নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই টাকার নোট জাল হয় না, এক হাজার টাকার নোটের জাল হয়। তাতে, দুই টাকার নোটের মূল্য বেড়ে যায় না, বা এক হাজার টাকার নোটের মূল্য কমে যায় না। ধরা পড়লে, নোট জালকারীই নিন্দিত হয়, আসল নোট নয়। ধর্মীয় লেবাসের মূল্য আছে, তাই সেটারও জাল হবে। ধরা পড়লে, জাল লেবাসধারীই নিন্দিত হবে, আসল লেবাস নয়।
লেখা: মুহাম্মাদ সাদাত
যাইহোক, পোশাক দিয়ে আবেদ চোরা নিজেকে আড়াল করতে চেয়েছিল, কিন্তু পোশাকই আবেদ চোরার কাল হলো। ১৭ জন চোর ধরা হলো, কিন্তু পোশাকের কারণে শুধু আবেদ চোরাই এক্সপোজ হলো।
★ ফেলানীর খুনী এবং এবং মরু বানিয়ে উত্তরের কৃষি হত্যাকরীকে রেল করিডোর দেয়া যাবে না।
২| ১০ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৩৪
নয়া পাঠক বলেছেন: কিছু কিছু মানুষ লেবাস ধারণ করে অন্যায় করে যায়, এতে তারা নিবিঘ্নে তাদের অপকর্ম করে যেতে পারে। কিন্তু তাদের দু’য়েক জনের অপকর্ম দেখে কেউ কেউ পুরো ইসলামকে বা ইসলামী সুন্নত পালনাকরী সকলকে দোষী ভাবা এক বিরাট অন্যায়। যা এই ব্লগেই কেউ কেউ করে থাকেন। এমন একটি ব্লগ কিছু আগেই দেখলাম। তিনি আসলে একজন ইসলাম বিদ্বেষী হবেন হয়ত বা।
৩| ১০ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১৩
পারস্যের রাজপুত্র বলেছেন: ধরা পড়ছে চুনোপুটিরা, ধরাছোয়ার বাইরে রাঘববোয়ালরা
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১৬
জুন বলেছেন: এদের ছবিগুলো রাস্তার মোড়ে মোড়ে টানিয়ে রাখা উচিৎ। অবশ্য এতে তাদের বা তাদের সন্তান বা আত্মীয় স্বজনের কোন বিকার হবে কি না সন্দেহ। এখন তো চোরের মায়ের বড় গলার যুগ।