নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে দল ক্ষমতা যেতে না যেতেই অফিসিয়ালি রামদা নিয়ে মাঠে নেমেছে, এবং ক্ষমতায় থাকতে সৈরাচারি শাসন কায়েম করেছে, তাদের নিষিদ্ধ করতে হবে। সেকুলার সমাজ কোথায়, যখন ছাত্রলীগ নারীর উপর ঝাঁপিয়ে পড়েছে তখন পোগোতিশীল সমাজ চুপ কেন? কল্পনা করেন তো ছাত্রলীগের পরিবর্তে দাড়ি টুপি পরা কেউ নারীদের উপর এমন পৈচাশিক ভাবে ঝাঁপিয়ে পড়েছে, তখন পোগোতিশীল সমাজের অবস্থা কী হতো!!! এ বিষয়ে আরো জানতে এখানে ক্লিক করে পড়ুন।
২| ১২ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০২
নতুন বলেছেন: দাড়ী টুপি পড়ারা এখনো সভ্য হতে পারেনাই। তারা দেশে ভাস্কর্য ভাঙার পেছনে কাজ করেছে। এরাই দুইদিনন পরে নারীদের পোষাক নিয়ে ওয়াজ শুরু করবে। রাস্তায় নারীদের চলতে কথা বলবে।
বিএনপি আয়ামীলীগে ভালো নেতা আছে কিন্তু সুবিধা নেয় সন্ত্রাসীনেতারা।
জামাত/মামুনুল/আজহারী দেশকে আফগস্থান বানাবে।
ইতিমধ্য এদের অনুসারীর অনেক পেজেই পতাকায় কালিমা যোগ, ভা্স্কর্য ভাঙ্গা, জাতীয় সঙ্গীত পরিবর্তন, নারীদের এতো বাইরে কেন বের হয়, এইসব আলোচনা শুরু করেছে।
৩| ১২ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২০
ঘুম ভাঙ্গা শহরে বলেছেন: আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কেন? এটা কী আপনাদের ৩০ লক্ষ মানুষ হত্যাকারী ও ৩ লক্ষ মা বোন ধর্ষণকারী, বাংলাদেশের জন্ম হোক সেটা না চাওয়া, বাংলাকে উর্দু করার ষড়যন্ত্র করা জামায়াত ইসলামি পেয়েছেন যে নিষিদ্ধ করবে? এই দলের জন্ম কখন জানেন? স্বৈরাচারী হাসিনার শাড়ি ধরে টান মেরে খান খান করে, ১৬ বছর ধরে যারা বঙ্গমাতাকে ধর্ষণ করেছে তাদের ও আওয়ামী খুনীদের ফাঁসি দেন। পূর্ণ সমর্থন দিব।
কিন্তু আওয়ামীলীগ নিষিদ্ধ করবেন এই ধরনের ফ্যাসিবাদী চিন্তা থেকে বের হয়ে আসেন। বিএনপি জামায়াত লীগ জাতীয় পার্টি, মানুষ হত্যা করেনি কোন এঞ্জেলদের দল? নিষিদ্ধ করলে সব গুলোকে নিষিদ্ধ করা লাগবে।
৪| ১২ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
কামাল১৮ বলেছেন: রাজাকারের বক্তব্যের মতো হয়ে গেলো।আমরা সবাই রাজাকার শ্লোগান ঠিকই ছিলো।গুটি কতেক রাজাকার,দেশের সব মানুষ রাজাকার না।
৫| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১১
মোগল সম্রাট বলেছেন:
বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগ এক ও অভিন্ন এবং বাঙালি জাতির অবিচ্ছেদ্য অংশ। আওয়ামী লীগের ইতিহাস মানে বাঙালি জাতির সংগ্রাম ও গৌরবের ইতিহাস। এ রাজনৈতিক দলটি এই বাংলার সুদীর্ঘ রাজনীতি এবং বাঙালি জাতির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক। প্রাচীন ও ঐতিহ্যবাহী দলটির নেতৃত্বেই এদেশের স্বাধীনতা অর্জিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ ভূখণ্ডে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালির অর্জন এবং বাংলাদেশের সব উন্নয়নের মূলেই রয়েছে আওয়ামী লীগ।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
এজনই আম্লিগের গুম খুন ধর্ষণ চুরি ডাকাতি সবকিছু করার রাইট আছে।
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৭
সত্যান্বেষীজীবন বলেছেন: আওয়ামী লীগের ইতিহাসটা পড়ে আসবেন জনাব শেখ হাসিনাকে গালি দেন ফাসিতে ঝুলাই দেন আপত্তি নাই তবে আওয়ামী লীগ নিয়ে কথা বলার আগে ইতিহাস পড়ে আসবেন। আর আজকে আপনাদের উপদেষ্টারাও স্বীকার করেছেন আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় দল।