| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুল আজীম
পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।
১. আজ প্রেসেন্টেশন হলনা। মেজাজ খুব খারাপ। স্যারদের কাছে টাইমই নাই যেন ![]()
২. আজ একটি ম্যানুয়াল কম্পাস পেলাম গিফট হিসেবে আর তারপর শিখলাম তার ব্যবহারও। এখন থেকে এটা আমার ভ্রমনকালীন গ্যাজেট হিসেবে অন্তর্ভুক্ত হল ![]()
৩. আজ হঠাৎ করে বাসার কথা মনে হচ্ছে আর মন খারাপ হচ্ছে। কোন কিছুই ভালো লাগছেনা ![]()
৪. কোর্স শেষে দেশ ফেরত সিনিয়রের থেকে উত্তরাধিকার সূত্রে বই কলম, মগ, জুতা.......নানা কিছু পেলাম। তবে সবচাইতে বড় পাওয়া হল ৪ জিবির পেনড্রাইভটা। কদিন আগে হারানো ১৬ জিবির পেনড্রাইভটার কষ্টের চারভাগের এক ভাগ কমে গেল ![]()
৫. আজ দুপুরে সাবওয়েতে ভেজিটেবল হটডগ খেতে খেতে নিজেকে খরগোশ মনে হচ্ছিল। পুুরোটা হটডগই আধা সেদ্ধ সবজীতে ঠাসা ছিল। তবে স্বাদে অতুলনীয় ছিল খাবারটা ![]()
৬. কয়েকদিন ধরে চা নিয়ে গবেষণা শুরু করেছি। 'চা তৈরির সময় তাতে কিছুটা আইস টি পাউডার দিলে বেশ মজার একটা স্বাদ পাওয়া যায়' এটা গবেষনার ১ম ফল ![]()
৭.'দুধ-বাতাসা-কর্ণফ্লেক্স' সকালের নাস্তা হিসেবে অসাধারন। কয়েকদিন ধরে এটাই খেয়ে যাচ্ছি। কি হইল আমার কে জানে! আজিব সব খাবার ভালো লাগছে আজকাল ![]()
চলবে.............
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
সাইফুল আজীম বলেছেন: চিনির বদলে বাতাসা ব্যবহার করছি
২|
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আজ দুপুরে সাবওয়েতে ভেজিটেবল হটডগ খেতে খেতে নিজেকে খরগোশ মনে হচ্ছিল। পুুরোটা হটডগই আধা সেদ্ধ সবজীতে ঠাসা ছিল। তবে স্বাদে অতুলনীয় ছিল খাবারটা
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪
সাইফুল আজীম বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫১
নূর আদনান বলেছেন: 'দুধ-বাতাসা-কর্ণফ্লেক্স'
আজিব সব খাবার ভালো লাগছে আজকাল
হা হা হা