নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেন্ট গ্রেগরিজ ক্যাথলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৫ই ডিসেম্বর ২০২১ এর হিজাব নিষিদ্ধের নোটিশ। পুরাতন ঢাকার বাহাদুর পার্ক সংলগ্ন মিউনিসিপ্যাল রোডে এক খ্রিষ্টান পাদ্রি গ্রেগোরি দি গ্রুট ১৮৮২ সালে সেন্ট গ্রগর ক্যাথলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা করে। ১৮৮২ সাল থেকে বর্তমান একবিংশ শতাব্দী পর্যন্ত এ স্কুলটিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
কিছুদিন আগে এক সরকারি কর্তা তার অফিস স্টাফদের টাকনুর উপর প্যান্ট পড়ার নোটিশ প্রদান করায় তা ব্যক্তি স্বাধীনতার বিরোধী বলে যারা চিল্লাচিল্লি করছেন তার কোথায়? এখানে কি ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘিত হয়নি?
কই এ বিষেয় তো তাদের আলোচনা দেখি না! আরে, এখানে তো চেতনা টিভিকেও দেখছি না!
©somewhere in net ltd.