![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক টুকরো কাগজে পুরো পৃথিবী লিখবো বলে কলম হাতে বসে আছি
- কে তুমি?
- মেঘ পরী।
- আমার ঘরে কেন?
- নিতে এসেছি।
- আমি যে বাঁধা আছি!
- এ বাঁধন ছিড়ে ফেলবো আমি।
- তবুও যদি না যাই!
- প্রতিক্ষা ব্রুত পালন করবো তেজি।
- কত দিন প্রতিক্ষা করবে শুনি!
- যত দিন এ প্রাণ থাকবে ভেদী।
- আমার এ ছোট্ট ঘরটি তোমার পছন্দ নয় বুঝি!
- তা নয় কেন!
- তবে এতো তাড়া কেন?
- হারিয়ে ফেলি যদি!
- এ মা! এতো ভয়!
- ভালোবাসি যে, তাই।
- এতো ভালোবাসো কেন তুমি?
- জানি না, শুধু জানি, প্রাণ সমেত আজ ডুবেছি আমি!
- আমার এই অন্তঃসার শূন্য দেহ-মনে কী পেলে গো তুমি?
- সব পেয়েছি
- কী! সব পেয়েছো!
- হুম... সবই পেয়েছি; জনম জমন বসত করার ঠাঁই পেয়েছি। প্রেম-পরশে সিক্ত হব বলে একজন সখা পেয়েছি।
- আমি যে প্রেম কুহেলিকায় অন্ধ হতে চাই না কভূ!
- অন্ধ তো আমি দিব না হতে! শুধু প্রেমেন্দ্রজালে রাখবো বন্দি করে।
- মায়ার বন্দিশালায় শ্বাসরুদ্ধ হলে!
- ঠোঁঠে ঠোঁঠ রেখে শ্বাস নিবেন তাহলে।
- তবুও মরতে দিবে না আমায়!
- ভালোবাসি যে কত, তার তো হিসেব নেই আজও,... তুমি হীনা এ আমিত্বের কি কোনো মূল্য আছে?
- থাক্ থাক্! আমিত্বের বিলিন অস্ত যাক; তবেই থাকবে তুমি অক্ষত চাঁদ।
- চাঁদ হলেই কি খুশি আপনি?
- কেন? কলঙ্কিনী হওয়ার ভয়ে বুঝি!
- ইশ! আপনি ঠিক কেমন জানি!
- কেমন! বলো তো শুনি!
- উড়ন্ত প্রজাপতি, ধরা-ছোঁয়ার বাইরে যিনি।
- বাড়িয়ে বললে কিন্তু!
- কই বাড়িয়ে বললাম!
- তা নয় তো কী!
- এই যে শুনুন!
- হুম, বলো
- প্রিয়তমের এমন কুঁদুলে ভাব কিন্তু একদম ভাল্লাগে না!
- উগ্রচন্ড রমণীর সাথে পারাও যায় না।
- জানি, এটাই বলবেন আপনি
- যাক বাবা, বেশি বলিনি।
- আমি একটি লপ্ত জলপ্রপাত চেয়েছিলাম; মায়ার পরশে যে আমায় সিক্ত রাখবে।
- আমি অনূঢ়া নদী! যার অস্তিত্ব হাওয়ায় মিশে গেছে সবি।
- তবুও নিয়ে যাব তাহা; আঁচলে বেঁধে যতনে রাখবো সদা।
- হুম, জনমের মত বেঁধে ফেলো অঘোর শৃঙ্খলে, অন্যের কেঁড়ে নেয়ার ভয় যাতে না থাকে।
- ভালোবাসি তোমায় সর্বস্ব বিলিয়ে দিয়ে!
- আজ ফিরিয়ে দিলে তোমায়, নিজেকে ক্ষমা করা আমার দায় হবে।
___________________________________________________________
সাইফ নাদির
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৮
সাইফ নাদির বলেছেন: মেঘ পরী