নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতায় থেকে এদেশের বিজ্ঞানমনষ্ক পোগোতিশীল সেকুলার সমাজের অর্জন কী?

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪২



১৯৭৯ সালে ক্ষমতায় আসা ইরানের মোল্লারা ২০০০ সালে ইরানি স্পেস রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্টা করে। আম্রিকার চাপিয়ে দেয়া হাজারো অযৌক্তিক নিষেধাজ্ঞার বোঝা মাথায় নিয়ে ২০০৯ সালে সালে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে স্যাটেলাইট নির্মাণে এবং উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করে। বিপরীতে ১৯৪৭ হতে ক্ষমতায় থাকা আমাদের কোর্টটাই পরা ক্ষমতাসীনরা ২০১৮ সালে পার্সেন্টিজ খেয়ে থ্যালেস অ্যালেনিয়া স্পেস থেকে একটি স্যাটেলাইট ক্রয় করার সক্ষমতা অর্জন করে। একই সাথে আমাদের সেকুলার, পোগোতিশীল, এবং মানবাতাবাদী বুদ্ধিজীবিরা (পড়ুন জোকার) ক্ষমতার পৃষ্ঠপোষকতায় কাগজ আর কালি অপচয় করে পত্রিকার পাতা জুড়ে ইয়াত্ত বড়বড় কলাম লিখে স্টাবলিস্ট করেছে যে, মোল্লারা ক্ষমতায় এলে দেশ অন্ধকারে তলিয়ে যাবে। সুতরাং সর্বশক্তি প্রয়োগ করে মোল্লাদের মানবাধিকার হরন করে হলেও দেশকে অন্ধকার হতে রক্ষা করতে হবে। অর্থাৎ দুনিয়ায় একপ্রান্তে যখন মোল্লারা জ্ঞান বিজ্ঞানের গবেষণায় এগিয়েছে। আরেক প্রান্তে সেকুলার পোগোতিশীলরা মোল্লাদের নিন্দা করতে করতেই সমস্ত এনার্জি লস করেছে। এই হচ্ছে আমাদের বিজ্ঞানমনষ্ক পোগোতিশীল সেকুলার সমাজের অর্জন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১০

প্রহররাজা বলেছেন: এসব টেকনোলজি কিন্তু কাফের দের, ওদের নিজেদের না৷ যাই হোক, এতই যখন উন্নত আপনারা আমেরিকা কানাডা না গিয়ে ইরান যান না কেনো?

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



ও এই জন্যেই তাইলে পোগোতিশীল সমাজ এইসব চর্চা করে না।
সমস্যা হলো আম্লিগরা পড়াশোনা করে না। এি জন্য উল্টা পাল্টা কথা কয়। এরা ইবনে ফিরনাস, জাবির, ইবনে হাইয়ানদের চেনে না।

বাইদ্যা ওয়ে, ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, তাই মানুষের সে দেশে পড়াশোনার সুযোগ হচ্ছে না। এক হাসিনা জয়গান আর মোল্লাদের পু*কিতে মুখ লাগিয়ে রাখা ছাড়া যদি একটু পড়াশুনা করতেন, তাইলে আজ বাংলাদেশের জন্য কিছু করতে পারতেন

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



এখানে কানাডা বনাম আম্লিগ আলাপ হচ্ছে না। আলাপ হচ্ছে আম্লিগ বনাম মোল্লা। বাইদ্যাওয়ে দেশকে এতো আলোকিত করে আম্লিগ কেন অন্য দেশে টাকা পাচার করে? কই কোন মোল্লা তো সেটা করে না।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৪

প্রহররাজা বলেছেন: আপনে কি ব্লগ দিয়ে ইন্টারনেট লিখেন? এত আই কিউ কম কেন? আওয়ামী লীগের টাকা পাচারের কোন প্রমান দেখাতে পারবেন কাগজে কলমে? আপনে নিজে দেখসেন পাচার হইতে নাকি বড় হুজুরের কাছ থেকে শুনসেন। আর ভালো কথা ইরান পৃথিবীর নিকৃষ্টতম দেশগুলার একটা।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৪

প্রহররাজা বলেছেন: আপনে কি ব্লগ দিয়ে ইন্টারনেট লিখেন? এত আই কিউ কম কেন? আওয়ামী লীগের টাকা পাচারের কোন প্রমান দেখাতে পারবেন কাগজে কলমে? আপনে নিজে দেখসেন পাচার হইতে নাকি বড় হুজুরের কাছ থেকে শুনসেন। আর ভালো কথা ইরান পৃথিবীর নিকৃষ্টতম দেশগুলার একটা।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.