নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

মাথার মধ্যে প্রশ্নের জটলা। উত্তর আছে কারো কাছে?

০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৭


প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে....।
কয়দিন পাঁচ দিন, দশ দিন, একমাস?
তারপর?
আবরার হত্যায় অমিত সাহার নামে অভিযোগ থাকার পরেও কোন অদৃশ্য শক্তির বলে তার নাম মামলার এজাহারে এলো না?
এটার কি হবে?
অভিযোগ এবং জবানবন্দী ধাকার পরও অমিতের নাম মামলার এজাহারে না থাকাটা কি প্রমান করে না, অমিত সাহাই কোন এক অদৃশ্য শক্তির নির্দেশে এ হত্যাকান্ডের মূল কারিগর হিসেবে কাজ করেছে?
যে অদৃশ্য শক্তি প্রভাবে অমিত সাহার নাম মামলার এজাহারে আসে নাই।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০০

অক্পটে বলেছেন: ফেনির পানি ভারতকে দিতে হবে, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস দিতে হবে, মংলা সমুদ্রবন্দর ভারত ব্যবহার করবে, চট্টগ্রাম সমুদ্রবন্দরও ভারত ব্যবহার করবে, দেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলাচল করবে। দেশের সমুদ্রসীমাও ভারত নজরদারি করবে, প্রতিদিন ভারি ভারি ভারতীয় ট্রাক পুলিশ পাহাড়ায় বাংলাদেশ থেকে ভারতে যায়। দেশটা কি আর ভারত হইতে বাকী আছে কিছু? দেশের পুরো আওয়ামীলীগ জাতটাই এখন ভারতীয় রাজাকারে ভরে গেছে। আমাদের লেন্দুপদর্জি সব কিছু বিলিয়ে দিয়েও শুণ্যহাতে ফিরে আসে দেশে। তার চেহারার কী রনক! হাসিখুশি ভাবটা দেখে সাধারণ মানুষ লজ্জায় মরে যায়, কিন্তু ওর কোন ভাবাবেগ নেই।

২| ০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫০

জগতারন বলেছেন:

নামের আগে প্রকৌশী খেতাব দেওয় হেতু কি ?
ফুটানি ?

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: এ্যাকাউন্ট খোলার সময় দেওয়া হয়েছিল। পরবর্তীতে কর্তৃপক্ষের সংসোধনে জন্য মেইল দিয়েও কোন রেন্সপন্স পাইনি। তাছারা প্রাথমিক পর্যায়ে মূলত প্রকৌশল বিষয়ে লেখালেখির উদ্দ্যেশেই ব্লগে আসা। যেকোন কারনেই আর প্রকৌশল বিষয়ে লেখালেখি করা হয়নি।
এ্যানিওয়ে, নামের আগে টাইটেল থাকাতে আপনি মূলতে কোন ধরনের সমস্যায় ভুগছেন? জানাবেন প্লিজ!

৩| ০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫১

জগতারন বলেছেন:

নামের আগে প্রকৌশী খেতাব দেওয় হেতু কি ?
ফুটানি ?

৪| ০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু প্রশ্নই আছে!

আর প্রশ্ন প্রশ্নেই রয়ে যাবে! গোড়া ঠিক না করলে!
চেতনার নাম দিয়ে তরুন প্রজন্মের সমর্থনে যে স্বপ্নের দেশের স্বপ্ন ছিল
আজ তা হায়েনরা আচরে ক্ষতবিক্ষত।

মূখোশ খুলে গেছে।
নতজানুতায় দেশ আজ আর নিজের দেশ নেই।
নিজের মনের কথা বলার পরিবেশ নেই।
গণতন্ত্র নিহত হয়েছে সেই কবে!!

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: আপনি বললেন, গণতন্ত্র নিহত হয়েছে সেই কবেই। আমি বলবো গনতন্ত্র জন্ম নিয়েছিল কবে, অর্থাৎ গনতন্ত্রের জন্মদিন কবে?

৫| ০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: গ্রেফতার হলেও তারা ছাড়া পেয়ে যাবে। একটা একটা অলিখিত নিয়ম।

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:২০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: টিক এ ব্যাপারটা নিয়ে শুধু আপনার নয় আমারও উদ্বেগ রয়েছে। আরো অনেকেরই উদ্বেগ রয়েছে। অবশেষ যদি তার বিরুদ্ধে মামলাও হয় তাও শেষমেষ সে খালাস পেয়ে যাবে। অথচ সব কিছু দেখে ধরে নেওয়া যায় এ হত্যায় তারই মূল পরিকল্পনার ব্যাপারে। তাছারা ছাত্ররা যখন সিসিটিভি ফুটেজের কথা বলে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে দেয় যে, প্রশাসন প্রথমে ফুটেজ দেখবে তারপর সব কিছু রেডি করে তারপর দেবে। সরাসরি কোন ফুটেজ দেওয়া যাবেনা।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১৩

নতুন বলেছেন: কোট` এ তাদের পক্ষে কিছু মানুষরুপী পশু উকিল তাদের আইনী লড়াই করবে টাকার জন্য।

প্রমান করবে আবরার আত্নহত্যা করেছিলো। ঐ ছেলেরা তাকে হাসপাতালে পৌছে দিচ্ছিলো, বেশি ভারি বলে সিড়ির কাছে নামিয়ে রেখে এম্বুলেন্স ডাকতে গিয়েছিলো ছাত্রলীগের পোলাপাইন....

যেমন এক জন উকিল বলছেন নুশরাত আত্নহত্যা করেছিলো...সেটা ১০০% সত্যি এবং তিনি প্রমান করবেন কোটে... X(

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: দেখুন তারা যদি তাদের পক্ষে উকিল না পায় তাহলে সরকারকেই তাদের পক্ষে তথা বলার জন্য উকিল দিতে হবে, অন্যথায় বিচার হবেনা। কারন সাংবিধানিক ভাবে ন্যায় বিচারের জন্য উভয় পক্ষকেই রাষ্ট্রে সমান সুযোগ দেবে, এটা নিয়ম। কিন্তু এখানে দেখার বিষয় হল আদালত কি বিচার করে। যেমন বিশ্বজিৎএর খুনিদের উচ্চ আদালত ক্ষমা করে দিয়েছে।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২১

অক্পটে বলেছেন: লীগ এর ছায়া মাড়ালেই মানুষ অমানুষ হয়ে যায়, সুপার ব্রিলিয়ান্ট সুপার কিলার হয়ে যায়।

৮| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৭

জগতারন বলেছেন:
আপনি এই ব্লগে আসার অনেক আগে একজন ইজ্ঞিন অর্থাৎ ইজ্ঞিনিয়ার নামের আগায় লাগানো সাহেব আসিয়াছিলেন। উল্টা-পাল্টা লিখা ও অজুহাত দিয়া লিখার জন্য বেশীদিন টিকতে পারেন নাই।

এই ব্লগে অনেক ইজ্ঞিনিয়ার বা প্রকৌশলী ও পি-এইচ'ড ডগ্রীপ্রাপ্ত ব্লগার আছেন, তাহারা নামের আগায় এই সমস্ত খেতাব লাগান না।

'সামু' হইলো স্বাধীন মত প্রকাশের স্থান খেতাব জাহির করা ও ফুটানি করার স্থান না।

০৯ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:০৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: বাহ্! ৫ বৎসর ২ ধরে ব্লগে ধেকেও আমি জানলাম না যে, কে আমার আগে এসে উল্টা পাল্টা লিখে প্যাভিলনে ব্যাক করছে। আর আফনি ২বৎসর ১০ মাস থেকেই সব কিছু দেইক্ষা ফালাইছেন?
সেলুকাস!
তা দেখলাম এইগুলাই কইরা ব্যারান!
ও, আপনি মনে হয় আমর প্রশ্নই বুঝতে পারেন নাই। না মানে আমি মূলত জানতে চেয়েছিলাম, আমার নামের কারনে ব্যাক্তিগত ভাবে আপনি কোন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন? কারন আজ পর্যন্ত কেউ এই নাম নিয়ে কোন মন্তব্য করেনি তো, তাই আরকি।
এ পর্যন্ত যারাই মন্তব্য করেছে সবাই লেখা নিয়েই করছে। আপনেই প্রথম এবং এক্সেপশনাল, যিনি খাবারের স্বাদ সম্পর্কে কথা না বলে প্লেটের আলপনা সম্পর্কে বলতে এসেছেন। ভাল, সৃজনশীল কর্ম করতেছেন!

৯| ০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫৩

জগতারন বলেছেন:

আমি এই ব্লগে ২০১৩ সাল থেকে আছি। ইহার আগে আগে এখানে আমার একটি নিক ব্যান হইয়াছিল। ব্যন হওয়ার পরে লিখালিখি বাদ দিয়াছি।
আপনি এই ব্লগে ৫ বছর যাবত থাকিলে আপনার সেই ইঞ্জিন সাহেবকে (নামের আগে ইঞ্জিনিয়ার লাগানো) চিনা উচিৎ ছিল।

যাহাই হোক; এর আগের প্রতি উত্তরে আপনি জানিতে চাহিয়াছিলেন;
এ্যানিওয়ে, নামের আগে টাইটেল থাকাতে আপনি মূলতে কোন ধরনের সমস্যায় ভুগছেন? জানাবেন প্লিজ!

এখন আবার উল্টাইয়া পাল্টাইয়া প্রশ্ন করিতেছেন্ন;
ও, আপনি মনে হয় আমর প্রশ্নই বুঝতে পারেন নাই। না মানে আমি মূলত জানতে চেয়েছিলাম, আমার নামের কারনে ব্যাক্তিগত ভাবে আপনি কোন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন? কারন আজ পর্যন্ত কেউ এই নাম নিয়ে কোন মন্তব্য করেনি তো, তাই আরকি।
আমি এর আগের মন্তব্যে বলিয়াছিলাম;
সামু' হইলো স্বাধীন মত প্রকাশের স্থান খেতাব জাহির করা ও ফুটানি করার স্থান না।

এইখানে (সামু';) ব্যাক্তিগত ব্যাপার ঊহ্য।
আশাকরি বুঝিতে পারিয়াছেন।
আমি ব্যাক্তিগতভাবে "উড়োজাহাজ কলাকৌশল বিদ্যা''য় যুক্তরাষ্ট্রে ৭ বছর পড়াশুনা করিয়া ২৭ বছর উড়োজাহাজ প্রস্তুত প্রনালীর সাথে যুক্ত থকিয়া এখন প্রায় অবসর জীবনযাপন করিতেছি। নামের মাথায় প্রকৌশলী লাগাইলে কোন উপকার হইলে আমিও লাগাইবো ভাবিতেছি। আপনি দয়া করিয়া ভালো একটি কারন দেবেন।

০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: প্রথমেই বলতে চাই আপনি আমার অনেক সিনিয়র, সে হিসেবে আপনার প্রতি সম্মান রেখেই বলছি।
এই নামের কারণে আমার কোন লেখায় ফুটানি ফুটে উঠেছে সেটা একটু স্ক্রিনশর্ট দিয়ে দেখান প্লিজ। তাছারা আমি তো বলিনাই, এ নামের কারনে কোন উপকার হচ্ছে, এটা আপনিই বলছেন। কিন্তু নামের কারণে কারো কোন ক্ষতিও তো হয়নি! ব্লগে অনেকেই তাদের বাবা মায়ের দেয়া নাম ব্যাবহার না করে ( ছদ্মনামের কারনে সমালোচনার উদ্দ্যেশ্যে নয়, শুধু মাত্র আপনার কথার প্রেক্ষিতেই বলছি) ছদ্মনাম ব্যাবহার করছে তাতে তাদের কি উপকার হচ্ছে?
তাদের নিয়ে আপনার সমস্যা হচ্ছে না?
নাকি ইঞ্জিনিয়ার খুব বাজে রকমের একটা অশ্লীল নাম?
আচ্ছ আপনার নামটার কথাই ধরি এটাই কি আপনার নাম?
আপনাকে কি আপনার আশেপাশের মানুষ গুলো এ নামেই ডাকে?
যাইহোক, কে ছদ্মনাম ব্যাবহার করলো, কে নামের আগে পরে কি লাগাইলো না লাগাইলো এটা তার একান্ত ব্যাক্তিগত। এসব নিয়ে আমার কিছু বলার নাই, ইনফ্যাক্ট বলার সময়ও নাই। অবসরে থাকার কারণে আপনার কাছে হয়তো নাম নিয়ে খোচাখুচি করার সময় থাকতে পারে। ব্লগে কে কি লিখল, কোন টপিক নিয়ে লিখল, কিভাবে লিখল সেটাই আমার কাছে দেখার বা তার সম্পর্কে মন্তব্য করার বিষয়। সে কি নাম নিয়ে লেখল সেটা আমার কাছে মোটেও মূখ্য বিষয় নয়, ইনফ্যাক্ট ব্লগে অন্য কারো মধ্যেও আমি নাম নিয়ে সমস্যায় থাকতে দেখিনি। শুধু আপনার মধ্যেই দেখলাম।
আর ইতিপূর্বে কেউ একজন "ইঞ্জিনিয়ার" নাম ব্যাবহার করে উল্টা পাল্টা লিখে টিকতে পারেনি বলে অন্য কারো ক্ষেত্রেও একই ব্যাপার ঘটবে এমন ধারনা আপনার মত অভিজ্ঞতা সম্পূর্ন মানুষের কাছ থেকে আশা করিনা।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.