নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

এলেবেলে-১৩

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৭

১. অনেকদিন পর আজ ব্লগ লিখছি। প্রবাস জীবন শেষে ঘরে ফিরে আসা, অত:পর পছন্দসই জব খুজে নেওয়া এবং সবশেষে জব মিলতেই প্রিয় শহর ছেড়ে রাজধানীতে চলে আসা........গত বিশ দিনে এই অনেকগুলো বিষয়ে সামলে ব্লগে লিখাটা আর হয়ে উঠেনি। অবশেষে সময় মিলল আজ।



২. দশ দিন হল ঢাকায় বাস করছি। এরই মধ্যে ঢাকাকায় বসবাসের নূন্যতম গুনগুলো আয়ত্বে এসে গিয়েছে। ব্যাপরটা আশাব্যান্জক।



৩. নতুন জব, নতুন পরিবেশ...ভালোই লাগছে আর জব যদি হয় নিজের পছন্দসই বিষয়ে (আমার পছন্দ রিমোট সেনসিং এবং জি.আই.এস) এবং কলিগেরা যদি হয় বন্ধুসুলভ তাহলেতো সোনায় সোনাগা।



৪. কারিশমা দেখিয়ে অফিসের ল্যাপটপকে রাউটার করে নিয়ে ট্যাবে ধুমছে ব্যবহার করছি। সেই রকম মজা আর কি!



৫. ঈদে বাড়ি যাওয়া নিয়ে টিকেটযুদ্ধে সম্ভবত অবতীর্ণ হতে হচ্ছেনা কিন্তু যদি হতে হয় তবে? ভাবতেই মাথা ঘুরছে!



চলবে....

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দশ দিন হল ঢাকায় বাস করছি। এরই মধ্যে ঢাকাকায় বসবাসের নূন্যতম গুনগুলো আয়ত্বে এসে গিয়েছে। ব্যাপরটা আশাব্যান্জক। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ!

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

ডরোথী সুমী বলেছেন: নতুন জব, নতুন পরিবেশ। অনেক অনেক শুভেচ্ছা রইলো। ভাল থাকুন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: দেশে শুভ প্রত্যাবর্তন ভ্রাতা :)

ভালো থাকবেন :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫১

সাইফুল আজীম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.