নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

বডি ল্যাঙ্গুয়েজই তার যোগ্যতা প্রমান করে দেয়।

১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ২:২০


প্রধানচোরের বক্তব্যের সাথে আমি একমত। যারা আন্দোলন করছে তারা বিসিএসে আসবে না, বা আসলেও হাতে গোনা দু-একজন ছাড়া কেউ এই সিস্টেমে উত্তীর্ণ হতে পারবে না (এ বিষয়ে আমর একটা লেখাও আছে,এখানে ক্লিক করে পড়ুন)। এরা তো নিজের চাকরির জন্য আন্দোলন করছে না। এরা আন্দোলন করছে অযৌক্তিক প্রথার বিরুদ্ধে। এরাই তো একাত্তরে দেশকে স্বাধীন করতে জীবন বাজী রেখেছিল, কোটার জন্য নয়। আসলে এরাই যদি বিসিএসে উত্তীর্ণ হয়ে চেয়ারে বসতো, তবে কি আর ১৯০ বছরের ব্রিটিশ গোলামী ব্যাবস্থা এখনো টিকে থাকতো! আবার যারা এই সিস্টেমে উত্তীর্ণ হয়ে বিসিএস ক্যাডার হতে পারবে সেসব কাপুরুষ আন্দোলনে আসবে না, কোটা বাতিলের পক্ষে থাকলেও কাপুরুষদের রাজপথে নামার যোগ্যতা থাকে না। মিলিয়ে নিন, একাত্তরে এরা সহজে পদন্নোতির জন্য মনে মনে দেশের স্বাধীনতা চাইলেও পাকিস্তান সরকারের গোলামীই করে গেছে।

যাইহোক প্রধানচোর আরো বলেছে, মুক্তিযোদ্ধার সন্তান/নাতিনাতনিরাও তো মেধাবী আছে। এই কথার সাথেও একমত, অবশ্যই মুক্তিযোদ্ধার নাতিনাতনিদের মধ্যেও মেধাবী আছে। তারা তাদের মেধায় চাকরি পাক, এ নিয়ে তো কেউ বিরোধিতা করছে না। তবে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের এভাবে রাজাকারের বাচ্চা বলা একজন প্রধানচোরের সাথে যায় না। পোলাপানের রক্ত গরম, প্রধানচোর যেভাবে তাদের বিদ্রুপ করেছে, তারাও একইভাবে প্রধানচোরকে বিদ্রুপ করেছে।

আবার চাটর দল চেতনাকে ঢাল এবং "রাজাকার" শব্দকে বানিয়েছে তলোয়ার। বছরের পর বছর চেতনা নামক ঢালের পেছনে দাড়িয়ে দেশের অর্থ লুট করেছে। কেউ কিছু বললেই রাজাকার নামক তলোয়ারে তাকে দ্বিখণ্ডিত করেছে। গতকাল শিক্ষার্থীরা সেই তলোয়ার ভেঙ্গে একেবারে পশ্চাদে ঢুকিয়ে দিয়েছে।

বাইদ্যাওয়ে পোলাপানের স্লোগানে যদি আনিসুল হকের খারাপ লাগে, তাহলে পোস্টে সব হা হা রিএক্টে কী হতে পারে? ভাগ্যিস জোকরবাগ কমেন্ট কাস্টমাইজ করার সিস্টেম রেখেছে, এবং তিনি (আনিসুল হক) সেটা ব্যাবহার করেছে। তা না হলে এতো পরিমান সমবেদনার পেত, যে সমবেদনার দোচনে আনোয়ার হোসেনের মতো স্টোক করতো।

★ ফেলানীর জীবনের আলো নিভিয়ে দেয়া, উত্তরবঙ্গকে মরুভূমি বানিয়ে বাংলার কৃষি ক্ষতিগ্রস্ত করা ভারতকে কেন রেল করিডোর?

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৩৫

বাউন্ডেলে বলেছেন: রাজাকারের বাচ্চারা আমার দাদার অর্জিত ফসলের অংশ চায়।

১৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



আপনার দাদার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে? আপনি কোটা চান? তাইলে এখানে ক্লিক করুন। এই লেখা আপনার জন্য




বাইদ্যাওয়ে, মুক্তিযোদ্ধার মেয়ের সাথে রাজাকারের ছেলের বিয়ে হয়েছে। এখন নাতি নাতনীদের পরিচয় কী হবে, মুক্তিযোদ্ধার বাচ্চা, নাকি রাজাকারের বাচ্চা?

২| ১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৪৭

বিদ্রোহী পুরুষ বলেছেন: চেতনা ব্যবসায়ীদের পোষাক ধীরে ধীরে খুলে যাচ্ছে।

১৫ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




চেতনা ব্যাবসায়িদের আদৌও কি পোশাক আছে?

৩| ১৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:১১

বাউন্ডেলে বলেছেন: কোটা বিরোধীদের সকল সরকারী নিয়োগে নিষিদ্ধ করা হোক। আমরা আমাদের বাপ-দাদার অর্জিত সফলতা রাজাকার ছানা-পুনাদের আর দিতে রাজী না।।

১৫ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেটধারীরাই এসব বলে

৪| ১৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৬

ঢাবিয়ান বলেছেন: 16k হা হা হা ইমোজি বিশিষ্ট চেতনাব্যবসায়ীর স্ট্যটাাসে =p~ =p~

১৫ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



সবাই হ্ হা দিয়েছে। কমেন্টবক্স খোলা থাকলে কী হতো একবার ভাবুন তো

৫| ১৫ ই জুলাই, ২০২৪ রাত ১১:১২

বাউন্ডেলে বলেছেন: "এতোদিন চাইলো অধিকার, পরিচয় দিলো রাজাকার!"
"যাদের পরিচয় রাজাকার,
তাদের কিসের অধিকার!"

১৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



প্রধানচোর শেকাছিনা ওদের রাজাকারের বাচ্চা বলেছে। এই স্যাটায়ার বোঝার মতো মেধা যাদের নাই সেইসব ভুয়া মুক্তিযোদ্ধার বাচ্চারা তো কোটা চাইবেই

৬| ১৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০১

বিদ্রোহী পুরুষ বলেছেন: @লেখক: আছে। যারা রাজাকার, জামাত, শিবির, বিএনপি ট্যাগ দিয়ে আমার মুখের ভাষা কেড়ে নেয়। ওই ট্যাগ দেয়াটাই তাদের চেতনা ব্যবসার পোষাক।

১৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



ওকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.