদের

বিরুদ্ধে ব্যাবহার হোক ।

তাহলে আজই বর্জন করুন নিন্ম

লিখিত ইসরাইলি পন্য । যে সকল পন্য

আপনি ক্রয় করলে এর লভ্যাংশের

একটা অংশ ইসরাইল সরকার পায় ।



*ইসরাইলি মালিকানধীন পন্য সমূহ*

১ ইউনিলিভারের পন্য # সানসিল্ক

স্যাম্পু, ডাভ স্যাম্পু, ক্লিয়ার মেন

স্যাম্পু, অল ক্লিয়ার স্যাম্পু, লাক্স

সাবান, লাইফবয় ও লাইফবয় গোল্ড,

পেপসোডেন্ট, ক্লোজ আপ, ফেয়ার

এন্ড লাভলী, ভিমবার, ভ্যাসলিন, ফেয়ার এন্ড লাভলী, ফেয়ার এন্ড

লাভলী ম্যাক্স, পন্ডস, পেপসোডন্ট,

ক্লোজাপ, হুইল ওয়াশিং পাওডার,

রেন পাওয়ার হোয়াইট, সার্ফ এক্সেল ডোভ, স্যাভলন,

জনসন বেবী সোপ,

রবিন ব্লু,



২ খাদ্য ও পানিয় #

ম্যাগি লুডুলস, নিডো গুরা দুধ, কফি ও চকলেট-

ডেইরি মিল্ক, ক্যাডবেরিস,

নেসলে, হরলিক্স ইত্যাদ।

নেসক্যাফে কফি,# কোকা কোলা,

পেপসি, ফানটা,



৩ পাদকা/জুতা* বাটা, এডিডাস, এ্যাকশন,

নাইকি



৪ মশক নিধন এরোসেল-

মরটিন, এডোমাস ইত্যাদি।



৫ কলম ও কালী-

মনটেক্স, লাক্সার, পার্কার



উপরোক্ত পন্য সমূহ আপনি নিজে বর্জন

করুন এবং আপনার পরিচিত লোকদের

বর্জন করতে বুঝিয়ে বলুন ।



মনে রাখবেন

কোনো টিভি চ্যানেল কখোনোই এই

ব্যাপারটা প্রকাশ করবে না কারন

প্রত্যেক টিভি চ্যানেলই এসকল পন্যের

বিজ্ঞাপন প্রচারের আয় থেকেই

তাদের ব্যায় নির্বাহ করে ।তাই

যা করার আমাকে এবং আপনাকেই

করতে হবে। তাই অনূগ্রহ

করে প্রত্যেকে এই লেখাটা প্রিন্ট

করে ১০টা ফটোকপি করে বিভিন্ন

স্থানে লাগিয়ে দিন । যেমন

দোকান, রেস্টুরেন্ট, বাসষ্ট্যান্ড

ইত্যাদি। এতে আপনার সবর্চ্চ ২০

থেকে ৩০ টাকাই খরচ হবে। আর এটাও

যদি না পারেন তাহলে অতন্ত শেয়ার

টুকু করুন।

দেখুন আন্দলন, মানব বন্ধন, নিন্দা এসব

তো অনেকই হল কিন্তু

তাতে কি নির্লজ্জ ইসরাইল

কি তাদের ঘৃন্যত কর্মকান্ড বন্ধ

করেছে? করেনি।

উল্টো হামলা আরো জোরদার করার

কথা বলছে।



একটা ব্যাপার আমাদের কে অবশ্যই

লক্ষ রাখতে যেন

জানাশর্তে আমাদের একটা পয়শাও

ইসরাইলকে না দেই। এর

ফলে যেটা হবে তা হল ইসরাইলের

পেটে একটু হলেও লাথি মারা হবে।

মনে রাখবেন আন্দলন, মানব বন্ধন,

নিন্দা যানিয়ে এদের কিছুই

করা যাবেনা।যেখানে এই ইসরাইল

বিশ্ব নিরাপত্রার জন্য বিশাল

হুমকি অথচ এদের সমর্থন

এবং সহায়তা দিচ্ছে আমেরিকা যাদের

কিনা বিশ্বের নিরাপত্রার

ব্যাপারে মাথা ঘামাতে ঘামাতে মাথাই

ছোট হয়ে যাচ্ছে । আর মানবাধিকার

সংস্থা তো ললিপপ চুছছে



ধন্যবাদ সবাইকে

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.