নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

ডাইকাস্ট কার মেলা-৬ (শখচিত্র)

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৮

এক মাস বা তারও বেশী কিছু সময় আগে এই ধারাবাহিকের সর্বশেষ পর্ব পোস্ট করেছিলাম। দোকানগুলোতে অনেক খুজেও হট হুইলসের নতুন ডাইকাস্ট পাচ্ছিলামনা তাই পর্বও আগে বাড়ছিলনা। গত কয়েকদিন চিরুনি অভিযান চালিয়ে কয়েকটা নতুন মডেল যযোগ করতে পেরেছি সংগ্রহশালায়। সেগুলো নিয়েই পর্ব-৬:



1. 40 Ford







2. 69 Dodge Charger Daytona







3. 69 Ford Torind Talladega







4. 70 Chevelle SS Gold (এটা আগেও একবার কিনেছিলাম তবে তা ছিল সবুজ রংয়ের। এটা গোল্ড)







5. 76 Greenwood Corvette







6. 81 Delorean DMC-12 (ব্যাক টু দি ফিউচারে মুভির কল্যানে ব্যাপক জনপ্রিয় গাড়িটি)







এত এত গাড়ির ভীড়ে সম্প্রতি এই বিশাল যাত্রীবাহী বিমানটি আমার সংগ্রহশালার বহরে যুক্ত হয়েছে। এ যাবত কালে সংগ্রহীত মডেলগুলোর মধ্যে সবচাইতে বড়- লম্বায় ০.৭২ মিটার এবং উইংস্প্যান ০.৬ মিটার। পুরাই জাম্বো জেট আর কি!







চলবে......



পর্ব-৫:

Click This Link

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৫

আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ........।

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৬

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 8-|

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৭

সাইফুল আজীম বলেছেন: :D :D

৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৪

আমিনুর রহমান বলেছেন:



দারুণ তো !

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৮

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


:) :) :)

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২০

সাইফুল আজীম বলেছেন: :) :) :) :)

৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৭

অতঃপর জাহিদ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ .....

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪২

সাইফুল আজীম বলেছেন: :)

৬| ১৭ ই মে, ২০১৪ সকাল ১১:১৫

অপ্রতীয়মান বলেছেন: ইশ!! ঈর্ষা হচ্ছে!!
ছোট বেলায় আমিও বিভিন্ন মডেলের গাড়ি জমাতাম। কিন্তু সেগুলি অনেক ছোট সাইজের....

১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:০৯

সাইফুল আজীম বলেছেন: গাড়িগুলো খুব বেশী বড় নয়, ৮-১০ সে.মি হবে হয়তবা। আমি সেই ছোটবেলা থেকে সংগ্রহ করেই চলছি.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.