নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্ন: মানবতাবাদী কারা?
উত্তর: পশ্চিমারা।
প্রশ্ন: অস্ত্র বানায় করা?
উত্তর: পশ্চিমারা
প্রশ্ন: সন্ত্রাসী করা?
উত্তর: মুসলামানরা।
প্রশ্ন: বিশ্বে এতো ধর্ম থাকতে পশ্চিমারা সভ্যতা কেন একমাত্র ইসলামকেই টার্গেট করছে?
উত্তর: পশ্চিমাদের ভোগবাদী এবং মানব শোষণের পথে ইসলামই একমাত্র বাঁধা।(কথাটা আমার নয়, খোদ প্রসিদ্ধ মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ,হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক স্যামুয়েল পি. হ্যান্টিংটন বলেছেন তার দ্য ক্ল্যাশ অব সিভিলাইজেশনস অ্যান্ড দ্য রিমেকিং অব ওয়াল্ড অর্ডার বইয়ে)
প্রশ্ন: সরকারি ভাবে নারীদের হিজাব পরিধানে বাধ্য করাকে কি বলে?
উত্তর: নারী/ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ।
প্রশ্ন: সরকারি ভাবে নারীদের হিজাব পরিধানে বাঁধা দেয়াকে কি বলে?
উত্তর: প্রগতিশীলতা।(হিজাব পরিধানে বাধ্য করা বা হিজাব পরিধানে বাঁধা দেয়া দুটোই অপছন্দ করি, তবে যুক্তি দিয়ে যেকেউ এ দুটোর পক্ষে বিপক্ষে বলতেই পারে, ব্যক্তির তা গ্রহন করা বা না করার স্বাধীনতা থাকা উচিত)
৩১ শে আগস্ট, ২০২১ রাত ১১:৪৪
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ওয়েবসাইটে দেয়া আছে। সামু হতে কিছুক্ষনের জন্য বের হয়ে একটু কষ্ট করে দেখে নিন।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২০
রাজীব নুর বলেছেন: আমি কি কোনো দিন ধার্মিক হতে পারবো?
০১ লা সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৪২
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
সকল মানুষই ধার্মিক, সকল ধার্মিক মানুষ নয়।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৬
শেরজা তপন বলেছেন: মন্তব্য করা কঠিন!
পশ্চিমারা তো আমাদের দিয়েছেও অনেক কিছু। যেমন আপনি স্যামুয়েল পি হান্টিংটন নামে যেই প্রফেসরের উক্তি কোট করলেন তিনিও পশ্চিমের!
ভাল মানুষেরা রাষ্টীয় ক্ষমতায় আসেনা বা আসতে চায় না- তারা সর্বদা নিজের মত করে দূরে দূরে থাকতে চায়। তারা ক্ষমতায় এলে বিশ্বের চেহারা অন্যরকম হোত...
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
লোভী এবং খারাপের সংখ্যা বেশী, সুতরাং গনতান্ত্রের থিওরি অনুযায়ী খারাপই ক্ষমতায় আসবে!
আপনি কি জানেন কাজী নজরুল ইসলাম নির্বাচন করেছিলেন? আবার হেরেও গিয়েছিলেন। তিন হয়তো ভেবেছিলেন তার এত পাঠক রয়েছে, নির্বাচনে নিশ্চই জয়ী হবেন। কিন্ত তিনি জানতেন না, তার লেখা গ্রহনের মানুষ থাকলেও তাকে গহন করার শাহস মানুষের নেই।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: আগে দেশ দখল করে উপনিবেশ বানানো হত এখন অস্ত্র এবং অর্থনীতির সাহায্যে উপনিবেশ বানানো হয়।
০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
এটাই তাদের নয়া পলিসি। শুধু কাটাতারের সীমানা নির্ধারিত থাকবে। স্বাধীনতা নয়।
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫৩
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে করোনার কি অবস্হা?