![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক টুকরো কাগজে পুরো পৃথিবী লিখবো বলে কলম হাতে বসে আছি
আমার ভাবনা তোমায় নিয়ে,আমার কল্পনা তোমায় নিয়ে,আমার লেখা তোমায় নিয়ে,আমার এই ছোট্ট জীবনের বিশাল ভূবণ তোমায় ঘিরে,সূর্য ওঠার আগমুহূর্ত তোমার তরে,সূর্য ডোবার আগমুহূর্ত ও তোমার তরে,তোমাতেই মিলে যায় আমার অন্তহীন মনের পুরোটা অংশ....
পথো চেয়ে থাকি তোমার জন্য,তোমার নুপুরি পায়ের শব্দ শুনবো বলে কান পেতে থাকি,তোমায় শোনাব বলে কল্পনার সাগরে ভেসে গল্প লিখতে থাকি,তোমায় শোনাব বলে কাগজের পরোতে পরোতে কবিতার লাইন আঁকতে থাকি....
হৃদয়ের সবটুকু ভালবাসা উজার করে দিয়ে তোমায় হাতছানি দিয়ে ডাকতে থাকি,তোমার অস্তিত্ব কল্পনা করে সকাল-সন্ধা কাটাতে থাকি,তোমার পাশে বসে বিকেলটা ঘুরবো বলে রিকশা সিটের জায়গাটুকু বরাদ্দ করতে থাকি....
যেদিন তুমি আমার জীবনভূমিতে পদার্পণ করবে,সেদিনই আমি স্বস্তির স্বর্গে আশীন হবো,আমি রাজকুমারের ভূমিকায় অবতারণ করবো তোমায় পাওয়ার আনন্দে,তোমায় নিয়ে এক পৃথিবী লিখবো যা স্মৃতি হয়ে হাজার বছর বেঁচে থাকবে...
‘‘তুমিই আমি’’,‘‘আমিই তুমি’’
ভাবি বউকে নিয়ে কল্পনার সমাহার...।
©somewhere in net ltd.