নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক খণ্ড সাদা পাতায় পুরো পৃথিবী লিখবো বলে কলম ধরেছি। এক খণ্ড কাঁদা মাটিতে পুরো সবুজ ফলাবো বলে হাল বেয়েছি। এক খণ্ড রঙিন কাগজে পুরো বিশ্ব আঁকবো বলে রং তুলি এনেছি। এক খণ্ড হৃদয়ে পুরো দুনিয়া পুষবো বলে দৃঢ়প্রত্যয়ি হয়েছি।

সাইফ নাদির

এক টুকরো কাগজে পুরো পৃথিবী লিখবো বলে কলম হাতে বসে আছি

সাইফ নাদির › বিস্তারিত পোস্টঃ

সাইকাট্রিস্ট

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

একটা অর্থে সবাই আমরা মানসিক রুগী। ছোট-বড় মানসিক রোগ নিয়েই বেড়ে উঠি। ডিপ্রেসন ও ব্যর্থতা প্রতিটি জীবনের অপ্রিয় অতিথি, হাজার বারনেও সে সঙ্গ ছেড়ে পাশ কাটে না। বেহায়ার মত জাটাকল সেজে মস্তিষ্কের একটা পার্শ্ব দুমড়ে মুচড়ে অকেজো করে ফেলে।

চারপাশে অনেক ফ্রি সাইকাট্রিস্ট আছে বলেই এখনো পাগল খেতাব পাইনি। নইলে এত দিনে পাবনার টিকেট কাটা লাগতো। মনের অজান্তেই আমরা এ রোগের চিকিৎসা গ্রহণ করি। পছন্দের মানুষগুলো ভালোবাসা মাখানো শান্তনার জাদু দিয়ে চিকিৎসা সেবা প্রদান করে। অতি যত্নে মায়ার চাদরে মুড়িয়ে বাঁচিয়ে রাখে।

আপনিও পারেন সাইকাট্রিস্ট হয়ে পাশের ডিপ্রেস্ট ও ব্যর্থ মানুষটিকে আলোর পথ দেখাতে। হাতে হাত রেখে সাহস জোগাতে, অগোছালো পৃথিবীকে মনের মত করে সাজাতে।

পাশের মানুষটিকে হেরে যেতে দিয়েন না। টেনে তুলে দাঁড় করিয়ে দিন। মনে রাখবেন, আপনিও একজন সাইকাট্রিস্ট।

.........................................................
সাইকাট্রিস্ট / সাইফ
ঘরে বসে, নীলফামারী
২৭ ডিসেম্বর, ২০১৮ ইং

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫২

Tanzim Hasan বলেছেন: দারুণ যুক্তি পেশ করেছেন

৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮

সাইফ নাদির বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.