নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

ঠান্ডায় লক হয়ে যাওয়া নাক আনলক করার, অর্থাৎ সর্দি হতে পরিত্রাণ পাওয়ার ঘরোয়া পদ্ধতি।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৩



যাদের ঠান্ডায় নাক বন্ধ হয়ে আছে তারা, পেয়ারা, আমড়া, আনারস অথবা টক বরই যেকোন একটা খান। তবে নিয়ম হল খাওয়া স্টাট করার সঙ্গে সঙ্গে স্টপ ওয়াচও স্টাট করবেন, পাঁচ সিনিটের মধ্যে যদি নাক খুলতে শুরু না করে তাহলে ফ্লেক্সিলোডের মাধ্যমে ফলের মূল্য ফেরৎ নিতে ভুলবেন না। আর যদি কাজ হয় তাহলে বিকাশের মাধ্যমে এই হাতুরি ডাক্তারের ফিস দিতে কিপ্টামটি করবেন না ( যাস্ট মজা করলাম)। ঠান্ডায় নাক বন্ধহয়ে শিশু, বৃদ্ধ, প্রাপ্তবয়স্ক অনেকেই কষ্ট পাচ্ছে। তাই আপনার ফেইসবুকে এটা শেয়ার করতে পারেন।
আর যাদের সর্দীর সাথে হালকা জ্বর জ্বর ভাব আছে তারা যাস্ট ১ দিন এই ফলগুলো কয়েকবার খান, গ্যারান্টি দিয়ে বললাম আর কোন ওষুধ খাওয়া লাগবে না।

ধন্যবাদ।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৯

ইসমত বলেছেন: সিজনাল দেশী ফলের মাঝে থাকে সেই সিজনের রোগবালাই এর দাওয়াই।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ঠিক বলেছেন ,কিন্তু আমরা অনেকই তা জানি না।
ধন্যবাদ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ট্রাই করে দেখিবো নে। আপাতত নাক বন্ধ আছে

২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ট্রাই করেন, উপকার না পেলে তো মূল্য ফেরৎ দেবই। তবে, কাজ হলে কিন্তু এই হাতুড়ে ডাক্তারের ফিস দিতে হবে!

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


আমাকে ১ রিকসা ড্রাইবার মামুও একই পরামর্শ দিয়েছিলেন

২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: দরকারি পরামর্শ কে দিলো তারচেয়ে বড়কথা হল সেটা কতটা দরকারে এলো।
ধন্যবাদ।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৭

Sujon Mahmud বলেছেন: বর্তমানে নাকের সার্ভার ব্লক হয়ে আছে।মুখ দিয়ে কাজ চালাইতেছি।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ট্রাই করেন, উপকার না পেলে তো মূল্য ফেরৎ দেবই। তবে, কাজ হলে কিন্তু এই হাতুড়ে ডাক্তারের ফিস দিতে হবে!

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ ফিস দেবো

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: তাহলে কাজ হবেই

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৭

একাল-সেকাল বলেছেন: আপনার কথার সত্যতা আছে।
আমি কমলা খেয়ে উপকার পেয়েছি। তাই বিশ্বাস করি।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: টক সকল ফলই এক্ষেত্রে খুব কাজে দেয়, যেমন জলপাই, আমলকী।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৭

মলাসইলমুইনা বলেছেন: আপনার সাজেশনটা ঠিক আছে ।
আসলে যে কোনো ধরণের লিকুইড বেশি করে ড্রিংক করাই বন্ধ নাক খুলতে খুব কার্যকর ।
বাংলাদেশেতো পানিরও অভাব বিশেষ করে শহরে ।সব সময়তো ওয়াসার লাইনে পানিও থাকেনা ।
গ্যাসেরও মনে হয় একই অবস্থা । নইলে একটা হট শাওয়ার সাজেস্ট করতাম আমি তাড়াতাড়ি বন্ধ নাক খুলতে ।
হট শাওয়ারও বন্ধ নাক খুলতে হেল্প করতে পারে খুব তাড়াতাড়ি । গরম পানি,ধোয়া এক্ষেত্রে খুব হেল্পফুল হয় ।
গরম পানির ধোয়া নাকের মিউকাস পাতলা করে ইলফ্লেমেশনটা দ্রুত কমাতে সাহায্য করে ।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: জাতীও সকল ফলই এক্ষেত্রে খুব কাজে দেয়, যেমন জলপাই, আমলকী ।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: রোগ আল্লাহ দেন, রোগ মুক্তিও আল্লাহই দিবেন। আমি কিছু করতে পারবো না।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: হ্যা, এ জন্যই তো এসব ফল সৃষ্টি করেছে।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৫

আকতার আর হোসাইন বলেছেন: শিরোনাম দেখে খুব হাসলাম।।। ভাল পোস্ট। ট্রাই করবো একদিন। ধন্যবাদ।

নাইমুল ইসলাম ভাই দারুণ বলেছেন। রাজীব নুর ভাই একি ফাইজলামি করল।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: সর্দি হলে মানুষের মুডও একটু অফ থাকে, এজন্য একটু রং মাখিয়ে বললাম আরকি।
আমি শিওর না, তবে রাজীব নুর ভাইও একটু মুড অন করার চেষ্টা করেছে মনে হয়।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২১

টারজান০০০০৭ বলেছেন: খাঁটি সরিষার তৈল দিয়া হ্যাক করিলে আনলক হইবেক না ?

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: খাঁটি সরিষার তৈল থিওরিটা একটু ভয়ঙ্কর ব্যাপার।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০১

নতুন বলেছেন: যদিও ভিটামিন সি ঠান্ডা লাগা প্রতিরোধ করতে পারেনা কিন্তু ঠান্ড লাগার পরে খেলে উপকার পাওয়া যায়।

https://www.healthline.com/nutrition/does-vitamin-c-help-with-colds#section1

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: আমি আগে থেকেই ঠান্ডা বা সর্দি জ্বরে কখনো ওষুধ খাইনা, দু চারদিন কষ্ট হত তারপর এমনিই ঠিক হয়ে যেত। ভিটামিন সি খাওয়ার পলে এখন তাও আর হচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.