নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

গণহত্যার দায়ে জঙ্গি সাজু খাদেমকে গ্রেফতার করুন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৬



আলো আসবেই নামক ফাস হওয়া ওয়াটসএপ গ্রুপে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতার পরিকল্পনা, সহিংসতার উষ্কানি দেয়া হচ্ছিলো৷ গ্রুপের এডমিন ছিলো সাজু খাদেম আর আরাফাত। ওকে দ্রুত গ্রেপ্তার করা হোক। ছাত্র হত্যায় উষ্কানি দেয়ার জন্য এই গ্রুপের সকলকে যারা আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করেছে তাদের সবাইকে পর্যায়ক্রমে ধরা হোক।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫১

প্রহররাজা বলেছেন: পুলিশ হত্যার উস্কানি দাতা হিসাবে আপনাকেও গ্রেফতার করা উচিত।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



আমি কোথাও পুলিশ হত্যার উসকানি দেইনি। বরং আওয়ামী জঙ্গি সন্ত্রাসীরা পুলিশে নিয়োগ নিয়ে জনতার উপর যে গনহত্যা চালিয়েছে, জনতা সেটার প্রতিশোধ নিয়েছে, যদিও আমি সেটার সমর্থন করি না। বরং আমি এসব আওয়ামী জঙ্গি সন্ত্রাসী পুলিশের বিচার করে আইন অনুযায়ী সাজা দেওয়ার পক্ষে। কিন্তু যার স্বজন এবং প্রিও বন্ধু বান্ধবকে আওয়ামী জঙ্গি সন্ত্রাসী পুলিশ খুন করেছে তারা নিজেকে আর ধরে রাখতা পারেনি।
আচ্ছা পাবলিক তো তাদের স্বজন এবং প্রিও বন্ধু বান্ধবকে হত্যার বিপরীতে প্রতিশোধ নিতে আওয়ামী জঙ্গি সন্ত্রাসী পুলিশকে মেরেছে। কিন্তু আওয়ামী জঙ্গি সন্ত্রাসী পুলিশ কেন জনতাকে খুন করলো? জনতা তো শুধু তাদের ন্যায্য দাবিটুকুই চেয়েছিল।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩

প্রহররাজা বলেছেন: রাস্তা আটকে পুলিশকে আক্রমন করলে এর বিপরীতে কি আশা করেন? আন্দোলন জমানোর জন্য কিছু লাশ দরকার ছিলো,এরজন্য পুলিশএর দিকে প্রচন্ড আক্রমনাত্মক ভাবে লেলিয়ে দেওয়া হয়েছিলো কিছু লোককে৷

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



প্রহররাজা বলেছেন: রাস্তা আটকে পুলিশকে আক্রমন করলে এর বিপরীতে কি আশা করেন?
কেন তেরোর শাহাবাগ কি ঘরে বসে হইছিল নাকি? তখন রাস্তা বব্ধ হয়নি? নাকি তখন খুনি হাসিনা মানুষের জন্য হেলিকাপ্টারের ব্যাবস্থা করেছিল?

আন্দোলন জমানোর জন্য কিছু লাশ দরকার ছিলো,এরজন্য পুলিশএর দিকে প্রচন্ড আক্রমনাত্মক ভাবে লেলিয়ে দেওয়া হয়েছিলো কিছু লোককে৷
আর আমরা আম্লিগ জঙ্গি সন্ত্রাশিদের মতো কানা এবং বয়রা না, আমরা ভিডিওতে দেখছি কিভাবে প্রান নিয়ে পালানোয় চেষ্টারত নিরস্ত্র ছাত্রজনতাকে পিছন থেকে গুলি করে খুন করেছে আওয়ামী জঙ্গি সন্ত্রাসী পুলিশ।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল কোথায় আম্লিগের উচিত ছিল গণহত্যার জন্য অনুতপ্ত হওয়া, জাতীর কাছে ক্ষমা চাওয়া। তা না করে অরা আগের মতই মিথ্যচার করে বেড়াচ্ছে! পঁচাত্তরে প্রচার ব্যবস্থা আজকের মতো ছিল না, তখন ফেসবুক ছিল না, এবং বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, দুটো কারএ আম্লিগ একটা সুযোগ পেয়েছে। কিন্ত এটা ২০২৪, ১। ফেসবুক ইউটিউবে আম্ললিগের সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে।
২। খুনি হাসিনা গ্রেফতার না হয়ে বিচারের মুখমুখি না হয়ে পলায় গেছে।
এই দুটো কারনে সন্ত্রাসী জঙ্গি আম্লিগ শেষ

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৫

এম ডি মুসা বলেছেন: একটি দল কেন্দ্রীয় শক্তি এবং হুকুম চলে। নিম্ন পর্যায়ে মানুষ গুলো মতবাদে বিশ্বাসী। এখানে যদি রাজনৈতিক ভিন্ন মতের মানুষ হয় বলে কী স্বাধীন দেশের নাগরিক হয়রানি করা উচিত বলে মনে করেন?? আমি দেখলাম, বঙ্গবন্ধু কে জামিন করেন ব্যারিস্টার মওদুদ আহমদ তাকে শেখ হাসিনা অস্বীকার করলেন। ডাঃ কামাল কে শেখ হাসিনা সরকার সম্মান দিলেন না। তাজ উদ্দিন আহমেদ এর ছেলে কে সম্মান দিলো না, বিএনপি করছে বলে মেজর জিয়ার খেতাব বাতিল করে। সে মনে যা চায় তাই করছে। এখন যে বিপ্লব হলো তার জন্য বাংলাদেশ স্থিতিশীলতা অবস্থা ফিরে আসে। এই অবস্থায় হয়রানি কোনো শুভ দিক উন্মোচিত হয়? নাকি আগের দলের ভূমিকা রাখে??

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



আরেকটু গুছিয়ে লিখলে পড়তে সুবিধা হত। লেখা গুলো এলোমেলো মনে হচ্ছে।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৪

অধীতি বলেছেন: আমরা যে মন ভোলা জাতি, কোন একটা নাটকে ভালো অভিনয় করলেই সব ভুলে গিয়ে সাধুবাদ জানাতে পারবো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




জঙ্গিটা মারকিং হয়ে গেছে

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৫

প্রহররাজা বলেছেন: পুলিশের উপর জংগী আক্রমন করা হয়েছে, তাই পুলিশ জংগী মারসে। ক্রসফায়ারে পরে কিছু নিরীহ মানুষ মরসে কিন্তু তার দায় ভার জংগিগুলার। আর এই জংগীদের সাপোর্ট দিসে ডান, বাম, সুশীল, এনজিও মালিক, নারীবাদি, গান্জুট্টি, কিশোর গ্যাং, ইউনুসের ভাড়া করা পিটার হাস।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



হা হা হা, আমি না, আম্রিকাই হাসিনাকে সন্ত্রাসী জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছে। দখলদারি হারাইয়ে আওয়ামী সন্ত্রাসী জঙ্গিদের এখন মাথা খারাপ হয়ে গেছে। পিটাহাসকেও জঙ্গি বলছে, হা হা হা। কয়দিন পন, রাতে ঘুমের মধ্যেও এরা জঙ্গি জঙ্গি বলে চিল্লায় উঠবে। হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.