নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

আম্লিগ মুসলিমলীগের পরিনতি বরন করবে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৫


দেখুন বাহাত্তর থেকে পচাত্তর নিয়ে সমালোচনা থাকলেও, সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত বঙ্গবন্ধুর অবদানও কিন্তু আছে। দ্বিতীয়ত তাকে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করা হয়ছিল, সুতরাং এ জন্য আম্লিগের জনতার একটু সিম্প্যথি পাওনাই ছিল। আর তখন এতো ফেসবুক ইউটিউবও ছিল না। কিন্তু এখনকার বিষয় ভিন্ন। সবকিছুর ভিডিও রয়েছে, এবং হাসিনা গ্রেফতার ও বিচারের ভয়ে পলাইছে৷ সুতরাং আম্লিগ, আবার ক্ষমতায় আসবে, সেটা আকাশ কুসুম কল্পনা। তবে হ্যাঁ ছোটখাটো দল হিসেবে মুসলিমলীগের মতো হয়তো টিকে থাকবে, একেবারে হারিয়ে যাবে না। আরেকটা কথা বলে রাখি, হাসিনা সমর্থকরা হয়তো বলতে পারেন, ফখরুদ্দিনের সময়তো পলায় নি। হ্যাঁ তখন পালায়নি, কারন তখন পালানোর মতো অবস্থা ছিল না।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৬

প্রহররাজা বলেছেন: দেশে সেনা আর এনজিও শাসন ২/৩ বছর থাকলে কোন বড় দলই টিকবে না,তবে দুর্বল মামলা গুলোতে লীগের লোকজন জামিনে বেড়িয়ে আসলে আর ট্রাম্প নির্বাচনে জিতলে ইউনুস অনেকটাই অসুবিধায় পড়বে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



এইসব আম্লিগ বিম্পি নিপাত যাক। এদের বড় আশা করে ৯০ এর দশকে মানুষ ক্ষমতায় এনেছিল, এরা দেশটাকে একেবারে পরিবারতন্ত্র বানিয়ে ফেলেছে

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



আর আম্লিগ অলরেডি শেষ

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




পরাজিত শক্তির কয়দিন এমন একটু গরম গরম থাকেই। বাংলাদেশের স্বাধীনের পর পাকিস্তান চেষ্টা করেছিল কিছু একটা করবে, কিন্তু পারেনি। ২৯ জানুয়ারি ১৯২৭ সালে মিরপুরের বিহারিরা কিছু একটা করতে চেয়েছিল কিন্তু পারেনি। তুর্কি শাসনের পতনের পর ১ বছর পর্যন্ত আবারো তারা চেষ্টা করেছে কিছু একটা করে খিলজিদের হটিয়ে আবারো ক্ষমতা পুনর্দখল করতে। কিন্তু পারেনি। আম্লিগ এখন যা করছে এসব তারই অংশ মাত্র। এরা আরো কয়দিন লাফাবে তারপর আস্তে আস্তে স্তিমিত হয়ে যাবে। মনে রাখবেন, মারা যাওয়ার পর লাশও কিছুক্ষণ গরম থাকে।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৭

শাহিন-৯৯ বলেছেন: প্রহররাজা বলেছেন: দেশে সেনা আর এনজিও শাসন ২/৩ বছর থাকলে কোন বড় দলই টিকবে না,তবে দুর্বল মামলা গুলোতে লীগের লোকজন জামিনে বেড়িয়ে আসলে আর ট্রাম্প নির্বাচনে জিতলে ইউনুস অনেকটাই অসুবিধায় পড়বে। এনজিওর লোক যদি দেশ কথিত সুপার রাজনীতিবিদ থেকে ভাল চালায়, জনগন ভাল থাকে তাহলে এনজিও ভাল।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৬

প্রহররাজা বলেছেন: @শাহিন-৯৯, একটু বলেন তো কোনদিক দিয়ে ভালো চলছে দেশ? মিডিয়ার মুখ বন্ধ, মব জাষ্টিস, ছাত্র দের বেয়াদবি, মন্দির মাজার ভাংচুর, লুটপাট, জিন্নার জন্মদিন পালন, জংগী আর টপ টেরর দের মুক্তি, পুড়িয়ে পুলিশ হত্যা, ত্রানের অভাব, বিদেশ থেকে হাজার কোটি লোন। এরা সামলাতে পারছে না বলেই তো আর্মির হাতে ধাপে ধাপে পাওয়ার দেয়া হচ্ছে।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫০

প্রহররাজা বলেছেন: এটা ১৯০০ শতাব্দী না। ফেসবুক, ইউটিউব আর টাকা দিয়ে মানুষের ব্রেন ওয়াস করা যায় খুব সহজে। যে কারনে পুলিশ পিটাতে গিয়ে নিহত শিবিরের সাথী সাইদ এখন শহীদের মর্যাদা পাচ্ছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




এই আম্লিগ আসলেই গুজব লীগ। প্রথমে গান গাইছে আবু সাইদ গুলি খেয়ে মড়ে নাই, যখন স্পষ্ট ভিডিও রয়েছে সে পুলিশের গুলিতেই মরেছে। এখন আপনি আবার নতুন গান নিয়ে আসছেন, পুলিশ পিটাতে গিয়ে মরছে। হা হা লীগ।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০১

প্রহররাজা বলেছেন: আবু সাইদ ছিলো একটা পটেনশিয়াল জংগী, যেভাবেই হোক সে মারা যাওয়ায় একটা জংগীর সং্খ্যা কমলো। যাই হোক দেশের বেশির ভাগ মানুষ খারাপ, তাই স্বাধীনতার ৫০ বছর পরেও দেশ উন্নতির দিকে না গিয়ে অগাস্টের পর থেকে পাকিস্তান আফগানিস্তানের দিকে যাচ্ছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আমাকে একটা মন্ত্রী দেখান যে একাত্তরের চেতনায় বিশ্বাসী কিন্তু চুরি করেনাই। ২০০১-২০০৫ এই চেতনা বিরোধিদের যে কয়জন সংসদে ছিল, তাদের ১ জনের নামেও ফখরুদ্দিন সরকার দুর্নীতি খুঁজে পায়নি। যেই আমি খ্যতা পুরি ঐ বা**র আওয়ামী চেতনার যেই চেতনায় চোর ছাড়া আর কিছু নাই।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১১

কামাল১৮ বলেছেন: সাবধানে থাকবেন।আর্মি কিন্তু যে কোন লোককে দুই বছরের জেল দিতে পারে স্পটে দাড়িয়ে।এর জন্য কোন সাক্ষী প্রমান লাগবে না।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




হু

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ফখরুদ্দিনের সময়েও হাসিনা পালানার উদ্যোগ নিয়েছিল। পরে আবার ফিরে এসেছিল। শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসে তাহলে এটা বিশ্বের জন্য একটা রেকর্ড হবে। অতীতে কোন স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে আবার ক্ষমতায় ফিরে এসেছে বলে শুনি নাই। আওয়ামী লীগের পরিণতি মুসলিম লীগের মত হবে বলে আমার মনে হয়। হাসিনা ছাড়া আওয়ামী লীগকে কেউ সামলাতে পারবে না।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:০১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



এক্টজ্যাকলি

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫১

কিরকুট বলেছেন: আম্লিগ মুসলিমলীগের পরিনতি বরন করবে।

খুব ভালো কথা। তো এতে আপনার কি সুবিধা?

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৮

অস্বাধীন মানুষ বলেছেন: এটা পাঁচ তারিখের পর আমিও ধারনা করছি আওয়ামী লীগের পরিণতি মুসলিম লীগের মত হবে।
তবে এখন দেশ মোটামুটি ভালোই চলছে যদিও আওয়ামীলীগ এর পা চাটা ব্লগার দের চোখে এখন
ভালো লাগছে না। এই দালাল গুলো পস্চাতে যদি গরম ডিম থ্যারাপী দেয়া যাইতো ।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৫

বিদ্রোহী পুরুষ বলেছেন: আওয়ামী লীগের নিজস্ব রাজনৈতিক কোন ভিত্তি নাই।
তারা বাংলাদেশে ভারতের ”র” এর এজেন্ডা বাস্তবায়নকারী ছাড়া আর কিছুই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.