নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাখির চোখে পৃথিবী দেখতে ভালোবাসি।

সাইফুল আজীম

পেশা ও নেশা ড্রোন, জি.আই.এস এবং রিমোট সেনসিং নিয়ে কাজ করা। সেটাই করে চলছি, সেই সাথে আছি সামুর সাথে।

সাইফুল আজীম › বিস্তারিত পোস্টঃ

এলেবেলে-১৫ (শততম ব্লগ)

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪

১. জুলাই,২০১৩ থেকে সামুতে নিয়মিত লিখতে শুরু করে আজ শততম ব্লগে পৌছে বেশ ভালোই লাগছে তবে চরম সত্য এটাই যে সামু ব্লগের সেই রমরমা পরিবেশ এখন আর নেই তাই অনেক কিস্তি ভ্রমন ব্লগ ও অন্যান্য লেখাগুলো লিখব লিখব করেও আর লেখা হচ্ছেনা।

২. হরতালে বা এমনি সময়ে সকাল সকাল অফিসে এসে অফিস বন্ধ পাওয়ায় চলে যাই পাশের ধানমন্ডি লেক সংলগ্ন পার্কে। নানা রকম মানুষ দেখে সময়টা ভালোই পার হয়ে যায়। ফুটবল, ভলিবলে মগ্ন এই অতিথি দর্শককে আনন্দ দিতে খেলোয়াড়ের কমতি নেই পার্কে। সবার প্রিয় সব খেলার মধ্যমনি বেকহাম ভাই (সর্বদাই মেজেন্ডা রংয়ের টি-শার্ট পরিহিত) থাকতে এমনিতেও আনন্দের কমতি হয়না।

৩. গতকাল পার করা ব্লাক আউট দিবসে অফিস ছেড়ে বেরিয়ে পড়তেই চোখে পড়েছিল কটকটিওয়ালা যার হাতের যাদুতে সাধারন কটকটি হয়ে যায় একটা কিছু। আমি নিয়েছিলাম বিশ্বকাপ। বিশ্বকাপ খেতে খেতেই অবশেষে অফিসে ফিরেছিলাম শৈশব সাথে করে।



৪. সকাল সকাল অফিসে আসতেই আবারও বিদ্যুত নেই। তবে কি আবারও ব্লাক আউট??

৫. জি.আই.এস স্পেশালিস্ট পদে জব লাইফ তেমন ব্যাস্ততায় কাটছেনা যতটা ভেবেছিলাম। হায়! এভাবে চলতে থথাকলে অলশ হয়ে যাব যে!

৬. নিয়মিত লিখতে চাই সামুতে আবারও কিন্তু কবে ফিরে পাব সেই পুরোনো সামুকে?

চলবে.....

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা। আপনার লেখা অব্যাহত থাকুক।

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

সাইফুল আজীম বলেছেন: :)

২| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩১

ইফতেখার ভূইয়া বলেছেন: ২০১৩-তে শুরু করে এখনই শততম পোস্ট?! ভাইসাহেব কি অফিসে বসে আসলেই কাজ করেন, নাকি সামুতে লিখেন? যাইহোক শততম পোস্টের শুভেচ্ছা জানবেন। আমি বিগত প্রায় ৮ বছরের অধিক সময়ে ২৫০ এর মতো পোস্ট দিতে পেরেছি মাত্র! আপনার পারফরম্যান্সের কাছে নিজেকে বাচ্চা মনে হচ্ছে :) ভালো থাকবেন।

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩

সাইফুল আজীম বলেছেন: From August, 2013 to August, 2014 I was abroad for higher studies. On that time I have tried to behold my memories via blog so wrote a lot about my life@abroad. That time it was easy for me to manage time that's why reached to 100 very fast I think. However after returning to professional life, It's difficult to manage time. However, I am writing blog while in office due to the on-line accessibility in my tab.

Thank you. Sorry to write i English because I have used a laptop where I can't write in Bengali.

৩| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভেচ্ছা নিন , লিখতে থাকুন ।

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩

সাইফুল আজীম বলেছেন: :)

৪| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৯

আমিনুর রহমান বলেছেন:




শততম পোস্টের শুভেচ্ছা।

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:১০

সাইফুল আজীম বলেছেন: :)

৫| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯

মামুন রশিদ বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা!

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২

সাইফুল আজীম বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.