নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয়না ঘর যে তৈরি করলো, তার কি রাজনীতি করার অধিকার থাকতে পারে?
হ্যাঁ। না।
আপনার উত্তর যদি হ্যাঁ হয় তবে আয়নাঘরের তৈরির পক্ষে যুক্তি তুলে ধরুন।
২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০১
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ধন্যবাদ মতামতের জন্য
২| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২০
ধুলো মেঘ বলেছেন: হ্যাঁ।
যেই লোক আপনার ক্ষমতায় থাকার জন্য হুমকি, কিন্তু কোন অপরাধ করেনি যে তাকে গ্রেফতার করে রিমান্ডে নেয়ে যায়, তাকে আপনি কি করবেন?
শেখ হাসিনার টিকে থাকার জন্য মীর কাশেম আলীর ফাঁসি হওয়াটা জরুরির চেয়েও জরুরি ছিল। কিন্তু যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত মীর কাশেমের বিরুদ্ধে কোন স্ট্রং এভিডেন্স পাওয়া যাচ্ছিলনা। যাও পাওয়া যাচ্ছিল, মীর কাশেমের ছেলে ব্যারিস্টার আরমানের ক্ষুরধার প্রশ্নের মুখে সব সব কর্পুরের মত তবে যাচ্ছিল।
এই অবস্থায় শেখ আসিনার জায়গায় আপনি হলে কি করতেন? যুদ্ধাপরাধের অভিযোগ আসার পরেও মীর কাশেমকে ছেড়ে দিতেন? সে বের হয়ে আপনাকে শান্তি দিত? এই অবস্থায় সরকার জরুরীভাবে যা করা দরকার ছিল - সেটাই করেছে। আরমানকে আয়নাঘরে নিয়ে গেছে। মীর কাশেমকেও ফাঁসি দেয়া গেছে। হাসিনা নিরাপদ হয়েছে।
এতে আপনি অপরাধ দেখেন কোথায়?
২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২৪
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
তাহলে এই একই সূত্র ধরে গণহত্যাকারী হাসিনা এবং তার দলের সবাইকে গুম করা যায়। কি বলেন?
৩| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৬
জুল ভার্ন বলেছেন: অবসরপ্রাপ্ত মেজর জেনারের তারেক সিদ্দিকী-র্যাব কর্মকর্তা জিয়াউল হাসান- লেঃ জেনারেল আকবর- লেঃ জেনারেল সাইফুল আবেদীনের পরিকল্পনায় আয়নাঘর তৈরী হয়েছিলো- যার অনুমোদন দিয়েছিল শেখ হাসিনা। এদের রাজনীতি করার অধিকার দূরের কথা- ফাঁসির বিকল্প কোনো বিচার নাই।
২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
তারমানে আপনার উত্তর 'না'
৪| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৭
প্রহররাজা বলেছেন: আয়নাঘরের ঠিকানটা কি?
২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
কচুক্ষেত ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারের ভিতরে
৫| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: @ধুলো মেঘ, আমি মন খুলে আপনার জন্য দোয়া করি যেন আপনি কোন না কোন দিন ঠিক এই বিপদে পড়েন শুধুমাত্র এটা বুঝার জন্য যে, "এতে আপনি অপরাধ দেখেন কোথায়?"
২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
তারমানে ধরে নিতে পারি আপনার উত্তর 'না'
৬| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৫
ইএম সেলিম আহমেদ বলেছেন: না একেবারেই না।
২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ধন্যবাদ মতামতের জন্য
৭| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৯
শাহিন-৯৯ বলেছেন: ঋণাত্মক শূণ্য বলেছেন: @ধুলো মেঘ, আমি মন খুলে আপনার জন্য দোয়া করি যেন আপনি কোন না কোন দিন ঠিক এই বিপদে পড়েন শুধুমাত্র এটা বুঝার জন্য যে, "এতে আপনি অপরাধ দেখেন কোথায়?"
ঋণাত্মক শূণ্য ভাই আপনি ধুলো মেঘ ভাইয়ের কমেন্টের ভাবার্থ বুঝতে পারেনি সম্ভবতবত। উনি স্বৈরাচার খুনি হাসিনার ক্ষমতা টিকেয়ে রাখার একটি পদদ্ধি বর্ণনা করছেন, সাবলীল ভঙ্গিতে কঠিন একটি বিষয় সুন্দর করে উপস্থাপন করেছেন।
২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ধুলো মেঘ তো তাহলে গনহত্যাকারী হাসিনার দোসর এবং আওয়ামী জঙ্গি সন্ত্রাসী।
৮| ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৫
আমি সাজিদ বলেছেন: অবশ্যই আয়নাঘরের বিরোধী আমি। এভাবে কাউকে বন্দী রাখা যায় না, সে যতো অপরাধই করুক না কেন। আয়নাঘর তো এমবিএসের কেএসএ, চায়না ও রাশিয়াতেও আছে। পাকিস্তানের ইমরান খানকেও তো এস্টাবলিশমেন্ট এক রকমের আয়নাঘরেই রেখেছে। শুধু বাংলাদেশ নয়, যেকোনো দেশের আয়নাঘরের সাপোর্ট করি না আমি।
তবে,
আমি চাই আইএসআই কানেকশন যদি আযমী সাহেবের বিরুদ্ধে আসে, সেটার তদন্ত হোক।
মেজর হাসিনুর যদি এক্সট্রিমিস্ট হয়ে দেশে কান্ড ঘটাতে চায়, সেটার তদন্ত সাপেক্ষে বিচার হোক।
মাইকেল চাকমা যদি অধিকারের নামে বাংলাদেশের ভাগের কথা বলে, সেটার তদন্ত হোক।
২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৮
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
স্টেইট বলুন: আয়না ঘর যে বানালো তার রাজনীতি কি করার অধিকার থাকতে পারে?
হ্যাঁ। না
৯| ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২০
আমি সাজিদ বলেছেন: তবে আমি এইটা বিশ্বাস করি, আয়না ঘরে যাদের রাখা হয়েছিল এদের মধ্যে অপরাধী কম, ভিন্নমতের ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা মানুষ বেশী।
২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আয়না ঘর যে বানালো তার রাজনীতি কি করার অধিকার থাকতে পারে?
হ্যাঁ। না
১০| ২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪১
ঊণকৌটী বলেছেন: যতদিন এই হাওয়ামহল অথবা আয়নাঘরের মতো প্রতিহিংসা জন্য ব্যবস্থা থাকবে, ততদিন এই দেশে প্রকৃত গণতন্ত্র কোনো দিনও আসবেনা, কারণ এইটা চলতেই থাকবে, চক্রকারে
২৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫২
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ভুল পথে গেছেন, হাওয়াভবন দিয়ে আয়নাঘর কে জায়েজ করা যায় না।
আয়না ঘর যে বানালো তার রাজনীতি কি করার অধিকার থাকতে পারে?
হ্যাঁ। না
১১| ২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০১
ঊণকৌটী বলেছেন: হয়তো আমি ভুল কিন্তু প্রতিহিংসার রাজনীতি কি কিছু ভালো ডেকে আনে, হিংসার উত্তরে হিংসায় তো শান্তি আসেনা, শান্তি আসতে গেলে জাতীয়তাবাদী, দেশের জন্য, জাতির জন্য সম্পূর্ণ নিরপেক্ষ নীতিতে আসতে হবে না হলে এইটা চলতেই থাকবে, আর তা কি দেশের জন্য ভালো কিছু ডেকে আনতে পারবে?
২৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৭
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
হিংসা প্রতিহিংসার প্রশ্ন নয় এটা। তাছাড়া এসব বলে গণহত্যাকারীর অপরাধকে খাটো করার সুযোগ নেই।
স্টেট বলেন: আয়না ঘর যে বানালো তার রাজনীতি কি করার অধিকার থাকতে পারে?
হ্যাঁ। না
১২| ২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
আমি সাজিদ বলেছেন: মন্তব্য বুঝতে না পারলে মুশকিল! মতামত দিতে বলেছেন, হ্যা / না তো ভোটের পোস্ট তো দেন নাই। অবশ্যই আওয়ামী লীগের যে দলীয় পুলিশ / সেনাবাহিনী / মন্ত্রীরা জড়িত তাদের বিচার হওয়া উচিত ওই আয়নাঘর কান্ডে৷
তবে যাদের বন্দী করা হয়েছে তাদের কয়েকজনকে নিরপেক্ষ তদন্তের আওতায় আনা উচিত।
৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৩:০২
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
বুঝালাম না
১৩| ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৫৭
প্রহররাজা বলেছেন: আয়না ঘরের ঠিকানা আপনার ইউনুস দাদুও জানে না
৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৩:০৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
চোখে কচলো কাপড় বেধে নিয়ে যেত, কেমনে জানবে?
১৪| ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২৫
প্রহররাজা বলেছেন: লেখক বলেছেন: চোখে কচলো কাপড় বেধে নিয়ে যেত, কেমনে জানবে?
আপনি নিজে দেখসেন কালো কাপড় দিয়ে নিয়ে যেতে? নাকি ফেসবুক থেকে শুনসেন? নাকি ইউনুসের মিডিয়া বলসে? প্রমান দেন। আয়নাঘর মিডিয়ার সৃষ্টি।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৬
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
যাদের চোখ বেঁধে নিয়ে যেত তারাই বলেছে।
১৫| ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১০
বিষন্ন পথিক বলেছেন: আপনার প্রকৌশলী মস্তিষ্কের ধার অনেক বেশি, সিভি কত পাতার হতে পারে?
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৭
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আওয়ামী সন্ত্রাসী দালালদের লেগে গেছে
১৬| ৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার মতো ছাগলকে কোন প্রতিষ্ঠান পড়িয়েছে? ছাগলামি ছাড়া জ্ঞানগর্ভ একটা পোস্টও দেখি না। এ নাকি প্রকৌশলী!
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আওয়ামী সন্ত্রাসী নিয়ন্ত্রিত রাষ্ট্রের প্রতিষ্ঠান আমাকে পড়িয়েছে।
১৭| ৩০ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: দেশদ্রোহীর রাজনীতি করার অধিকার থাকার কথা না।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ধন্যবাদ
১৮| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১:২১
দূর মিয়া বলেছেন: আয়নারঘর এর প্রমাণ কি কেউ দিতে পারছে? আমাদের দেশের মানুষ গুজব আর মিথ্যা কথা কে খুব সহজে বিশ্বাস করে। ৫-৬ বছর কেউ কেউ ৮ ৯ বছর ধরে অত্যাচার করছে, খাবার দেনায়, চিকিৎসা করায় নাই বলতেছে তারপর ও তারা এত ভাল কি ভাবে?
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩২
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ফল দেখছেন, সেখানে গাছ নিয়ে প্রশ্ন করা দালালি। গাছ না থাকলে ফল আসলো কোথা থেকে?
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: না