| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুল আজীম
পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।
১. নাওয়া-খাওয়া ভুলে একটানা কাজ করে অবশেষে গেল সপ্তাহে সুপারভাইজারের পছন্দসই থিসিস সিনোপসিস তৈরিতে সফল হইছি। উফ্.....কয়েকটা দিন যে কি কেটেছিল! ![]()
২. এই সপ্তাহের পুরোটাই সুপারভাইজার ছুটিতে। তার মানে আমিও.........![]()
৩. ডিসেম্বরে বিশাখাপট্টম যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। ট্রেন টিকেট, থাকা, ইত্যাদি সব ঠিকঠাক। যাওয়া-আসা মিলে ৪১১৫ কিমির ভ্রমন।আশা করছি রোমান্চকর হবে দিনগুলো ![]()
৪. মডেল কারের সংগ্রহশালায় আরও ৩টি কার যুক্ত হল। ল্যাম্বরগিনির ২টি আর ফেরারির ১টি মডেল....সংগ্রহ বাড়ছেই ![]()
৫. শীত এসে পড়েছে দেরাদুনে। আশা করছি সেই মাপের বরফ পড়বে এবার পাহাড়ে। গতবার যাইনি কিন্তু এবার মিস করবনা কোনভাবেই ![]()
৬. দুধ-সাগর জলপ্রপাত আর গোয়ার সমুদ্র সৈকত, দুটোই এক যাত্রায় দেখব বলে একটা প্ল্যান করেছি। তবে প্ল্যান বাস্তবায়ন হবে কিনা বুঝতে পারছিনা ![]()
চলবে.........
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০১
সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯
সুমন কর বলেছেন: গুড লাক!!!