নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতার পর হতে আজ ৫৩ বছর কোন মোল্লা দেশ চালায়নি, শার্ট-প্যান্ট পরা লোকেরাই চালিয়েছে। এই ৫৩ বছরে জ্ঞ্যান বিজ্ঞানে বাংলাদেশের অবদান কি? শার্ট-প্যান্ট পরা লোকেরাই ৫৩ বছর দেশ চালালো অথচ এখন কেন আমাদের কোন না কোন পরাশক্তির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে? কিন্তু ৪৫ বছর মোল্লারা ইরান শাসন করছে, এবং নানান নিষেধাজ্ঞার বোঝা ঘাড়ে নিয়েও বহু আগেই বিশ্বে নিজেদের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের শার্ট-প্যান্ট পরা লোকেরা ৫৩ বছরে কী করলো? এই ৫৩ বছরের ২৫ বছর তো একবারে পোগোতিশীল, সেকুলার, অসম্প্রদায়ীক, লেটেস, ফিটেস, আধুনিক, ফোর-জি দল দেশ চালিয়েছে। ২৫ বছরে তারা কী করেছে? ক্ষমতা তো মোল্লারা পায়ই নি বরং পদে পদে ক্ষমতাশীলদের হাতে নিষ্পেষিত হয়েছে। অথচ বেঙ্গু সেকুলারদের মতে সব দোষ ঐ শোষিত মোল্লাদের। আয়নার সামনে দাঁড়ান! নিজেদের দিকে তাকান! নিজেকে জিজ্ঞেস করুন ক্ষমতায় থেকে আপনারা কী করেছেন?
২| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১১
তানভির জুমার বলেছেন: নাস্তিক-প্রগতিশীল-বাম-রাম এদের কোন নীতিই নাই। এদের প্রধান নীতি হচ্ছে। লুটপাট-হত্যা-সন্ত্রাসী কাজ আর ভোগবিলাস। এদের দিয়ে মানুষের কোন কল্যান হবে না, এটা প্রমানিত।
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৮
রাসেল বলেছেন: যদিও আমরা নিজের সম্পর্কে সবচেয়ে বেশি জানি, তথাপি নিজেদের নিষ্পাপ দেখি আয়নার সামনে দাঁড়িয়ে। এর সংশোধন কিভাবে সম্ভব?