নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক খণ্ড সাদা পাতায় পুরো পৃথিবী লিখবো বলে কলম ধরেছি। এক খণ্ড কাঁদা মাটিতে পুরো সবুজ ফলাবো বলে হাল বেয়েছি। এক খণ্ড রঙিন কাগজে পুরো বিশ্ব আঁকবো বলে রং তুলি এনেছি। এক খণ্ড হৃদয়ে পুরো দুনিয়া পুষবো বলে দৃঢ়প্রত্যয়ি হয়েছি।

সাইফ নাদির

এক টুকরো কাগজে পুরো পৃথিবী লিখবো বলে কলম হাতে বসে আছি

সাইফ নাদির › বিস্তারিত পোস্টঃ

কৃতজ্ঞতা

২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০০


জীবনের প্রতিটি পদক্ষেপে কারো না কারো অনুগ্রহ রয়েছে। এ পৃথিবীতে এতটা পথ সফরে অনেকেরই অবদান রয়েছে। কেউ হয়ত প্রকাশ্যে, আবার কেউ গোপনে ভালোবাসার ডানা বিছিয়ে রেখেছে যা বোঝা বড়ই শক্ত। কেউ পরিচিত’র রূপে, কেউ বা অপরিচিত হয়েই আমাদের পাশে দাঁড়িয়েছে। প্রতিটি ক্ষণে-ক্ষণে, প্রতিটি পদে-পদে কেউ না কেউ আমাদের সাহায্য করে যাচ্ছে। কখনো বাবা রূপে কখনো মা রূপে। কখনো আবার ভাই বা বোন হয়ে। বন্ধু, প্রতিবেশি কিংবা শুভাকাঙ্ক্ষী হয়ে।

এ মানুষগুলোকে মন থেকে স্যালুট করছি। ওদের জন্য হৃদয় নিংড়ানো শুভ কামনা করছি, শেষ দিন পর্যন্ত পাশে থাকার প্রতিজ্ঞা করছি।

আপনি হয়ত চোখ বন্ধ করে অন্ধকার দেখতে পাচ্ছেন কিন্তু বিশ্বাস করুন; আমি মোটেও কোন অন্ধকার দেখছি না। প্রভাতেরচে’ স্পষ্ট আলো দেখতে পাচ্ছি। চারিপাশে মশাল হাতে দাঁড়িয়ে থাকা নিঃস্বার্থ মানুষের হাস্যজ্জল চেহারা দেখতে পাচ্ছি। এদের দলে প্রবেশ করুন, আপনিও দেখতে পাবেন।

ছবিঃ সংগৃহীত
..............
২১/০১/২০২০ ইং

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০২

অখ্যাত নবাব বলেছেন: এটাই বাস্তবতা।

২| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.