নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না! সে কোন দেবী বা অপ্সরী নয়
সে কুয়াশা ঢাকা ছোট এক পৃথিবী
শিশির ভেজে সকাল কিংবা পৌষের অনূভুতি।
দিগন্তের খোঁজে ছুটে চলা দুপুর।
রুপসার জোয়ার-ভাটায় পাড়ি দেওয়া পড়ন্ত বিকেল।
বসন্তের শিমুল তলা কিংবা গ্রীষ্মের ক্ষত।
বৈশাখের সুর কিংবা বৃষ্টির ছন্দ।
সে কোনো স্বপ্নবাজ কিশোরের সংগ্রাম।
তাকে যা পেয়েছি বেশী হাড়িয়েছি।
যান্ত্রিক মোহে তাকে মৃত্যুদন্ড দিয়েছি।
তাই সে আজ মুক্ত!
বিপরীতে যাবজ্জীবনের দায় নিয়ে নিয়েছি ।
কয়েদী হয়েছি কংক্রিট মোড়ানো এই প্রেমহীন শহরে।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: বানান ভুল।