নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

হাসিনা চরিত্র-১

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৪



ছবি দুটো দেখুন! "এরশাদের মতো ক্ষমতায় থাকা অবস্থায় যদি হাসিনার পতন হয়, তবে হাসিনা পালাবে"। ১৯৮১ থেকে ১৯৯৭ পর্যন্ত দীর্ঘ ১৬ বছর ঘনিষ্ঠভাবে সবসময় শেখাছিনার সাথে থেকে, শেকাছিনার চরিত্র গভীরভাবে পর্যবেক্ষণ করে মতিউর রহমান রেন্টু ১৯৯৭ সালে, অর্থ্যাৎ আজ থেকে আরো ২৭ বছর আগে তার " "আমার ফাঁসি চাই" বইতে কথাটি বলেছিল। এবং আরো বলেছিল, পালিয়ে যাওযার আগে কাশ্মীরের মতো সৈন্য আনিয়ে দেশটা পার্শ্ববর্তী দেশের হাতে তুলে দিয়ে যাবে। কথা দুটোই একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে। ওয়ার্ল্ড টাইমস নিউজ করেছে, শেষ মূহুর্তে হাসিনা পার্শ্ববর্তী দেশের আর্মি আনার চেষ্টা করেছিল। কিন্তু ৪০ মিনিটে যে সেটা কোন মতেই সম্ভব না, তা বুঝতেই পারছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে শেষে মতিউর রহমান রেন্টু এ বিষয়ে হাসিনা সম্পর্কে তার সহযোদ্ধাদের সতর্কও করে গেছে।



বঙ্গবীর কাদের সিদ্দিকী একমাত্র ব্যক্তি, যিনি বঙ্গবন্ধুর মৃ*ত্যুর খবর শোনা মাত্রই পচাত্তরের প্রতিকূল সময়ে অ*স্ত্র হাতে প্রতি*শোধের চেষ্টা করেছিল। কিন্তু পরাজিত হয়ে দীর্ঘদিন (১৯৯০ সাল পর্যন্ত) পার্শ্ববর্তী দেশের আশ্রয়ে ছিল। সেখানে থাকতে শেকাছিনা কাদের সিদ্দিকীকে ভাই ডাকতো। তখন ভাইয়ের জন্য নিজ হাতে মাছ রান্না করে নিয়ে যেত। কিন্তু দেশে এসে সেই কাদের সিদ্দিকীকে আর পাত্তাই দেয়নি। তবে হ্যাঁ, হাসানুল হক ইনুকে কিন্তু মন্ত্রী বানিয়েছিল। যেই হাসানুল হক ইনু বঙ্গবন্ধুকে নিয়ে বিষোদগার (ভিডিও লিংক কমেন্টে) করেছিল। আজ যে বাপের জন্য কাঁদতে দেখেন, ঐটা পুরাটই ওর ভোগাস। এই মহিলার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ক্ষমতার মজা ভোগ করা।

বিশ্বাস করেন, আমার খারাপই লাগে হাসিনার পড়াশুনা না করা বোকাসোকা মাথামোটা কিছু অন্ধ সমর্থকদের জন্য। এই মহিলা কত সুন্দর করে ১৬টা বছর এদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে বিপদের সময় চম্পট দিলো। এদের জন্য যদি হাসিনার বিন্দুমাত্র দরদ থাকতো তবে না পালিয়ে গ্রেফতার হতো। এরশাদ কি চাইলে পালাতে পারতো না? কিন্তু পালায়নি, গ্রেফতার হইছে। বঙ্গবন্ধু কি পালাতে পারতো না? পালায়নি, গ্রেফতার হইছে।

এখন অনেকে একটু কথা বলছে, যেন ভবিষ্যতে কখনো আম্লিগ ক্ষমতায় এলে বলতে পারে যে বিপদের সময় পাশে ছিলাম। তাদেরকে বলবো কাদের সিদ্দিকীকে দেখে শিক্ষা নেন। জ্বী হ্যাঁ, এটাই আম্লিগ, যেখানে কাদের সিদ্দিকীরা বঞ্চিত হয়, আর হাসানুল হক ইনুরা পুনর্বাসিত হয়।

আর আম্লিগের আবারো ক্ষমতায় আসা? দেখুন বাহাত্তর থেকে পচাত্তর নিয়ে সমালোচনা থাকলেও, সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত বঙ্গবন্ধুর অবদানও কিন্তু আছে। দ্বিতীয়ত তাকে স্ব-পরিবারে নির্মমভাবে হ*ত্যা করা হয়ছিল, সুতরাং এ জন্য আম্লিগের জনতার একটু সিম্প্যথি পাওনাই ছিল। আর তখন এতো ফেসবুক ইউটিউব ছিল না। কিন্তু এখনকার বিষয় ভিন্ন। সবকিছুর ভিডিও রয়েছে, এবং হাসিনা গ্রেফতার ও বিচারের ভয়ে পলাইছে৷ সুতরাং আম্লিগ, আবার ক্ষমতায় আসবে, সেটা আকাশ কুসুম কল্পনা। তবে হ্যাঁ ছোটখাটো দল হিসেবে মুসলিমলীগের মতো হয়তো টিকে থাকবে, একেবারে হারিয়ে যাবে না। আরেকটা কথা বলে রাখি, হাসিনা সমর্থকরা হয়তো বলতে পারেন, ফখরুদ্দিনের সময়তো পলায় নি। আসলে তখন তো পলানোর সুযোগই ছিল না।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আওয়ামী লীগে যারা ভালো ছিল (এরা আসলে বোকা প্রকৃতির, আবেগ প্রবণ অন্ধ অনুসারী) তাদেরকে হাসিনা আগেই কোণঠাসা করেছে বা অবহেলিত রেখেছে। গত কয়েক বছরে আওয়ামীলীগ পরিচালিত হয়েছে কিছু সন্ত্রাসী, টাউট আর দুর্নীতিবাজের দ্বারা। অনেকে মনে করে হাসিনা ভালো মানুষ এবং এদের কর্মকাণ্ড হাসিনা জানতেন না। যারা এই ধরনের কথা বলে তারা বোকার স্বর্গে বাস করেছে। হাসিনার চেয়ে নিষ্ঠুর আর ধড়িবাজ নেতা আওয়ামী লীগে নাই। উনি ওনার চেয়ে চালাক বা কু বুদ্ধির লোক দলে রাখতেন না। উনি বুঝে শুনেই নিজের মন মানসিকতার সাথে মিল রেখে খারাপদের স্থান দিয়েছিলেন আওয়ামীলীগে। আওয়ামীলীগের মূল শক্তি পেশী শক্তি। এটা আগে থেকেই এমন ছিল। পাবলিককে বোকা বানানোর জন্য চেতনা প্রচার করা হয়। বহু পাবলিক খায়ও।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



একদমই সত্যি

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৬

রিফাত হোসেন বলেছেন: ভাল ও খারাপ নিয়ে মানুষ। উনার পাপের ফল ভোগ করছেন, করবেন। একটি বাচ্চাও তাকে এখন গালি দেয়! এটা উনার জন্য দুঃখজনক কিন্তু দেশের রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকার কারণে এটা তার প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



আমিও দেখেছি, বাচ্চারাও এখন হাসিনাকে গালি দেয়

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০৭

কামাল১৮ বলেছেন: এই সরকারের পতন কিভাবে হবে ভবিষ্যৎ বানী করেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




কইছিনা আম্লিগের পড়াশুনা না করা অন্ধ পোলাপাইন, হাসিনা হসিনা করবেই।
এই পোস্টের প্রতিউত্তর দেয়ার সক্ষমতা আছে?

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৫

ইলি বলেছেন: এই সরকারের পতন কিভাবে হবে ভবিষ্যৎ বানী করেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




কইছিনা আম্লিগের পড়াশুনা না করা অন্ধ পোলাপাইন, হাসিনা হসিনা করবেই।
এই পোস্টের প্রতিউত্তর দেয়ার সক্ষমতা আছে?

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪০

কিরকুট বলেছেন: আপনাকে নোবেল দেয়া হবে৷ হাচিনা নিয়া গুবেসোনা করার জন্য৷

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




কইছিনা আম্লিগের পড়াশুনা না করা অন্ধ পোলাপাইন, হাসিনা হসিনা করবেই।
এই পোস্টের প্রতিউত্তর দেয়ার সক্ষমতা আছে?

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৬

কিরকুট বলেছেন: লেখক বলেছেন: কইছিনা আম্লিগের পড়াশুনা না করা অন্ধ পোলাপাইন, হাসিনা হসিনা করবেই।
এই পোস্টের প্রতিউত্তর দেয়ার সক্ষমতা আছে?


গুবেসোনার প্রতিউত্তর দিতে গেলে টাট্টিখানায় নামা লাগবে । দুঃখিত পারতাম না ।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




পারি কিন্তু দিতাম না। হা হা হা! শুধুমাত্র আপনি একাই না, দিস ইস ক্যারেকটারিস্টিক্স অফ হোল ভারতীয় দালাল সন্ত্রাসী জঙ্গি আম্লিগ।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪০

কিরকুট বলেছেন: পারি কিন্তু দিতাম না। হা হা হা! শুধুমাত্র আপনি একাই না, দিস ইস ক্যারেকটারিস্টিক্স অফ হোল ভারতীয় দালাল সন্ত্রাসী জঙ্গি আম্লিগ।

আপনাকে কে প্রকৌশলির সার্টিফিকেট দিলো । আপনার উচিৎ ছিলো পল্টনে হ্যান্ড মাইক নিয়া মলম বেচার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.