নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

সেই পানিই খাবে ঘোলা করে খাবে

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯

ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত ছাত্র আন্দলন কখোনো ব্যার্থ হয়নি। ভাষা আন্দলন, গনঅভূথ্যান, এরশাদ বিরোধি আন্দলন, ভ্যাট বিরোধি আন্দলন কোনোটাই ব্যার্থ হয়নি। এবারো হবেনা। মাঝখানে ৫৬% কোটায় চাকরি পাওয়া মাথামোটা অযোগ্য প্রশাসন শুধু মাত্র ছাত্রদের উপর কিছু অন্যায় অত্যাচার চালাতে পারবে এর বেশি কিছু না।
আজ যদি কোটায় চাকরি না দিয়ে মেধায় চাকরি দিতো, তাহলে মেধাবি ও দক্ষ একটা প্রশাসন দেশে থাকতো, এবং তার খুব ভালবাবেই ব্যাপারটা উপলব্ধি করকে পারতো, যে ছাত্রদের উপর হুদাই অত্যাচার করে লাভনেই, ছাত্রদের যতই অত্যাচার করব তারা ততই ক্ষেপে যাবে
আর এসব টিআর বুলেটের মাধ্যমে সরকারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্থ হবে, কিন্তু শেষ-মেষ ছাত্রদের এই যৌক্তিক দাবি ঠিকই মানতে হবে।
খাটি বাংলায় বলতে গেলে " সেই পানিই খাবে কিন্তু ঘোলা করে খাবে" এই আরকি।
তাই বলব অযথাই ছাত্রদের উপর টিআর- লাঠি চার্য না করে ভালয় ভালয় ছাত্রদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


যারা কোটায় চাকুরী পেয়েছে, ওরাও এক সময় ছাত্র ছিলো।

কোটা বন্ধ করা উচিত

দরকার চাকুরী সৃষ্টির।

আপনার ভাবনাকে জোরালো মনে হয়নি

২| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

হাঙ্গামা বলেছেন: প্রধানমন্ত্রী বলেন, “যারা ভাংচুর লুটপাটে জড়িত, তাদের বিচার হতে হবে। লুটের মাল কোথায় আছে, তা ছাত্রদেরই বের করে দিতে হবে।

আপনার ছাত্রলীগের সোনার ছেলেরাই ভালো বলতে পারবে

৩| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

ক্স বলেছেন: আওয়ামী লীগ সরকারের সময় একটা আন্দোলনই সফল হয়েছিল - শাহবাগ আন্দোলন। কেন সফল হয়েছিল তা নিশ্চয়ই ব্যখ্যা করে বুঝিয়ে দিতে হবেনা।

আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কেউ কোনদিন সফল হয়নি। শ্রমিক আন্দোলন হলে নেতাদের গুম করে দিয়েছে আর ছাত্র আন্দোলন হলে সময় ক্ষেপণ অথবা বিভক্তি সৃষ্টি করে আন্দোলনকে পচিয়ে দিয়েছে। আর বিরোধী দল হলে তো কথাই নেই ।

৪| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮

তার ছিড়া আমি বলেছেন: ক্স- এর সাথে সহমত।

৫| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: এবার কোটাধারীরা রিট করতে পারে উচ্চ আদালতে। এরপর আদালত যদি সংবিধান অনুসারে ৫৬ শতাংশ বহাল রেখে রায় দেয় তাহলেই তো কেল্লাফতে। সাপও মরলো, লাঠিও ভাংগলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.