নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক খণ্ড সাদা পাতায় পুরো পৃথিবী লিখবো বলে কলম ধরেছি। এক খণ্ড কাঁদা মাটিতে পুরো সবুজ ফলাবো বলে হাল বেয়েছি। এক খণ্ড রঙিন কাগজে পুরো বিশ্ব আঁকবো বলে রং তুলি এনেছি। এক খণ্ড হৃদয়ে পুরো দুনিয়া পুষবো বলে দৃঢ়প্রত্যয়ি হয়েছি।

সাইফ নাদির

এক টুকরো কাগজে পুরো পৃথিবী লিখবো বলে কলম হাতে বসে আছি

সাইফ নাদির › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:০১

- কই ছিলেন আপনি?
- কই আবার! যেখানে থাকি।
- জানেন, কত সময় দাঁড়িয়ে ছিলাম আমি?
- জানি।...
- মানে!... জেনেও আসেননি?
- হুম।...
- ইশ, এমন কেন আপনি!
- কেমন?...
- ভাবে ভরা আজব ছেলে। ভাজা মাছটা উল্টে খেতেও জানে না যে।
- কী আর বলি!
- কী আবার বলবেন! যা সত্যি তাই তো বলেছি।
- মোটেও না। আমি ওমন কখনোই নই।
- থাক্ থাক্ আর ঢং করতে হবে না।
- ওহ!... আর তুমি!
- আমি!... আমি আবার কী?
- মায়া ভরা মায়াবী মেয়ে। মায়া-বন্ধনে আটকে রাখতে ভালোভাবেই জানে যে।
- ইশ!... থামুন তো! বেশি বেশি বলে!
- কই বেশি বলি!
- তা নয় তো কী! এমন হলে তো আচল-বাঁধনে আবদ্ধ হয়ে যেতেন আজি।
- এই যে! বন্দি করার ফন্দি আঁটছো দেখছি!
- আমায় না রাগালে কি মনে শান্তি পান না আপনি?
- কী যে বলো তুমি! তোমায় রাগাতে যাবো কেন আমি?
- হয়েছে হয়েছে এত ভাব নিতে হবে না।
- ভাব আমি নেই না কভূ!
- ভাবে ভরা ভাবুকের মুখে এসব কথা মানায় না তবু।
- জানো, বুকে এক সিন্ধু শূন্যতা ঠাই খুঁজতে এসেছে।
- মানে! শূন্যতার বসত মনে আবার বানালেন কবে?
- বসত বানাতে যাবো কেন! কেউ একজন তৈরি করেছে।
- কে তৈরি করেছে শুনি!
- নজর কাড়া কাজল কালো আঁখি, মায়া ভরা মুখাবয়ব, কোমলকান্ত হৃদয়, পবিত্র আত্মার এক সুশ্রী রমনি মনের ঘরে শূন্যতা চাপিয়েছ।
- তাই বুঝি!
- হুম!... তাই-ই।
- কে সে মনোহর ভাগ্যবতী? বলুন তো শুনি।
- যে দেবদূত সুন্দরীশ্রেষ্ঠা, মোহকর বালিকা আমার জন্য রোজ রোজ দাঁড়িয়ে থাকে।
- তাই নাকি! তো এত ঢং কেন করেন আপনি?
- পাগলিটার প্রতি অতিমাত্রায় অনুরক্ত যে আমি।
- খাপছাড়া একটা! আগে কেন বলেননি এটা?
- শুভ সন্ধার অপেক্ষা, সময়ের আগে কী বলা যায় সেটা!
- ভালোবাসেন?...
- হুম!...
- কতটা?
- যতটা আকাশের বিশালতা।
- মেপে দেখেছেন?
- ভালোবাসার আকাশ মাপার সাধ্য আছে কার বলো তো তাহা!
- একদম পাগলাটে ছেলে একটা!
- তুমি কাছে থাকলে পাগলের মনেও থাকবে স্বর্গীয় সুখের পরশে ভরা।
________________________________________________________________
সাইফ নাদির
২৭-০৫-২০১৮ ইং

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:০২

সাইফ নাদির বলেছেন: চেষ্টা করলাম মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.