![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক টুকরো কাগজে পুরো পৃথিবী লিখবো বলে কলম হাতে বসে আছি
জীবনটা একটা ছোট্ট বৃত্তের উপর আবর্তিত হয়। কখনো উপর থেকে নিচে কিংবা নিচ থেকে উপরে উঠানামা করে। ডায়ে থেকে বায়ে কিংবা বাঁ থেকে ডায়ে ছিটকে পড়ে। কখনো সুখের ভেলায় জীবন ভাসে আবার কখনো দুঃখের নাঁয়ে জীবন কাটে। চক্রাকারে বৃত্ত ঘোরে।
প্রিয় মানুষগুলো একটা সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, নতুন কিছু মানুষ এসে মনের মাঝে ঠাঁই করে নেয়। বৃত্তের আবর্তন থামে না, তাই নতুন মানুষগুলোও থাকে না। বেলা শেষে পুরনোদের কাছেই ফিরতে হয়, রাগ অভিমান বাধে না।
____________________________________
জীবন বৃত্ত / সাইফ
ক্যাম্পাসে যাওয়ার পথে,
সকাল ১০ টা‘র বাসে বসে
৬ অক্টোবর, ২০১৮ ইং
©somewhere in net ltd.