নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক খণ্ড সাদা পাতায় পুরো পৃথিবী লিখবো বলে কলম ধরেছি। এক খণ্ড কাঁদা মাটিতে পুরো সবুজ ফলাবো বলে হাল বেয়েছি। এক খণ্ড রঙিন কাগজে পুরো বিশ্ব আঁকবো বলে রং তুলি এনেছি। এক খণ্ড হৃদয়ে পুরো দুনিয়া পুষবো বলে দৃঢ়প্রত্যয়ি হয়েছি।

সাইফ নাদির

এক টুকরো কাগজে পুরো পৃথিবী লিখবো বলে কলম হাতে বসে আছি

সাইফ নাদির › বিস্তারিত পোস্টঃ

মেঘলা দিনে একলা ঘরে

২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩১

মেঘলা দিনে একলা ঘরে জানালার ধারে দাঁড়িয়ে মেয়েটি কী ভাবছে! ছেলেটি কি তা জানে? ক্লাসে বসে আনমনা হয়ে মাথা নিচু করে ছেলেটি কী ভাবছে! মেয়েটি কি তা জানে? কেউ তা জানে না। কেউ তা জানবেও না। এই মিথ্যে হাসির ভিতরে লুকিয়ে রাখা তীব্র কষ্টগুলো সারা জীবন গোপন-ই থেকে যায়। কখনো পর্দা ছিড়ে বাইরে বেরিয়ে আসে না।

এই পৃথিবী মুখোশ পরা মানুষে ভরা। চারিপাশে মুখোশ পরা মানুষগুলো তিক্ত কষ্টকে বুকে চেপে রেখে মিথ্যে হাসি নিয়ে ঘুরছে। সৃষ্টিকর্তা যদি কাউকে মানুষের মন পড়ার ক্ষমতা দিতো, তাহলে মন পড়তে গিয়ে বুক ফেটে সে মরেই যেতো।

আমরা মানুষ, অভিনয় করেই বেঁচে আছি। এভাবেই একদিন অভিনয়মঞ্চ থেকে বিদায় নিবো। সত্য লুকিয়ে মিথ্যেকে ফেলে রেখে যাবো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.