নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক খণ্ড সাদা পাতায় পুরো পৃথিবী লিখবো বলে কলম ধরেছি। এক খণ্ড কাঁদা মাটিতে পুরো সবুজ ফলাবো বলে হাল বেয়েছি। এক খণ্ড রঙিন কাগজে পুরো বিশ্ব আঁকবো বলে রং তুলি এনেছি। এক খণ্ড হৃদয়ে পুরো দুনিয়া পুষবো বলে দৃঢ়প্রত্যয়ি হয়েছি।

সাইফ নাদির

এক টুকরো কাগজে পুরো পৃথিবী লিখবো বলে কলম হাতে বসে আছি

সাইফ নাদির › বিস্তারিত পোস্টঃ

আজব মানুষ!

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:৪৬

মন খারাপ হলে তাকে খুঁজি, যে প্রায়োরিটি দেয়। বেশি গুরুত্ব দেয়। পাশে থেকে অভয় দেয়। সাহস জোগায়।

মন ভালো থাকলে ভুলে যাই। প্রাপ্ত সুখে হারিয়ে যাই। অজানা ঘোরের মধ্যে ডুবে যাই। মুক্তমনে ডানা মেলে উড়ে বেরাই।

অদ্ভুত। বড়ই অদ্ভুত মানুষের তৈরি করা এই পৃথিবীর রীতি-রেওয়াজ। তীব্র ভয়ানক তার চালমান গতিবেগ। নির্দয়, নিষ্ঠুর তার চিত্রপট। অবাধ্য, দুর্বশ্য তার চালিকাশক্তি।

মানুষ থাকে না। হারিয়ে যায়। দূরে সরে যায়। উল্টো পথে কেটে পড়ে। পিঠ দেখানোর বাহানা তালাশ করে। নতুনত্বের গন্ধে বিভোর থাকে। পুরাতনের প্রতি অভক্তি জাগে।

যাই বলি না কেন!

মানবসৃষ্ট জঘন্য নিয়মগুলো চলবে। সাদা মনের উজবুকগুলো ঘুরবে দুর্বিপাকে। অবহেলায় নিক্ষিপ্ত হবে। চোখের অশ্রু লুকিয়ে রাখবে। তীব্র কষ্ট বুকে চেপে রাখবে।

ভালো থাকতে হলে আশা ছাড়ুন। স্বপ্নে বন্দি না হয়ে বাস্তবতায় চোখ রাখুন।

____________________________________________________________________
পুনশ্চ- এলোমেলো চিন্তা থেকে উঠে আসা লেখা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.