নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহসের রাজটীকা ললাটলেখন যার
রাজপথে দেখো সেই সাহসী তরুণ
সাম্য শান্তি আর সত্য ন্যায়ের তরে
ছিনিয়ে আনবে যেন নূতন অরুণ।
বুক ভরা বল তার স্বপ্ন দু’চোখে জ্বলে
হৃদয়ে দৃপ্ত ওড়ে বিজয় নিশান
বীরের কলিজা যেন তপ্ত রক্তে তার
প্রলয়নৃত্য নাচে চণ্ডী—ঈশাণ!
সেই খুন জমিনেতে ঢেলে দিয়ে কলিজার
হৃদয় তরুয়া গাহে দ্রোহের স্লোগান
ঝাঁঝরা বুকের থেকে, নিথর শরীর থেকে
তাই শোনা যায় তার দৃঢ় আহ্বান—
বুক—সিনা পেতে দিয়ে ঘাতকের সম্মুখে
সত্যের সম্মানে সাহসে দাঁড়াও
যে কাঁপনে কেঁপে ওঠে হিটলার—নমরুদ
সে সাহসে নাড়া দাও তখতে—ফারাও।
লেখক: নওয়াব আবদুর রহিম
২৭ শে জুলাই, ২০২৪ রাত ৯:৫৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
বয়সের ভার ভালো মতোই বোঝা যাচ্ছে।
২| ২৭ শে জুলাই, ২০২৪ রাত ১০:২৩
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার
৩| ২৮ শে জুলাই, ২০২৪ রাত ২:১৯
সামরিন হক বলেছেন: ছবির ছেলেটি কি হৃদয় চন্দ্র?
৪| ২৮ শে জুলাই, ২০২৪ সকাল ৮:০১
আরেফিন৩৩৬ বলেছেন: হৃদয় তরুয়ার কথা কেউ লিখছে না, আপনাকে ধন্যবাদ তাঁর মাহাত্ম্য তুলে ধরার জন্যে। অসাধারণ আত্মত্যাগ। শিবির বলে ট্যাগাতে থাকা মানুষ গুলো এ ছাপোষা পরিবারের ত্যাগের ও মানবিক সম্মেলনের ভাষা বুঝতে না।
৫| ২৮ শে জুলাই, ২০২৪ সকাল ১১:০৯
ধুলো মেঘ বলেছেন: বয়েসের ভার নয়, কাঁঠাল পাতা মনে করে অবিরাম গাঁজা সেবনের সাইড এফেক্ট
৬| ২৮ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সাধারণ ছাত্রের পাশে দেশের জনতা আছে
মিথ্যা অপবাদ এখন মানুষ বুঝে
দেশের সম্পদ লুট করে কারা নিজের পকেট ভরে
কারা চালায় ধ্বংসযজ্ঞ মানুষ জানে
মানুষ তাদের ঘৃণা করে রাজাকারের মতো
উল্টা পাল্টা ট্যাগ দিয়ে কোন লাভ হবে না ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০২৪ রাত ৯:৪৫
কামাল১৮ বলেছেন: শিবিরে এখন হিন্দুরা ঢুকে গেছে যেমন মুসলিম ধর্মে ঢুকে গেছে পিনাকি।এটা ভালো লক্ষন।হিন্দু মুসলমান মিলে মিশে এক ধর্ম।