নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানই বাংলাদেশ হলো।

২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:১৮



বাংলাদেশ পাকিস্তান হলো বলে, কিছু সেকুলার বাঙ্গুকে বছরের পর আহাজারি করতে দেখেছি। অথচ আজ দেখছি পাকিস্তানই বাংলাদেশ হয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশর পতাকা উড়ছে। পাকিস্তানের তরুণরা আজ স্লোগান দিচ্ছে, "তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ"। যারা বাংলা ভাষাকে চেপে ধরতে চেয়েছিল, তাদের উত্তরসূরীরা আজ বাংলায় গান গাইছে! আমরা শত্রু পাকিস্তানকে অনুগত বানিয়েছি, আর সেকুলার বাঙ্গুরা শত্রু ভারতের পদতলে মস্তক ঠেকিয়েছে।
যাইহোক, সেকুলার বাঙ্গুরা যাদের পাকিস্তানের চলে যাওয়ার পরামর্শ দিতো, তাদের কেউ কিন্তু পাকিস্তানে যায়নি। তবে এদের রাণী-মা ভারতের গোলাম ঠিকই ভারতে পালিয়ে গেছে। বাংলায় একটা প্রবাদ আছে, "আল্লার মাইর দুনিয়ার বাইর"।

ভিডিও গুলো দেখুন।






মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩১

বাংলার এয়ানা বলেছেন: দুই দেশের জনগনের মাঝে কোন বিভেদ নাই, বিভেদ তৈরি করেছে শাসক শ্রেনী ।

২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




একদম

২| ২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৬

সিরাজ১৭৫৭ বলেছেন: যাদের ঝুলানোর ছিল, হাসিনা তাদেরকে ঝুলাই গেছে।
সে আর না ফিরলেও ক্ষতি নেই, আমার চোখে তার মূল কাজ কমপ্লিট।
জয় বাংলা।

২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




হু, হাসিনা জয় বাংলাই হয়ে গেছে।

৩| ২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৪

কামাল১৮ বলেছেন: সারা ভারতকেই বাংলাদেশ বানিয়ে ফেলি। এক সময়তো একটা দেশই ছিলো।

২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




কামাল১৮ বলেছেন: এক সময়তো একটা দেশই ছিলো
মুখ ফসকে আসল কথা বেরিয়ে গেল, আরআরএস সন্ত্রাসীদের সেই হিন্দুত্ববাদী অখণ্ড ভারতের বয়ান।


৪| ২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৪

ধুলো মেঘ বলেছেন: এখন থেকে পাকিস্তানকে আমরা পশ্চিম বাংলাদেশ ডাকবো। কে কে আছেন, হাত তোলেন!

২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



আচ্ছা ডাকেন।

৫| ২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বড়ই চমৎকার।

২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



হ্যাঁ

৬| ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২৪

মেঠোপথ২৩ বলেছেন: আজ পাকিস্তানীরা বাংলা ভাষায় তাদের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে । তাও আবার বাংলাদেশ বাংলাদেশ শ্লোগান। কি যে গর্ব হচ্ছে আমাদের তরুন প্রজন্মের জন্য। যে স্বপ্ন পুরনের প্রত্যশায় নিয়ে ১৯৭১ এ মুক্তিযুদ্ধে গিয়েছিল এই দেশের বীর সন্তানেরা , তাদের স্বপ্ন আজ ৫৩ বছর পর পুরন করেছে এই জেনারেশনের তরুন প্রজন্ম।

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




যারা আমাদের শোষণ করেছিল, যারা আমাদের তুচ্ছজ্ঞ্যান করত তাদের উত্তরসুরিরা আমাদের অনুসরন অনুকরন করছে। বিষয়টা ভাবতেও ভালো লাগে।

৭| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৯

রানার ব্লগ বলেছেন: ওদের কে বলেন তাইলে পাকিস্থান নাম পরিবর্তন করে বাংলাদেশ রাখুক । এই সব ফাউ স্লোগান না দিয়া । তখন না হয় নাম হবে ইউনাইটেড রিপাবলিকান স্টেট অব বাংলাদেশ !! রাস্ট্র ভাষা বাংলা !! বাকি সব উপভাষা :D

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৪০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



অরা যেটা করছে সেটা আপনার কাছে কোন বিষয়ই মনে হচ্ছে না। কিন্তু আপনার দেশের মানুষ যদি এট করতো, অর্থাৎ অদের অনুসরণ করতো তখন কি বিষয়টা আপনে সাধারণ ভাবে নিতেন? এমনিতেই গত ১৬ বছর ধরে চিল্লাছেন বাংলাদেশ পাকিস্তান হয়ে গেল।
দেখুন যারা আমাদের শোষণ করেছিল, যারা আমাদের তুচ্ছজ্ঞ্যান করত, আজ তাদের উত্তরসুরিরা আমাদের অনুসরন অনুকরন করছে। এটা কতবড় প্রাকৃতিক প্রতিশোধ তা বোঝেন ? তা বোঝার স্বক্ষমতা আছে আপনার?

৮| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৫

মেঘনা বলেছেন: হ জাতভাই পাকিস্তান কাছাকাছি আইছে, মুক্তিযুদ্ধের মূর্তি -ফুর্তি ভাঙা হইতাছে, চেতনাও কবর দিবার পাবা। ইসলামী ঐক্য প্রতিষ্ঠা হবো, দেশে শরিয়া আইন চালু করবা। ২০-২৫ বছর পরে ছাত্ররা পড়ব ১৯৭১ সালে ইহুদি নাসার হিন্দুদের চক্রন্তে ভারতের র-এর সঙ্গে কিছু মুনাফিক যোগ দিয়া তিরিশ লক্ষ মুমিন মুসলমানরে মারছে

কুরআনে -অমুসলিম শত্রুদের তুলনায় মুনাফিকদেরকে অধিক বিপজ্জনক শত্রু হিসেবে করা হয়েছে।

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



স্বাধীনতার পর হতে আজ ৫৩ বছর দেশ কোন মোল্লা দেশ চালায়নি, শার্ট-প্যান্ট পরা লোকেরাই চালিয়েছে। এই ৫৩ বছরে জ্ঞ্যান বিজ্ঞানে বাংলাদেশের অবদান কি? শার্ট-প্যান্ট পরা লোকেরাই ৫৩ বছর দেশ চালালো অথচ এখন কেন আমাদের কোন না কোন পরাশক্তির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে? কিন্তু ৪৫ বছর মোল্লারা ইরান শাসন করছে, এবং নানান নিষেধাজ্ঞার বোঝা ঘাড়ে নিয়েও বহু আগেই বিশ্বে নিজেদের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের শার্ট-প্যান্ট পরা লোকেরা ৫৩ বছরে কী করলো? এই ৫৩ বছরের ২৫ বছর তো একবারে পোগোতিশীল, সেকুলার, অসম্প্রদায়ীক, লেটেস, ফিটেস, আধুনিক, ফোর-জি দল দেশ চালিয়েছে। ২৫ বছরে তারা কী করেছে? ৫৩ বছর শার্ট-প্যান্ট পরা লোকেরা দেশ চালাচ্ছে, ক্ষমতা তো মোল্লারা পায়ই নি বরং পদে পদে ক্ষমতাশীলদের হাতে নিষ্পেষিত হয়েছে। অথচ বেঙ্গু সেকুলারদের মতে সব দোষ ঐ শোষিত মোল্লাদের। আয়নার সামনে দাঁড়ান! নিজেদের দিকে তাকান! নিজেকে জিজ্ঞেস করুন ক্ষমতায় থেকে আপনারা কী ছিঁড়ছেন?

দেশে শত শত মানুষকে খুন করা হলো, হাজার হাজার মানুষ হাস্পাতালে কাতরাচ্ছে, সেটা আপনারা দেখেন না। আপনারা দেখেন দেশের মূর্তি ভেঙ্গে ভেলা হয়েছে, এটা নিয়ে আপনারা উদ্বিগ্ন! দেখেন আপনাদের পোগোতিশীল, সেকুলার, অসম্প্রদায়ীক, লেটেস, ফিটেস, আধুনিক, ফোর-জি দল কাদের মেরেছে। ছেলেট ড্রোন নিয়ে কাজ করতো। বেঁচে থাকলে হয়তো একদিন এর বানানো ড্রোন বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করতো। আপনারা এদের খুন করেছেন।

৯| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০৫

কামাল১৮ বলেছেন: এটা মুখ ফসকে বের হয় নাই।এটা আমার মনের কথা।ভারতে কোটি কোটি মুসলমান বাস করে।তারাও মানুষ।

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




হু জানিতো আপনি মানবতাবিরধী আম্লিগের দোসর আর হিন্দুত্ববাদীদের দালাল

১০| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ৩:০৬

স্বাধীন বাংলার পরাধীনতা বলেছেন: তারা চায় বাংলাদেশ আর আমরা চাই রাজাকার!! বেশ তো

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আসলে মুল ইতিহাস পাঠ করা দরকার।

১১| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০৬

ধুলো মেঘ বলেছেন: এই মেঘনা নামের ছাগলটা আবার কোত্থেকে ল্যাদাতে চলে এল?

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



ের বাহিরে মেঘনারা কিছু জানেনা।

১২| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:১৪

অস্বাধীন মানুষ বলেছেন: ভালো লাগলো। পা চাটা দালালটা এখানেও আছে দেখলাম

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:





কার কথা বলছেন?

১৩| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৮

রাসেল বলেছেন: পাকিস্তান ও বাংলাদেশ দুটি আলাদা রাষ্ট্র। পাকিস্তানী জনগণ বাংলাদেশী জনগণের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনুপ্রানিত হয়েছে মাত্র। এক্ষেত্রে দুটি দেশকে এক সাথে কল্পনা করার কিছু নাই ।

২১ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



কেউই একসাথে কল্পনা করছে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.