নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি সাকি পরস্পর পরস্পরের কবিতার জবাব কবিতার দিয়েছেন। গত পরশু গেছে দাদা সেই একই পোস্ট সামুতে করে। আমি তার পোস্টে মন্তব্য করলাম, লেখাটা সুন্দর, কয়েক বছর ধরে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। তা আপনি কোন পেজ/আইডি হতে কপি করলেন সেটা বললেন না যে?

তিনি উত্তর দিলেন, সবাই কে নিজের মতো ভাবলে হবে ? এটা আমি ২০১৪ সালের দিকে লিখেছিলাম। পরবর্তীতে এটা ভাইরাল হয়ে যায়।

এইবার ছবিতে দেখুন একই ধরনের পোস্ট ২০১৩ সালে হয়েছে।
এখন আমার প্রশ্ন হল, তাহলে ২০১৩ সালে জিনি লিখেছে তিনি কি ২০১৪ সালে গেছে দাদার পোস্ট হতে কপি করে লিখেছে?

যাইহোক, গেছে দাদা একটা কথা সত্যি বলেছে সেটা হলো, সে আমার মত না, আমি কোন লেখা কপি করলে সেটা বলে দেই। সামুতে আমার দুই বা তিনটা লেখা কপি করা, এবং আমি পোস্টে সেটা বলেও দিয়েছি। কিন্তু গেছে দাদা কপি করে নিজের নামে চালিয়ে দেয়। বাংলা সাহিত্যের ইতিহাসে এই স্বভাব আমরা হুমায়ুন আজাদের মধ্যেও দেখতে পাই।

মন্তব্য ১৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩৫

ভুয়া মফিজ বলেছেন: ভারতীয়রা গেয়ান-বিগেয়ানে অনেক এগিয়ে। এখন ইজরায়েলও তাদের দেশ থেকে গেয়ানী নিয়ে তাদের দেশকে সমৃদ্ধ করছে। তারা বহু আগেই টাইম মেশিন আবিস্কার করেছিল। এই লেখাটা আসলে ২০১৪ সালের দিকেই লেখা হয়েছে। তারপরে টাইম মেশিনে চড়ে ২০১৩ সালে গিয়ে পোষ্ট করে এসেছিল। আপনি এটা নিয়ে একেবারেই টেনশান নিয়েন না।

এরপরে এই পোষ্টের সন্ধান যদি আরো আগেও পান, সেটাও একই ফর্মুলায় ফেলবেন। ব্যস কেল্লা ফতে। ব্লগের ভারতীয় দালাল অন্যান্য কপি/পেষ্টাররাও তাদের কাছ থেকে এই টেকনোলজি ধার করতে পারে।

দুঃখের বিষয় হলো, এরপরে আমাদের মডু, ব্লগার আর ইউ, ব্লগার অপু তানভীর প্রমুখেরা বেকার হয়ে যাবে!!! =p~

২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



ইসরায়েলকে যেভাবে ফুলানে হয় ইসরায়েল ততটা না। ইসরায়েল গুপ্ত হামলা করে মানুষ খুন করে। ইরান কিন্তু বলেকয়ে হামলা করেছে, তবুও কয়েকটা রাষ্ট্র এসে ইসরায়েলকে বাঁচিয়েছে। বহু হামভাম করছে এক সপ্তায় হামাসকে শেষ করে দেবে, আজ ২০০ দিন পার হয়েছে, হাজার হাজার শিশু, নারী, বেসামারিক মানুষ খুন এবং বিল্ডিং ভাঙা ছাড়া ২০০ দিনে হামাসের বা**লও ছিড়তে পারেনি।

২| ২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০২

ইএম সেলিম আহমেদ বলেছেন: :D =p~ :-B

২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




ওকে

৩| ২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৭

ভুয়া মফিজ বলেছেন: আরে.........আমার মন্তব্য তো কপি/পেষ্ট নিয়ে ছিল। আপনি দেখা যাচ্ছে প্রতিমন্তব্যে সেটাকে পুরাই ইজরায়েল এর দিকে ঘুরিয়ে দিলেন!!! ইজরায়েলের কথা বলেছি প্রসঙ্গক্রমে। এখন বিভিন্ন আবালীয় কমেন্ট পেতে পারেন হামাস-ইজরায়েল সম্পর্কিত, ফলে কপি/পেস্টের গুরুত্বপূর্ণ মূল ফোকাস সরে যাবে। এটা ঠিক না। আমার ইজরায়েল প্রসঙ্গ টানাই ঠিক হয় নাই দেখছি!! B:-)

২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




সেখানে হনু হিসেবে উদাহরণ দিতে ঐ ইসরায়েলকেই ব্যাবহার করা হয়েছে। সেক্ষেত্রে এটা বলা।

৪| ২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ কেন যে সত্যটা অস্বীকার করে বুঝি না

২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



হ্যাঁ

৫| ২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৫৬

ঢাবিয়ান বলেছেন: =p~ =p~ আহা আপনি এইসব আজাইরা প্রমান সাবুদ দেখালে হবে? কপি পেস্ট নিয়ে সোচ্চার অপু, আর ইউ কি কিছু বলেছে এই বিষয়ে ? ভুম ভাই টাইম মেশিনের কথা বলে দিয়েছে। এটাই আসল ব্যখ্যা =p~ !:#P বিশ্বাস করা না করা আপনার মর্জি !:#P

২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আচ্ছা

৬| ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:২১

শেরজা তপন বলেছেন: কোথায় ঈশ্বর নেই - নাসরেদ্দিন হোদজা #২
মির্জা গালিব এর এই গল্প আমি বহু জায়গায় বহুভাবে পড়েছি। আমার এই লেখা ও মন্তব্যতেও খানিকটা আলোচনা আছে-এ বিষয়ে।
দাদা ফাঁকে একটু গুল ঝেড়েছেন!

২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:১৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



গুল কী?

৭| ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২১

শেরজা তপন বলেছেন: 'গুল ঝেড়েছেন' মানে 'চাপাবাজি করেছেন'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.