![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন জুড়ে থাকা পরাজয়, হয়েছে ম্লান চিরকাল!
তখন ঠিক দুপুর ।
ট্রেনের কামরায় পাশাপাশি দুজন ।
আকাশে একটু একটু করে মেঘ জমছে । মেয়েটি খুব মন খারাপ করে জানালার পাশে বসে আছে। আমি ছিলাম তার মুখোমুখি ।
স্টেশন পেরিয়ে ট্রেন যখন সব মায়া কেটে ছুটতে লাগল , সে তখনও জানালা থেকে মাথা তোলেনি । যখন আকাশ ভেঙ্গে পড়ল । তখনো না । বৃষ্টির প্রথম ফোটা তার গাল স্পর্শ করার আগ মুহুর্তে আমি সেখানে চিকচিকে জল দেখি । সে আনমনে জানালার বাইরে দেখছিল । আর আমি তাকে । আমি তাকে বারন করিনি ভিজতে । মন খারাপের কারন ও জানতে চাইনি ।
মেয়েদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে গেলে তাদের দেমাগ কয়েক নটিক্যাল মেইল পর্যন্ত বেড়ে যায়-এ আমার অজানা নয় ।
পরের কোন মূহুর্ত। মুঠোফোনের আর্তনাদে কেপে ঊঠে সে যখন বলল , "নীরা বলছি " সেটাই ছিল আমার জন্ম মুহুর্ত ।
আমার শোনা প্রথম শব্দ নীরা । আমার উচ্চারিত প্রথম শব্দ নীরা । আমার দেখা প্রথম মানবী নীরা ।
শেষ স্টেশনে নীরা নেমে পড়ে । ভিড়ে হারিয়ে যায় । আমিও মিশে যাই মানুষের আড়ালে । আমার জানা হয় না নীরার দুঃখ । আমার আর দেখা হয়না তার চিবুকের চিকচিকে জল । কিন্তু কখনো কখনো আমার নীরার সাথে দেখা হয় । একা একা কথা হয়।
আমি তাকে জিজ্ঞেস করি , কেন সেদিন তার চোখে জল ছিল । নীরা কিছু বলে না। ম্লান হাসে । আমি একাই কথা বলি তার সাথে ।
তারপর ??
নীরার সামনে মেলে ধরি ... আমার অব্যক্ত অভিব্যাক্তি সকল।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬
আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ধন্যবাদ আলী ভাই।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩
আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:২১
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর চোঙ্গা গল্প, পাঠে ভাল লেগেছে ।