নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক খণ্ড সাদা পাতায় পুরো পৃথিবী লিখবো বলে কলম ধরেছি। এক খণ্ড কাঁদা মাটিতে পুরো সবুজ ফলাবো বলে হাল বেয়েছি। এক খণ্ড রঙিন কাগজে পুরো বিশ্ব আঁকবো বলে রং তুলি এনেছি। এক খণ্ড হৃদয়ে পুরো দুনিয়া পুষবো বলে দৃঢ়প্রত্যয়ি হয়েছি।

সাইফ নাদির

এক টুকরো কাগজে পুরো পৃথিবী লিখবো বলে কলম হাতে বসে আছি

সাইফ নাদির › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ভিজে সাইকেল

১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৩

এই ঝুম বৃষ্টিতে সাইকেল চালিয়ে অচেনা গন্তব্যে গমনের মজা কি কেউ না গেলে বুঝে? বৃষ্টির ফোটায় ফোটায় স্বর্গীয় সুখ অনুভব করছি। যে কারোর ভাঙ্গা মন চাঙ্গা করার এ যে এক অব্যর্থ মাধ্যম। পিচঢালা পথে বৃষ্টির বড়-ছোট ফোটাগুলো আচরে পড়ছে সজোরে। এ দৃশ্য যেন আমার কাছে এক জমজমাট প্রতিযোগিতা বলে মনে হচ্ছে।
.
আমি হালকা স্পিডে সাইকেলিং করছি। শৈশব থেকে ভিজে ভিজে সাইকেলিং করাই ছিলো আমার প্রিয় অভ্যেস। তাই আমি অধির আগ্রহে অপেক্ষায় থাকতাম বর্ষাকাল কখন্ আসবে! বর্ষা এলেই আনন্দে নেঁচে উঠতাম। সাইকেলটাকে যত্ন করে তেল খাইয়ে দিতাম যেন, দ্রুত চলতে তার কষ্ট না হয়। এভাবে প্রতি বর্ষায় বৃষ্টি বাদলার দিনগুলি খুব আনন্দে কেটে যায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২

সাইফ নাদির বলেছেন: বৃষ্টি ভালো লাগে বেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.