নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধুকে অসম্মানের প্রতিবাদ জানাই।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০২


আজ কোন আদর্শের সৈনিক এ ঘটনার প্রতিবাদ করতে এগিয়ে আসবে না। দেখুন একজন রাজনীতিবিদের সিধান্তে ভুল থাকতে পারে, কেউই ভুলের উর্ধ্বে নয়। বঙ্গবন্ধুও ব্যতিক্রম নয়। তার ভুল নিয়ে গঠনমূলক সমালোচনা হতে পারে, আবার তার অবদানকেও স্মরণ রাখতে হবে। বঙ্গবন্ধুর অসম্মান কাম্য নয়, তবে আজকের এ অসম্মানের দায় শেকাছিনা এবং তার দলের। যারা আমাকে জামাত, শিবির, পাকি, মৌলবাদী বলেছে, সেসব স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সুবিধাবাদী সেকুলাঙ্গার আজ কোন প্রতিবাদ করবে না। তবে আজকের দিনেও আমি এ দৃশ্যর প্রতিবাদ জানাই। আমাদের সকল প্রয়াত নেতাকে আমি শ্রদ্ধা করি।

চব্বিশের পরাজিত শক্তি আমাদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করতে পারে, তাই হিন্দু সম্প্রদায়ের বাড়ী, সম্পদ এবং মন্দির রক্ষা করতে হবে,

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১৩

আঁধারের যুবরাজ বলেছেন: চব্বিশের পরাজিত শক্তি আমাদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করতে পারে, তাই হিন্দু সম্প্রদায়ের বাড়ী, সম্পদ এবং মন্দির রক্ষা করতে হবে,

সহমত ,ওদের কোনোরকম প্ররোচনার ফাঁদে পা দেওয়া যাবে না। আওয়ামীলীগের কারো ঘর বাড়িতেও আক্রমণ করা ঠিক হবে না। নতুবা এই আনন্দ বিষাদে পর্যবসিত হবে। কেউ অপরাধী হলে তাকে আইনের মাধ্যমেই শাস্তি দিতে হবে।

২| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১৬

করুণাধারা বলেছেন: লাস্ট প্যারার সাথে সহমত। এ নিয়ে আমার কিছু বলার আছে। একটা পোস্ট দিতে চাচ্ছিলাম কিন্তু আগের পোস্টের সবগুলা মন্তব্যের উত্তর দিতে পারি নাই এখন পর্যন্ত। তাই নতুন পোস্ট দিব কিনা ভাবছি।

৩| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২০

নয়া পাঠক বলেছেন: বঙ্গবন্ধুর অসম্মানের পুরোটাই তার মেয়ের উপর বর্তায়, তবে অনেকই হুজুগে বাংগালী রয়েছেন। অনেকে রয়েছেন সুবিধাভোগী তারা সুযোগ পেলেই শরীরের চামড়া পুরোটাই বদলে ফেলে ব্লগার 'গোফরান' সাহেবের মত, তারাও এসব কাজে জড়িত।

আর সংখ্যালঘুদের বাড়িতে হামলা যদি হয়েও যায় এসবও করবে সেই সব সন্ত্রাসলীগ বা তাদের ভাড়া করা টোকাইরা, করে দোষটা অন্যের ঘাড়ে চাপাবে, এতদিনের অভ্যেস সহজে কি আর যায়?

৪| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২০

শায়মা বলেছেন: হিরক রাজার দেশে সিনেমা দেখে এই কাজ করেছে তারা আমার মনে হয়।

যাইহোক আমি ভাঙ্গাভাঙ্গি এমনতেই সহ্য করতে পারিনা। আর যত রাগ হোক আর দুঃখ হোক আমি হলে জীবনেও কিছু ভাঙ্গাভাঙ্গি সমর্থন করতাম না। আমাদের বাসার সামনের সব ডিভাইডার গাছ পালা ভাঙ্গলো। কি যে রাগ লাগছিলো। কিন্তু আন্দোলনকারীরা এসব ভেঙ্গে হাতে নিচ্ছিলো। কি আর করা?

৫| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বঙ্গবন্ধুকে অসম্মানের প্রতিবাদ জানাই। এটা কোনোক্রমেই কাম্য নয়।

আজ রাতে ছাত্রলীগ ধ্বংসাত্মক কাজ চালাবে, এই মর্মে কিছু স্ক্রিনশট ভাইরাল হচ্ছে। এটা প্রতিরোধ করা জরুরি।



৬| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২১

এক্সম্যান বলেছেন: চব্বিশের পরাজিত শক্তি আমাদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করতে পারে, তাই হিন্দু সম্প্রদায়ের বাড়ী, সম্পদ এবং মন্দির রক্ষা করতে হবে,

আজকের জন্য এটাকেই সর্বোচ্চ প্রায়োরিটি দেয়া উচিৎ। হিন্দু সম্প্রদায়ের বাড়ী, সম্পদ এবং মন্দির রক্ষার দায়িত্ব আমাদেরই, তাই যারা মাঠে আছেন তারা দয়া করে এই ব্যাপারটি বেশি গুরুত্ব দিন।

৭| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২২

শায়মা বলেছেন: @সোনাবীজ ভাইয়া

ছাত্রলীগের কি এই সাহস হবে?? কে বাঁচাবে তাদেরকে আর? এইসব মনে হয় গুজব।

৮| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: হিন্দু মুসলিম কার ও সম্পদ ধ্বংস করা ঠিক নয়। গর্হিত ও পরিত্যাজ্য কাজ।

৯| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৬

সোনাগাজী বলেছেন:




আপনার মিথ্যাটা ১ ব্লগীয় বাণীতে পরিণত হবে; আপনার সাথে গলা মিলাবে অনেকেই।

১০| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:

এইমাত্র শুনলাম
চাঁদপুরের সাহিত্য চর্চা কেন্দ্র, শিল্পকলা একাডেমী ভাঙচু'র-লু'টপা'ট!! যে যা পারছে নিয়ে গেছে।
শিল্প সাহিত্যের প্রতি কাদের ক্ষোভ, বুঝার আর বাকি নেই।

১১| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৩

এক্সম্যান বলেছেন: আর একটা কথা, উনি চাইলে বংগবন্ধুর নাম মানুষের মনে চিরস্থায়ী ভাবেই থাকত। কিন্তু উনি বংগবন্ধুকে বড় করতে গিয়ে আর সকলকেই অবজ্ঞা করেছিলেন, আমি কোনোদিন ওনার মুখে তাজউদ্দিন, ভাষানীসহ কারোরই প্রশংসা শুনি নাই। জিয়াকেতো রাজাকার প্রমানের জন্য সর্বোচ্চ ক্ষমতাই ব্যবহার করেছেন। আজকে যে মানুষ বংগবন্ধুর মুর্তিতে আক্রশ দেখাচ্ছে এটারো শতভাগ দায় তার।

১২| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: এর খুনি হাসিনা দায়ী।

১৩| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৭

করুণাধারা বলেছেন: আমি এতো কষ্ট করে একটা পোস্ট লিখে সেটা পোস্ট করার আগে এই পোস্ট আর মন্তব্য পড়তে গিয়ে দেখি সোনাবীজ আমার পোষ্টের কথাগুলো বলে দিয়েছেন.... :(

তবুও আমি পোস্টটা দিলাম। একটা কথা, স্ক্রিনশটটা আমি পেয়েছি আজকে সকালে, এটা গতকালের কথোপকথন। পাকিস্তানি হানাদার পালাবার সময় যত কিছু পেরেছে নষ্ট করে দিয়ে গিয়েছিল।

১৪| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৫৮

কামাল১৮ বলেছেন: শিরিরের কর্মিরাই ভাঙ্গাভাঙ্গি লুটপাটের সাথে যুক্ত।

১৫| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৪

ঊণকৌটী বলেছেন: আগামী দিন গুলি ভালো আসবে আপনারা কি bomen

১৬| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৪

অধীতি বলেছেন: যত যাই বলেন আমাদের ঝালকাঠিতে আওয়ামী সন্ত্রাসীদের বাড়িঘর ও দোকান লুট করেছে সাধারণ জনগন। জনগনের চুষে খাওয়া টাকা জনগন নিয়ে গেছে আমার আপত্তি নাই। শেখ মুজিবের ভাস্কর্য দুর্ণীতির টাকায় করা হয়েছে, ওটা তার অসম্মান করা বরং জনসাধারণ আজকে তাকে সম্মানিত করলো।

১৭| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৫

ঊণকৌটী বলেছেন: বলেন

১৮| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চব্বিশের পরাজিত শক্তি আমাদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করতে পারে, তাই হিন্দু সম্প্রদায়ের বাড়ী, সম্পদ এবং মন্দির রক্ষা করতে হবে,

আপনার সাথে সহমত পোষণ করছি। সবাই যেনো খেয়াল রাখি নিজের বলে যারা মহান তাদের সন্তানের দায়ে তাদের হেয় করা ঠিক না।

১৯| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৮

ঊণকৌটী বলেছেন: অভিনন্দন রইলো বিপ্লবী লোক দের কে এবং দেখব আগামী দিনের সাধারণ মানুষ বা বিপ্লবী দের দেখব একটা জাতি কি ভাবে ধংস হয় সত্যি বলছি ভীষণ মজা পেলাম

২০| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৫

রানার ব্লগ বলেছেন: সব দোষ হাসিনার!!

২১| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৬

নব অভিযান বলেছেন: এই কান্ডের জন্য ওনার প্রতি শ্রদ্ধাবোধ কমবেনা।
ওনার মুর্তির প্রতি এই আচরণ আমি মনে করিনা ওনার প্রতি ঘৃণা থেকে হয়েছে। শেখ মুজিবুর রহমানকে নিয়ে এতটা রাজনৈতিক ব্যবসা করা হয়েছে যার প্রতিপলন এটি।

২২| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৮

আঁধারের যুবরাজ বলেছেন: রানার ব্লগ বলেছেন: সব দোষ হাসিনার!!

পরোক্ষভাবে হলেও দোষ শেখ হাসিনার। দেশকে জ্বালিয়ে পুড়িয়ে কাপুরুষের মতো নিজের বোনকে নিয়ে পালিয়েছে। উনি চাইলেই এই মৃত্যু আর ধ্বংস থেকে সবাইকে বাঁচাতে পারতো।

২৩| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:০৭

আলামিন১০৪ বলেছেন: শায়মা বলেছেন: @সোনাবীজ ভাইয়া

ছাত্রলীগের কি এই সাহস হবে?? কে বাঁচাবে তাদেরকে আর? এইসব মনে হয় গুজব

বুদ্ধিজীবি হত্যার কথা মনে নাই? তখনো তো আমরা বিজয়ী হয়েছিলাম

২৪| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫২

মোস্তফা সোহেল বলেছেন: মুজিবের মূর্তি গুলো ভেঙে উনাকে সম্মান করাই হচ্ছে।
সম্মান থাকে মনে লোক দেখাবার কি আছে।মুজিবকে অসম্মান করার কথা কেউ বলেনি বলেবেও না।

২৫| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৭

ধুলো মেঘ বলেছেন: বঙ্গবন্ধু একজন ব্যর্থ নেতা। তিনি মুক্তিযুদ্ধের সংগঠনেও কোন ভূমিকা রাখেননি, দেশের মানুষকে অন্ধকারে রেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে পালিয়ে পাকিস্তান চলে গেছেন আবার ফিরে এসে দেশের দায়িত্ব নিয়েও নিজেকে অকাল কুষ্মান্ড প্রমাণ করেছেন।

এহেন অপদার্থ ঐতিহাসিক জোকারকে আমাদের সামনে কেবল মহামানব হিসেবে প্রচার করে ক্ষ্যন্ত হয়নি - বারবার এই অখাদ্য গেলানোর চেষ্টা করা হয়েছে। নতুন প্রজন্মের এই অখাদ্য গেলার মত হজমশক্তি হয়নি বিধায় তারা প্রথম সুযোগ পাওয়া মাত্রই বমি করে এই বিষ উগড়ে দিয়েছে। ভবিষ্যতে কেউ যেন কখনোই এই অখাদ্যের নাম না উচ্চারণ করে - এখন সেই ব্যবস্থা করার সময় এসেছে।

২৬| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: বঙ্গবন্ধু গড়েছেন বাকশাল আর শেখ হাসিনা নির্বাক শাল । গণতন্ত্র ধ্বংসের পাঁয়তারা। @ শায়মা রাজনীতি কঠিন বিষয় এই খানে এভরিথিং ইজ পসিবল হেয়ার ঝানু খেলোয়াড় রা ধরতে পারে। তুমি হলে হলে শিশু এ বিষয়ে। আর আমি কার্জনের রাজা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.