নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Love Was My Only Destination...!

লেখার মতো কিছু পেলাম না।

মোঃ সাগর সরকার

মোঃ সাগর সরকার › বিস্তারিত পোস্টঃ

মোবাইল থেকে সামহোয়্যার ইন/সামু ব্লগ ব্রাউজিং সমস্যার সমাধান।

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

আপনারা যারা মোবাইল থেকে সামু ব্রাউজ বা ব্যাবহার করেন, তারা অনেকদিন ধরেই একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কম্পিউটারে সমস্যাটা হয় কিনা জানিনা, কারন আমার কম্পিউটার নেই। সমস্যাটা হচ্ছে আপনি মোবাইল থেকে সামুর যেকোন নির্দিষ্ট পোষ্টের লিঙ্কে ক্লিক করলে আপনাকে সামুর প্রথম পাতায় পাঠিয়ে দেয়। আপনি সামুর কোনো পোষ্টের ব্যাপারে গুগল বা অন্যকোনো ওয়েবসাইটে সার্চ দেয়ার পর লিঙ্কে ক্লিক করলেও একি সমস্যার সম্মুখীন হন। এক্ষেত্রে আপনার মোবাইল থেকে আগের মতো সামুকে ব্রাউজ করার জন্য একটা কাজ করতে হবে। আপনি প্রথমে আপনার ব্রাউজারের Cache, Cookie History সবকিছু ক্লিয়ার করতে হবে। তারপর সামুর মোবাইল ভার্সনে যান। m.somewhereinblog.net এ। নিচে দেখবেন full version লেখা আছে। ওখানে ক্লিক করুন দেখবেন সামুর ওয়েবসাইট ভার্সনে চলে গেছেন। কাজ ৯০% শেষ। আপনি এখন চাইলে যেকোনো সার্চ সাইটে গিয়ে সামুর যেকোনো লিঙ্কে ঢুকতে পারবেন। ৯০% বললাম কারণ কাজ এখনো শেষ হয়নি। আপনি যদি সামুর সার্চ ইনজ্বিন সরাসরি ব্যাবহার করতে চান তবে অপেরা ব্রাউজার সাজেস্ট করবো। সামু সার্চ বারে ডিফল্ট ভাবে আপনি সার্চ করলে পিসি ভার্সনেন লিঙ্কগুলো আসবে। আপনি চাইলে মোবাইল ভার্শনে ব্যাবহার করতে পারবেন। সেজন্য লিঙ্কটা ইডিট করুন, যেমন "www.somewhereinblog.com/mobile" প্রথমাংশে এটা লিখুন। তারপর বাকি গুলো যেমন /blog/SagarSarkar।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

ইকরাম বাপ্পী বলেছেন: Kintu samu ei problem ta thik korche nankeno? Mob theke onno karo sathe samur link share korte pari na ei jonno....khali bole j link open korle prothom patay nia jay

২| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

মুনেম আহমেদ বলেছেন: হ আমিও প্রায়ই এ সমস্যায় পড়ি।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

মোঃ সাগর সরকার বলেছেন: আপনাদের কি এই উপায়ে কাজ করছে? জানান

৪| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৩

আবু তাহের সাগর বলেছেন: মোবাইল ফোনের বর্তমান মূল্য দেখুন এখানে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.