নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক খণ্ড সাদা পাতায় পুরো পৃথিবী লিখবো বলে কলম ধরেছি। এক খণ্ড কাঁদা মাটিতে পুরো সবুজ ফলাবো বলে হাল বেয়েছি। এক খণ্ড রঙিন কাগজে পুরো বিশ্ব আঁকবো বলে রং তুলি এনেছি। এক খণ্ড হৃদয়ে পুরো দুনিয়া পুষবো বলে দৃঢ়প্রত্যয়ি হয়েছি।

সাইফ নাদির

এক টুকরো কাগজে পুরো পৃথিবী লিখবো বলে কলম হাতে বসে আছি

সাইফ নাদির › বিস্তারিত পোস্টঃ

পাশের বাসার দরিদ্র পরিবার

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৬

লেখাটা পথশিশুকে নিয়ে নয়। আপনার পাশের বাসার দরিদ্র পরিবারটি নিয়ে। যারা হাত পেতে চাইতে পারে না, প্রতিনিয়ত দারিদ্র্যের সাথে লড়াই করে বেঁচে থাকে। যারা হাজারো কষ্ট বুকের ভেতর চেপে রেখে, মানুষের সামনে অভিনয়ের হাসি হাসার চেষ্টা করে।
আপনি একটু পাশের বাসার ছোট্ট বাচ্চাটিকে দেখুন তো, ওর মনেও কি প্রফুল্লতা দেখতে পাচ্ছেন, যেটা আপনি আপনার বাচ্চার মধ্যে দেখতে পাচ্ছেন? ওর মুখেও কি আপনি সেই হাসিটা দেখতে পাচ্ছেন, যে হাসিটা আপনার বাচ্চার মুখে দেখছেন? কি হলো, অবাক হচ্ছেন বুঝি? হুম, অবাক তো হতেই হবে। মানবতা তো আপনাকে অবাক করেই দিবে।
ঈদ মানেই খুশি, সেটা আপনি আমি, আমরা সকলেই জানি। তবে এই খুশিটা সবাইকে সাথে নিয়ে উপভোগ করতে হবে, শুধু একা একা উপভোগ করা ঠিক হবে না। কথায় আছে, ‘‘যদি শুধু নিজেকে নিয়েই ভাবো তাহলে খুব সামান্য সুখের নাগাল পাবে, আর সবাইকে নিয়ে ভাবলে অন্তহীন সুখ তোমায় ধরা দেবে’’ কথাটা বারবার আমার মনে পড়ে। কারণ, এটাই যে বাস্তব ধ্রুব সত্য কথা।
ঈদের আনন্দ কেবল ফ্যামিলিকে সাথে নিয়েই করলে হবে না, পাশের বাসার অসহায় পিচ্ছিটাকেও সাথে নিতে হবে। ওর মলিন মুখেও একটু হাসি ফোটাতে হবে। যেভাবেই হোক হাসি ফোটাতেই হবে। একটিবার এমনটা করেই দেখুন না, স্বর্গীয় প্রশান্তি অনুভব করতে পারবেন। মুগ্ধকরা ফিলিংস আপনার ভেতরে জেগে উঠবে...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.