![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক টুকরো কাগজে পুরো পৃথিবী লিখবো বলে কলম হাতে বসে আছি
যেকোনো সমস্যার বড় সমাধান হল সময়। এই ধূর্তমশাই জীবনের যেকোনো কালোদাগ মুছে দিতে পারে। জীবনের সকল উত্থান-পতনের কলকাঠি তার শক্ত হাতেই সোপর্দ থাকে। মহান আল্লাহ সময়কে বৈপ্লবিক পরিবর্তনের ক্ষমতা দিয়ে রেখেছেন।
প্রতিটি মানুষ এই ক্ষমতার জালে আটকা থাকে। কেউ এর বাইরে নয়। কেউ চাইলেও এর ঝঞ্ঝট থেকে বেরোতে পারে না। এর থেকে বের হওয়া অসম্ভব পর্যায়ের বিষয়।
এই নদীতে সাঁতরে ক্লান্ত-কোলে ঢোলে পড়ে অজস্র মানুষ। কিনারা ছোঁয়ার স্বপ্ন রয়ে যায় অপূর্ণ। তবুও থেমে থাকে না এই মশাইকে হারিয়ে জিতে যাওয়ার প্রতিযোগিতা। কেউ-ই জিততে পারে না, কারন এটা তো সময়; সস্তা কোনো শক্তি নয়।
সময়কে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার দুঃসাধ্য কারোর নেই। যেহেতু সময়ের অপর নামই জীবন। আর জীবনকে পিছিয়ে কোনো জীবন হয় নাকি! জীবন তো এক আঁকাবাঁকা গতিপথে নির্দিষ্ট সময়ের অতিথি মাত্র। এর সময় ফিক্সড। তাকদির বা ভাগ্যের বাইরে যাওয়ার সুযোগ নেই। এর ভিতরেই সময়-নৌকার নাও শক্ত হস্তে বাইতে পারাটাই বিরাট সফলতা।
২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১:১৯
সাইফ নাদির বলেছেন: বাস্তবকে খুঁজেই পাইনা ভাই, তাই আবেগেই বাঁচি আবেগেই মরি।
২| ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১:০৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সময়ের সুরু কবে থেকে?
২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১:১৮
সাইফ নাদির বলেছেন: মানুষের ক্ষেত্রে পৃথিবীর শুরুই সময়ের শুরু।
৩| ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ৩:২৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সময় এবং স্থানের শুরু বিগ ব্যাং এর পর থেকে।পৃথীবির শৃষ্টি তার অনেক অনেক পরে।আর মানুষের বিকাশ সেই হিসাবে মাত্র সেই দিন।
২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০০
সাইফ নাদির বলেছেন: বিগ ব্যাং নিয়ে বহুল মতানৈক্য রয়েছে। এতে আমারও দ্বিমত আছে।
৪| ২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৬
নূর আলম হিরণ বলেছেন: সময় ব্যাপারটা খুবই আজব এক হিসেবের খেলা। সময়ের মধ্যেই জগতের সব রহস্য লুকিয়ে।
২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:০৩
সাইফ নাদির বলেছেন: আসলেই এ এক আজব খেলা, সময়ের খেলা।
৫| ২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:০৮
খায়রুল আহসান বলেছেন: শেষ কথাটাই আসল কথা।
৬| ২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:৫৫
সাসুম বলেছেন: সময় নিয়ে আপনার ধারনা সঠিক নয়। আজগুবি অলৌকিক ধারনা বাদ দিয়ে আলোর পথে আসুন। মানুষ আর পৃথিবীর শুরুর সাথে সময় শুরুর কোন রিলেশান নেই।
সময় একটা আপেক্ষিক জিনিষ। আপনার সাপেক্ষে সময় কে আপনি যেভাবে দেখেন, অন্য কোন গ্রহে বা চলন্ত কোন পারস্পেক্টিভ এর সাপেক্ষে সময় অন্য রকম। টাইম স্পেস ডাইলুশান পড়বেন তাইলে আরো গভীরে যেতে পারবেন সময় এর।
এবং একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারবেন- সময় বলে আসলে কিছু নেই। এটা পুরাটা নির্ভর করে আপনি কোথায় আছেন, কি অবস্থায় সে সময় কে অব্জার্ব করছেন।
আর বিগ ব্যাং নিয়ে আপনার অমত বা যুক্তি থাকলেই কি আর না থাকলেই কি- সত্য তো আর তাতে মিথ্যা হয়ে যায় না।
তাকদির বা ভাগ্য বলে কিছু নেই। কর্মই আসল তাকদির।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: বাস্তবে আসুন। আবেগ কমান।