নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক খণ্ড সাদা পাতায় পুরো পৃথিবী লিখবো বলে কলম ধরেছি। এক খণ্ড কাঁদা মাটিতে পুরো সবুজ ফলাবো বলে হাল বেয়েছি। এক খণ্ড রঙিন কাগজে পুরো বিশ্ব আঁকবো বলে রং তুলি এনেছি। এক খণ্ড হৃদয়ে পুরো দুনিয়া পুষবো বলে দৃঢ়প্রত্যয়ি হয়েছি।

সাইফ নাদির

এক টুকরো কাগজে পুরো পৃথিবী লিখবো বলে কলম হাতে বসে আছি

সাইফ নাদির › বিস্তারিত পোস্টঃ

তোমায় ভেবে

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১১

এখনো মনে পড়ে তোমার কথা! তবে জানি আজ আমি বড় একা! শত যজ্ঞ ব্রতের বিনিময়েও তোমায় ফিরে পাওয়া দায়। চিঠিগুলো আজ লাপাতা ঠিকানা বলে ডাকঘরেই বিলীন হয়ে যায়।

ছায়া হয়ে পাশে ছিলে তুমি। এভাবে হারিয়ে যাবে কল্পনা করিনি। তোমার দূরে চলে যাওয়াই ছিল এ অস্তিত্বের সর্বশেষ বিলুপ্তি। তুমি ছিলে পুরো হৃদয় জুড়ে। মন গহিনে চলমান প্রতিটি ধুকধুক স্পন্দনে।

জানো! তোমার-আমার গল্পগুলো লিখতে বসলে, এক আকাশ সাদা কাগজও কম পড়ে যাবে! কয়েক জনমেও পূর্ণতা পাবে না আমাদের গল্পের পাতা! মনে আছে কী তোমার, রোদেলা দুপুরের কথা! জানি, ভুলোনি আজও বৃষ্টিভেজা সকালের কথা!

আমার মন-বাইস্কোপের বড় পর্দায় তোমার মায়াভরা মুখখানি এখনো ভেসে উঠে। চোখে চোখ রেখে, লাজুকলতা হয়ে তোমার ওই মৃদু হাসিখানা আজও আমার মন মন্দিরে সুরভি ছড়ায়। তোমার ওই নিরব থাকা চকিত-চাহনি আজও আমায় ভাবিয়ে হারায়।

জানি, তোমায় ছুঁয়ে দেখার লাখো মান্নতের ফলও আজ বিফল....

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১১

সাইফ নাদির বলেছেন: মন থেকেই লিখলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.