নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি দুটো পাশাপাশি রেখে দেখুন তো, প্রথম ছবিটা ক্রিকেটার মুশফিকুর রহিমের। গরু কুরবানির পর তিনি একটা ছবি ফেইসবুকে আপলোড করেন। ছবিটা নিয়ে প্রচুর বিতর্ক হয়। যারা নিজেদেরকে সেক্যুলার, প্রগতিশীল, আর মুক্তমনা বলে পরিচয় দেয়, তারা মুশফিকের বিরুদ্ধে সমালোচনা করেই ক্ষান্ত হয়নি, সোশ্যাল মিডিয়ায় মুশফিকের ওপর নোংরাভাবে ঝাঁপিয়ে পড়ে, একটা সময় বেচারা মুশফিক ছবিটা সরিয়ে নিতে বাধ্য হয়।
ছবিটার বিষয়ে তাদের আপত্তি হচ্ছে, এই ছবি দেখলে নাকি শিশুরা ভয় পাবে। রক্তাক্ত ধারালো ছুরি শিশুমনে ভয় আর আতঙ্কের সৃষ্টি করবে।
পরের ছবিটা দেখুন, একটা রাক্ষসমূর্তি৷ বড় বড় ভয়ংকর চোখ এবং দাঁত, আবার সেই দাঁতে লেগে আছে রক্ত। মনে হচ্ছে আস্ত কাউকে চিবিয়ে খেয়েছে৷ হাতে আবার একটা ধারালো চাপাতিও আছে, সেই চাপাতিতেও লেগে আছে রক্ত। পুরা অবয়বটা দেখার পর বলুনতো, কোন ছবিটা শিশুদের জন্য বেশি নেতিবাচক? কোন ছবিটা শিশুদের মনে সত্যিই ভয় ধরিয়ে দেবে? মুশফিকের ছবিটা? নাকি এই মূর্তির ছবিটা?
তবে যাইহোক, ভন্ডামির বিষয় এই যে, মুশফিকুর রহিমের সিম্পল এই ছবি নিয়ে নেতিবাচক বক্তব্য এবং ঘৃণা ছড়ানো অসাম্প্রদায়িক, প্রগতিশীল, বাঙ্গুরা দ্বিতীয় ছবিটির কারিগর।
১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:০২
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
হ্যাঁ
২| ১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৮
শূন্য সারমর্ম বলেছেন:
মুশফিক বেচারা ;কি দরকার বেচারা নিয়ে পোস্ট দেয়া।
১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:০২
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
বাঙ্গুরাই প্রথম টেনেছে বেচারাকে
৩| ১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৫:০১
রানার ব্লগ বলেছেন: জনাব উহা রাক্ষসের মুখ না উহা রাজাকারদের প্রতিকি মুর্তি । বেহুদা মুশফিক কে এর সাথে টেনে আনার কি দরকার । আগামী প্রজন্ম রাক্ষস খোক্কশ দেখে ভয় পায় না । এরা রাজাকারদের দেখলে পাথর মারে ।
১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:০১
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
উহা যার মূর্তিই, প্রথম ছবি দেখে যদি শিশুরা ভয় পায় তাহলে এটা দেখে কি আনন্দ পাবে?
৪| ১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৫:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আফসোস! বড়ই আফসোস!
১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:০০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
হ্যাঁ
৫| ১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:২৪
জ্যাক স্মিথ বলেছেন: শিশুরা কার্টূন ছবি পছন্দ করে, মুশফিকের হাতে রক্ত মখা ছুড়ি দেখলে শিশু না যে কেউ ভয় পাবে।
১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:০০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ও আচ্ছা, এটা দৃষ্টিনন্দন কার্টুন।
৬| ২২ শে এপ্রিল, ২০২৪ রাত ৩:০০
ফিনিক্স পাখির জীবন বলেছেন: দুইটার একটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিতব্য নয় বলে আমি মনে করি।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৭
রাসেল বলেছেন: যে মানুষ জেগে জেগে ঘুমাচ্ছে, আপনি তাকে জাগাতে পারবেন না।