![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন জুড়ে থাকা পরাজয়, হয়েছে ম্লান চিরকাল!
প্রতিদিন শোনায়ে যাই অতীত হয়ে যাওয়া গল্প কাহেনী।
কেননা আজকের আমি তাকে গতকাল দেখেছিলাম অন্যরুপে অন্য কোন ভঙ্গিতে।
মূহুর্তে মূহুর্তে তার বদল আমাকে হতবুদ্ধি করে তুলে!
ভাবতে থাকি পৃথিবীর সবকিছু একটা অবস্থায় গিয়ে না বদলালেই সবচেয়ে ভালো হতো।
একদম নিজের মতো করে সাজানো যেতো পৃথিবীটা! পৃথিবীর আমার কথা শুনেনা।মানেনা।
সে বদলাতেই থাকে। বদলায় তার উপকরণসমূহ।
এই বদলে যাওয়া পৃথিবীর ব্যতিক্রম একজনই।
ময়লাপোতা মোড়ে দেখা পাগলটা। মাথা পাকানো জটলা, কাপড়হীন নগ্ন শরীর
অথচ বোকার মতো সারাদিন হাসে, পৃথিবীর কোন পরিবর্তন তাকে বদলাতে পারেনা।
পৃথিবীর কোন অস্বস্তিতে তার কিচ্ছু যায় আসেনা!
বদলে যাওয়া এই অস্থির সময়ের ভিড়ে
সেই পৃথিবীর একমাত্র সুখী মানুষ!
©somewhere in net ltd.